AJOY BASU  
1.8k Followers · 2.8k Following

Joined 24 September 2018


Joined 24 September 2018
2 MINUTES AGO



অনন্ত আকাশে অসংখ্য নক্ষত্ররাজী, কি অপার্থিব সৌন্দর্য নিয়ে রয়েছে বিরাজি,
নিঃসীম প্রান্তরে একা সে কিশোরী,বিস্ময়ে বিভোর ভাবে- কে সাজায় এ' জগতকে এত যত্ন করি !

- অজয় বসু।

-


2 HOURS AGO



তীব্র দহন জ্বালার শেষে শীতল বাতাসে
ধূমজ্বরে কপালে যেন মায়ের হাতের
শীতল স্পর্শ মনে আসে...

অঝোর ধারায় বৃষ্টি নামল যখন
প্রকৃতির শরীর জুড়ে এক অপার্থিব শিহরণ...
সর্বত্র যেন কি এক শান্তি বিরাজ করেঅনুক্ষণ!

মাটির সোঁদা গন্ধে শুরু এক উৎসবের আয়োজন,
ঘন ঘন বজ্রনিনাদে যেন আদিম উল্লাসে
মেতে ওঠে মেঘেদের মন...

- অজয় বসু।


-


YESTERDAY AT 17:07



ফিনিক্স হয়ে এসো নিজেকে দগ্ধ করে
নব নব জন্মে ভালোবেসো...
বার বার এই আগমন
কামনারহিত প্রেমে বিমূর্ত থাক অনুক্ষণ...

- অজয় বসু।







-


5 MAY AT 18:03



বেঁচে থাকার রসদ সবার কাছে একরকম নয়...
খাদ্য রসিক যে নানা সুখাদ্যে বাঁচার রসদ পায়,
সুরারসিক সুরা পানে বেঁচে থাকার আনন্দ নেয়,
কেউ বা বারাঙ্গনা গমনে বাঁচার বৈচিত্র খুঁজে পায়,
কেউ বা সঙ্গীতকে বাঁচার রসদ বুঝে সুর সাধনায়
জীবন কাটায়...
আবার গ্রন্থকীট যে গ্রন্থ পাঠ ব্যতীত
তার জীবন বৃথা মনে হয়,
ভ্রমণ পিপাসু যে পাহাড় অরণ্য নদী সমুদ্রের কাছে
বাঁচার রসদ খোঁজে,
আবার কেউ বা কেবল গীতবিতান কিংবা কথামৃতকে
বাঁচার রসদ বোঝে...

- অজয় বসু।

-


4 MAY AT 18:25



রোজকার দিনলিপিতে যে কথা হয় না লেখা
সে ব্যথা জমে জমে পাহাড় হয় বুকের গভীরে...

প্রত্যহ যে আনন্দ বার্তাটুকু ছুঁয়ে যায় প্রাণ
শুধু সেটুকুই লিখি প্রত্যহ দিনলিপি জুড়ে...

রোজকার দিনলিপি আমার অসম্পূর্ণ তাই
অর্ধেক থেকে যায় নিত্য অন্তঃপুরে...

- অজয় বসু।



-


3 MAY AT 17:33



দোয়াত কালির গল্পে কলম ছিল নায়ক
কালিকে বুকে নিয়ে কলম ভুলেছে দোয়াতের অবয়ব,
তবে যতই এরা, হোক না গল্পের কুশীলব,
আসলে তো কলম চালায় অন্যের মন ওরফে অন্য একজন,
সেই আসলে নায়ক এরা সব সহায়ক...
সহায়কদের গল্প কেই বা মনে রাখে ?
কলম যখন অসহযোগিতা করে থামে
সেটিকে ছুঁড়ে ফেলে সে জন অন্য একটিকে আনে...

দোয়াত কালির গল্পের দিন গিয়েছে ফুরিয়ে
তার গল্পের নটে গাছটি যে গিয়েছে মুড়িয়ে...

- অজয় বসু।







-


2 MAY AT 18:25



ফেলে আসা স্মৃতি কিছু ঝরে যাওয়া ফুলের মত
বিছানো রয়েছে অতীতের আঙিনায়...
এখনো সৌরভ কিছু অবশিষ্ট আছে নাকি ?
তবে সেটুকুই প্রাণে ধরে রাখি...

ভেজানো দরজার সামনে অপেক্ষায় থাকি
অনেকটা সময়...
মাঝে মাঝে দরজা খুলে যায়,
খুঁজে পাই তার কিছু আটপৌরে অভ্যাসের স্মৃতি...
ফেলে যাওয়া সে টুকু নিয়েই সুখে আছি,
জীবনের কাছাকাছি...

- অজয় বসু।




-


1 MAY AT 14:38



প্রতিটা দিনই নতুন হোক নতুন আনন্দে জাগুক প্রাণ,
যত দুঃখ দীনতা সকল ঘুচুক সকল ব্যথার হোক অবসান...
সবার উপরে ভালোবাসা থাক যেথা যত হিংসা হোক না ম্লান,
যত যুদ্ধ হানাহানি ভুলে গিয়ে বিশ্বভ্রাতৃত্ব হৃদয়ে পাক না স্থান...

প্রতিটা দিন নতুন হোক নতুন আনন্দে জাগুক প্রাণ,
সকল আঁধার হোক না বিলীন বাজুক হৃদয়ে আলোর গান...

- অজয় বসু।


-


30 APR AT 17:50



বুক জুড়ে অপেক্ষারা জেগে থাকে বিরামহীন,
তাই প্রতিদিন সকলেই দুঃখ নিয়ে ঘর করে,
কেননা 'অপেক্ষা যাদের প্রধান কাজ
তারা কি দুঃখী না হয়ে পারে...'
আর প্রত্যেকেই কিছু না কিছুর জন্য
অপেক্ষায় আছে অবিরত...
আর সেই অপেক্ষার ক্ষত আগলে একটা জীবন
সহজেই পার করে দেয় মানুষ নিয়ত...
তবে কখনো বা অপেক্ষার অবসান ঘটে,
হয়তো একটা চাকরি হয় একটা মাথা গোঁজার ঠাঁই হয়...
কিশোর বেলার যে প্রেমিকা হারিয়ে গিয়েছিল,
সত্যি দেখা হয়ে যায় কোনো এক ভোর বেলায়
সূর্য ওঠা সমুদ্র তটে....
- অজয় বসু।



-


29 APR AT 11:27



সূর্যের দেশে উত্তাপের আধিক্য ঘটেছে,
স্বর্ণ কলস উপছে পড়ছে তাপ অনর্গল...
স্বর্গের সাংবাদিকেরা এতই নিস্পৃহ, বুঝি অচল
মর্ত্যের সাংবাদিকেরা কত সক্রিয়,
যে কোনো ঘটনা মুহূর্তে ভাইরাল করে দেয়...
হায়!
সাংবাদিক প্রধান নারদ মুণি বোধহয় বয়সজনিত কারনে
নিদ্রা গিয়েছেন...
বরুণদেবের কাছে খবরটা দেওয়া একান্ত দরকারি,
দু এক পশলা বৃষ্টি না হলে যে প্রাণ বাঁচে না,
সহ্য হয় না আর সূর্যের এই ভয়ঙ্কর দাদাগিরি...

- অজয় বসু।

-


Fetching AJOY BASU Quotes