পৃথিবীর দাবি আর কিছু নয়
মানুষ যেন পরস্পরে ভালোবেসে শান্তিতে পাশাপাশি রয়...
এই যুদ্ধ হানাহানি গোলাগুলির বিষাক্ত ধোঁয়ায়
ছেয়েছে আকাশখানি...
এমনটা অভিপ্রেত নয়...এ যে বড় দুঃসময়
কত নারী কত অসহায় শিশু অকারণে প্রাণ হারায়...
পৃথিবীর দাবি আর কিছু নয়...
মানুষ যেন হিংসা হানাহানি ভুলে সৌভাতৃত্বে ভালোবেসে পাশাপাশি রয়...
এই ভূমি যেন শিশুদের বাস যোগ্য হয়...
সর্বগ্রাসী হিংসা নয় চিরন্তন প্রেম যেন জয়ী হয়
এই শুধু... আর কিছু নয়...
. - অজয় বসু।
-
তোমার চোখের পরে যখন আমার চোখের আলো পড়ে
বদলে যায় মুখটি তোমার এক অনন্য রূপ ধরে...
আমি তোমার অধর থেকে ওষ্ঠ তুলে তাকিয়ে দেখি
কি মহিমায় স্বপ্ন সেথা শত বর্ণে বিরাজ করে...
আমি তখন নতজানু সুখের কাছে বুকের মাঝে
স্বপলোকে মগ্ন রাজা... তুমি এক অনন্য ঈশ্বরী...
- অজয় বসু।
-
কাকে তুই হৃদয় গোলাপ দিলি? আপন মনে একলা বসে কার কথা ভাবছিলি...
সে কি তোকে দুঃখ দিল ঘোর? নয়ন কেন ভাসছে জলে দিবারাত্রি তোর?
বেশ তো রঙিন স্বপ্ন নিয়ে নিজের মত ছিলি, কাকে তুই স্বপ্নসীমায় অবাধ প্রবেশ দিলি?
নতুন বয়স স্পর্শকাতর অভিমানে ভরা, কে সে এসে করলো তোকে এখন পাগল পারা?
কাকে তুই হৃদয় গোলাপ দিলি? নতুন প্রেমের যন্ত্রণাটা বক্ষ ভ'রে নিলি?
- অজয় বসু।
-
স্বাধীনতা যেমন আত্মনিয়ন্ত্রিত অধিকার ভোগের খোলা আকাশ,
তেমনি বন্ধনহীন সুখের স্বস্তির শ্বাস...
- অজয় বসু।
-
ঈশ্বর জানে এই জীবনের মানে, মানুষ জানে না...
ঈশ্বর জানে পাপপুণ্য কোনখানে মনে ছদ্মবেশে থাকে, মানুষ জানে না...
ঈশ্বর জানে কবে কোন দিনে আসে মৃত্যুর অমোঘ ছোবল, মানুষ জানে না...
ঈশ্বর সব জানে তার সব আছে, নেই শুধু বাঁচার লড়াই...
মানুষের যা আছে এই নিত্য পার হওয়া চড়াই উতরাই...
তাই মানুষ জানে এই জীবনকে ভালোবাসার মানে,
ঈশ্বর কতটা জানে? মানুষ তা জানে না...
- অজয় বসু।-
শেষ দেখা...
শেষ দেখার স্মৃতি ভুলে যেতে চাই
প্রথম দেখার স্মৃতি মনে নিক ঠাঁই
কেন যে খেলা ভেঙে চলে যেতে হয়
বিষন্ন বাতাস ছোঁয় সারা ঘরময়
এই ছিল এই নাই... অনন্তে মিলায়...
- অজয় বসু।
-
দেখার আশ তো সহজে মেটে না তাই পৃথিবীর
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে মানুষ
যতক্ষণ শরীরে শক্তি থাকে আর বয়ে চলে শ্বাস...
পাহাড় হিমবাহ নদীর উৎসস্থল তার দেখা চাই
পা রাখা চাই তুষার শৃঙ্গে প্রাণ বিপন্ন করে...
সাগর অরণ্য মরুভূমি তাও স্পর্শ করার অদম্য বাসনা
হৃদয় ভ'রে...
দেখার আশ তো সহজে মেটে না
আসলে সৃষ্টিকর্তাকেই বুঝি খুঁজে মরে মানুষ
তার সৃষ্টিকে স্পর্শ করে...
- অজয় বসু।-
সাদা সে অন্ধকারেও সাদা
কালো সে আলোতেও কালো
তাই আসমানি কবুতর জেনেশুনে
কি সহজে নির্জন কার্নিশে
কাকের সাথে মনের কথা কইতে এলো...
- অজয় বসু।-
পুজোর ফুল শ্মশানযাত্রার ফুল জন্মদিনের ফুল
সব একই গোত্র
শুধু অবস্থান অনুযায়ী বদলে যায় তাদের চরিত্র...
আড়ালে যে মালি যত্নে ফুলগুলো ফোটালো
সেও কি জানে কার পরিণতি কি হ'ল?
আড়ালে আর একজন থাকে বলে মনে হয়
যার নির্দেশে কার পরিণতি কি হবে স্থির হয়...
এসো তবে তার কাছে নতজানু হই
এ জগতে কিছুই ঘটবে না তার ইচ্ছা বই...
- অজয় বসু।-
রাখী পরানোর মত ভায়েদের হাত খুঁজে পাচ্ছেনা বোনেরা
তারা বড় নিরাপত্তাহীনতায় ভুগছে...
পবিত্র এই বন্ধন অটুট রাখতে ভালোবাসা অটুট রাখতে
কি করা উচিত কেউ বলে দেবেন...
বাহাদুর শাহের হাত থেকে চিতোরের রানি কে বাঁচাতে
মোঘল সম্রাট হুমায়ূন রাখীর সম্মানে ছুটে এসেছিলেন...
এখন একজন নারী অত্যাচারীত হলে
ভাতৃসম অন্যদের অত্যাচারকারীর সহযোগী হয়ে যেতে দেখি
এ কেমন কথা...
তাই রাখী পরানোর মত হাত খুঁজে পাচ্ছেনা বোনেরা,
পবিত্র এই বন্ধন অটুট রাখতে, ভালোবাসা অটুট রাখতে
পরস্পরের প্রতি শ্রদ্ধা অটুট রাখতে
কি করা উচিত কেউ কি বলে দেবেন...
- অজয় বসু।
-