Rohit Ghosh   (Rohit❤️)
648 Followers · 282 Following

read more
Joined 29 December 2018


read more
Joined 29 December 2018
15 AUG 2024 AT 1:03

যে রাজ্যে মহিলা আজ
সুরক্ষা নয় ,পাঁচশ-হাজারে খুশি
সেই রাজ্যে বেশ‌ স্বাভাবিক..
ধর্ষণের হার বাড়বে বেশি।


-


1 MAR 2022 AT 12:15

জীবন যখন বিষাদময়,
স্বপ্নগুলো ভাঙছে প্রতিনিয়ত
একাকীত্বেই তখন শান্তি দেয়,
মিলিয়ে দেয় মনের ক্ষত।

-


23 JAN 2022 AT 11:41

নদীর ওপারে থেকো প্রিয় ..
আমি ঢেউ হয়ে ছুঁয়ে যাবো বারবার..
সুপ্ত ভালোবাসা আজও বেঁচে আছে
তা নয় কখনও ধ্বংস হওয়ার।

ওপারে থেকো প্রিয়,
হিমেল হাওয়ার স্নিগ্ধ স্পর্শে
ভালোবেসে যাবো দূর হতে,
থেকে যাবো প্রেমের অভিকর্ষে।

-


22 JAN 2022 AT 20:31

অপ্রকাশিত ভাবে এসেছিল সে
নিঃশব্দে সে নিলো বিদায়,
নিভে যাওয়া আঁচে পুড়লো হৃদয়
প্রেমিক হঠাৎ অসহায়।

-


22 JAN 2022 AT 17:35

বেলা শেষে আজও তোমায় খুঁজি
সমুদ্রের ঢেউয়ে তোমার ঠিকানা✨
হয়তো আবার দেখা হবে প্রিয়❤️
হারিয়েছে যেখানে সীমানা।

-


22 JAN 2022 AT 17:21

কালো আকাশ‌ জানে কতইনা ব্যর্থ কাহিনী
সাক্ষী হয়েছিল সে ,আজও ভুলতে পারিনি।

-


17 APR 2021 AT 15:57

সরকার ভাঙবে, সরকার গড়বে
সাধারণের পাশে কেউ নেই;
ভোট চায় এরা করজোড়ে
স্বার্থপর হয় ভোট মিটলেই।

-


13 JUN 2020 AT 15:18

ভালোবাসা আজ বিলুপ্ত প্রায়, শরীর খোঁজে সমাজ
রাতের আঁধারে কান পাতলে শোনা যায় শুধু নষ্ট আওয়াজ।

-


6 JUN 2020 AT 0:10

নষ্ট রাতের গল্প 🌑🚬


ক্যাপশনে....

-


22 APR 2020 AT 11:48

হ্যাঁ ঠিক আমি প্রকাশ করতে পারি না আমার চাওয়া
সামর্থ নেই আমার ভালো কিছু পাওয়ার
আমি নির্বাক আমি অসহায় কেউ নেই আমার
পেটের জ্বালায় লাথি খাই প্রয়োজন শুধু খাবার।

-


Fetching Rohit Ghosh Quotes