Ek dawa ke khatir ruk gaya hun mere yar
lautna tha rasto se, mujhe bukhar Jane nahi diya
Ghao barte barte rooh ko choo Jaye to teri yaad aata hain
Ghao bharte bharte koi nishan nah chore to dil ruth sa jata hain..
Inhi raston se kabka mein laut chuka hota mere dost,
Agar Jakham dene wala khud dawai na hota.
-
... read more
কেউ কি আমার মতো দুঃখ দিয়ে চলে যেতে পারে
অপার জ্যোৎস্নায়
পেশাদার নক্ষত্রের তীক্ষ্ণতা যেখানে ম্লান ও মেদুর...
তবু
একটি পদ্মফুল
কাদা-জল থেকে পাঁজাকোলা করে
যাকে অর্ঘ্য দেবে
সে কি সুখের দেবতা?
সে কি আমার মতো সব সুখ নিয়ে চলে যেতে পারে!
-
It's just a rain,
The sound on blue asbestos
ticking in my brain.
Connecting blue to blue
having no clue
with an inkless pen,
It's just a rain,
like thousands in the past;
But if it lasts
a little more
you receive a letter for sure,
Though I have no ink
only few rains,
Still I can say
how it should end.
Your palm on the railing,
My hands on the fence,
Please free your eyes...
It's just a rain.
-
কেউ কোথ্থাও নেই
শুধু আকাশের পাশে তারাদের মতো মানুষ
আর ঘাড় ঘোরালেই পথ বেঁকে যায় দূরে,
তবু কেউ কেউ আছে
চাদরের নীচে তুলো ভরা কোলবালিশ
হাত ছোঁয়ালেই ঘুম আসে চোখ জুড়ে।
আলো জ্বলে মৃদু মৃদু
ঘুম থেকে আসে স্বপ্নের এক ঘোর
ময়দান থেকে দূরে দেখা যায় পরী,
আলো নেভে মাঝে মাঝে
চোখ পিটপিট যেই হয়ে আসে ভোর
পরীর ডানায় সোনা জমে তিন ভরী।
তুমি সব জান, কীভাবে
গানের কলি ভুলে গেছে পাখি
মা ভুলে গেছে মাংসতে দিতে নুন,
মাথামোটা আমি
পড়ার খাতায় কী যে ছাইপাঁশ আঁকি
নিশ্চিত জানি, এসবই ঐ কাজল চোখের গুণ।-
তবু তো এ পৃথিবী আদ্যপ্রান্ত পড়ে ফেলা যায়
অথচ তোমায় দেখা প্রতিদিন শুরু করি
প্রথম পাতায়।-
কথা প্রসঙ্গে অনুষঙ্গ আসে কাক ও কোকিলের,
কে কার বাসায় ডিম পেড়েছিল!
ধোঁকা খাই রঙে
তবু সব আমাদেরই শিশু,
উড়তে শিখলে বেঁচে যাবে
শুধু গুলতি ফেলে দাও।-
মরার বয়স পার হয়ে গেছে আমাদের।
যুবতী নদীর আদুল পিঠে খেয়া ঘাট নেই।
নেই তাই আসি,
নেই তাই আছে।
আসমানে তাকাও...
আটকে রেখো না,
মানুষ তো দুঃখ নয়।
তার মরার বয়স পার হয়ে গেছে
তাই
আর কোনো মৃত্যু নেই।
নেই তাই আসি,
নেই তাই আছে।-
আমি অসীমের সীমা খুঁজে ফিরি,
জানি বৃথা কষ্টে এ শুধু দেহের ক্ষয়।
তবু দুঃখই খাদের মতো স্পষ্ট,
সুখ চিনতে চিমটি কাটতে হয়।-
বৃষ্টি কিনতে গিয়ে হঠাৎ তোমার সাথে দেখা।
তুমি চিনতে না আমায়,আমিও চিনতাম নাকি;
তবু দেখা হয়ে যায়।
তারপর, তোমার দেখাদেখি
আমিও ঢুকলাম রোদের দোকানে।
বেরিয়ে এসে আর দেখিনি তোমায়।
ফিরতি পথে কানা গলির মুখে
একটুকরো রোদ বৃষ্টিতে ভেজাতেই রামধনু বলল,
"তুমি তো আকাশ নও।"
আমি বললাম,"আর ও?"
রামধনু চোখে চোখ রেখে ঢোক গিলল,
"ও কে?"
সেই বহুবছর আগে বৃষ্টি কিনতে গিয়ে
তোমার সাথে দেখা।
তুমি চিনতে আমায়, কেবল আমিই...-
একটা ঠুনকো লোক
চোখে চশমা, গায়ে শুধু ধুলো।
সে কোথায় যাবে?
এ শহরে তাকে খুব বেমানান লাগে,
তাই ফোনে তার ছবি তুলে রাখ।
সে যদি কখনও বলে," পছন্দ হয়েছে?"
বরঞ্চ চুপ করে থেকো, তবু 'হ্যাঁ' বোলোনা।-