QUOTES ON #ধর্ষণ

#ধর্ষণ quotes

Trending | Latest
9 DEC 2020 AT 18:42

বন্ধ হোক "বেটি বাঁচাও, বেটি পড়াও",
সূচনা হোক "বেটা সামঝাও, বেটা সামঝাও"।


ধর্ষনের কালো থাবা
-------------------------
চোখে অন্ধত্বের আবরণে ঢাকা রুমাল বেঁধে বিচারে মত্ত আমাদের সমাজ,
নারীদের খোলামেলা পোশাক তাদের কলঙ্কের কারণ-বিষয়টিকে উপপাদ্যের মতো প্রমাণিত করতে প্রত্যেকের মন খুবই দরাজ।
মনুষ্যত্ববোধের অভাবে কোনো পরিবর্তন নেই মানসিকতার,
তাইতো দিল্লিতে আট মাসের শিশু হয়েছিল ধর্ষনের শিকার।
তার তো ছিল না কোনো খোলামেলা পোশাকের বাহার,
তবুও সে হয়েছিল মানুষরূপী পিশাচের স্ফূর্তির আহার।
ওই ছোট্ট নিষ্পাপ প্রাণ কী জানত ধর্ষণ!
তার অজান্তেই তার ওপর হলো কলঙ্কের বর্ষণ।
এইরকম মানসিকতাকে জানাই ধিৎকার,
পরিবর্তন আসুক মানসিকতায়, বন্ধ হোক অত্যাচার।
গড়ে উঠুক ধর্ষণমুক্ত দেশ,
সমাজ ঝেড়ে ফেলুক তাদের অন্ধত্বের আবেশ।

-


29 NOV 2019 AT 22:33

আর কত নোংরামর দর্শক হতে হবে এজন্মে জনিনা.....মানুষ হয়ে জন্মাতে ঘেন্না করে আজ।দিনের পর দিন দেখছি জানোয়ারের চেয়েও কিছু অধমের সাজ।জনিনা, ফুলের পাঁপড়ি গুলো ছিঁড়ে বিবস্ত্র করে, ফালাফালা করে, রক্তাক্ত করে দিয়ে কেমন স্বাদ মেটায় শকুনের দলগুলো???এবার হোক বিদ্রোহ,নারী পুরুষ সম্ম্মিলনে উঠুক এবার ঝড়, ফাঁসি তাদের ভয় করেনা পুরুষাঙ্গ ছাঁটাই করা হোক এবার। সিরিয়াল সিনেমায় হিরো না হয়ে এবার নারীরা হাতে কাটারী ধরো,এবার নিজের জন্য নিজে লড়াই করো । সরকার কি এখনো বোবা হয়ে গুনবে ধর্ষিতাদের লিস্ট ঠান্ডা ঘরে??আজকে ফুঁসবে শহর খবর শুনে কাল চলবে সাইড কোরে।কত ঘটনা ঘটছে এমন মিডিয়ার বাইরে,পরিবার গুলো ভাসছে নোনতা জলে .. চাই মোমবাতি মিছিলের সঙ্গে এবার মানবিকতায় আগুন জ্বলুক ,ফাঁসির আগে রক্তের বদলে এবার না হয় রক্ত ঝরুক।

-



তুমি তাঁকে দোষারোপ করো
সে নাকি তোমার হৃদয় নিয়ে খেলেছে,
করেছে তোমার হৃদয় হরণ।

তার খোঁজ কি তুমি রাখো!
মা-বাবাকে খুশির জন্য, সিঁথিতে সিঁদুর তুলেছে -
রোজ রাতে তাঁর হয় বিবাহ ধর্ষণ।

-


26 AUG 2021 AT 17:55

একলা নারী
লোলুপ দৃষ্টি
সহসা প্রচন্ড চিৎকার
ভিড় বাড়ে মোমবাতি ক্রেতার...

-


23 MAY 2020 AT 8:01

যেই মেয়েটির ধর্ষণ হয়েছে,
তাকে দেখে সবাই বলবে― "চরিত্রহীনা!"
হাতে গোনা কিছু লোক বলবে― "বেচারি!"
কিন্তু যে কথাটি শোনার জন্য
শারীরিক যন্ত্রণাগুলো থেকে থেকে মারণরূপ নেয়,
সেটি কেউ বলবে না।
কেউ বলবে না― "ইটস ওকে, দিস ডসেন্ট ম্যাটার"

যেই মেয়েটির ধর্ষণ হয়েছে,
রোজ রাতে
নিজের মাতাল স্বামীর হাতে নির্বিচারে ধর্ষিত এক মহিলা
ভীষণরকম ভাবে অস্বীকার করে যাবে,
সেই মেয়েটিকে
নিজের ঘরে বউ করে আনতে!

― Eternal Moon

-


23 DEC 2018 AT 8:49

খবরের কাগজে নতুন খবর
আমাদের পাড়ার মেয়ের হয়েছে ধর্ষন,
বা বা কী মজা!ছিলোনা কোন কাজ।
এখন কিছুদিন চলবে মেয়েটার নিয়ে উপহাস।
তা কী বললি?মেয়েটার পরনে ছিলো জিন্স-টপ
তা ভালোই হয়েছে বেশি মাথায় চাপিয়েছিলো তার মা-বাপ।

দোষতো মেয়েটারই ওমনি ছোট ছোট জামাকাপড় পরনে দিয়ে!
ছেলেদের নিজের কাছে আকর্ষণ করাই তো কাজ তাদের,
না না ছেলেটার কোন দোষ নেই নিশ্চয় মেয়েটারই দোষ স্বভাবের।
ছেলেরা ওমন হয়নাকি!ওরা মেয়েদের কাছে যায়না মেয়েরাই আসে।

ছেলেরা ওমনি নয়তো! 
তাহলে মেয়ের শরীরে এতো ক্ষতের দাগ কেনো?
চার বছরের ছোট্ট মেয়ের তাহলে ধর্ষন হয় কেনো?
তাহলে বোরখা পরা মেয়েও বাদ যায়না কেনো?
ঘরে ঢুকে কোন মেয়েকে ধর্ষন করে কেনো?

না মেয়ের দোষ না পুরুষের দোষ!
সবই হচ্ছে আপনাদের মতো মনের দোষ।
যারা মেয়েটার চরিত্র নিয়ে কথা তোলো,
আর কাপুরুষদের প্রতিনিয়ত রক্ষা করো।
তাদের সমাজে শিক্ষার জরুরি একান্ত,
আর আপনাদের জন্যে তারাই ভগবান হয়েযায় সর্বান্ত।
এবার থেকে কোন কাপুরুষের হয়ে কথা না বলে
মেয়েটির আত্মসম্মান আার চরিএটা রক্ষাকরো।।




~সংক্ষিপ্তা💜💜💜









-



কিছু কাঠ , জ্বালানো আগুন
তাপে উত্তপ্ত সর্ব শরীর ।
কেরোসিনে ভেজা উলঙ্গ নারী
ভয়ে শুকানো গলা ।
কিছু রাক্ষস ছুঁড়ে দিলো
এক পিন্ড আগুনের দলা ।
চিৎকার ছাড়ে এদিক ওদিক
হুঙ্কার পৌছোয় না কারো কাছে ।
রাক্ষস রূপী মানুষ গুলো
দুরে দাড়িয়ে শুধুই হাসে ।
জ্বলতে জ্বলতে চিৎকারটা
নিঃশব্দে হলো শেষ
ছাই হয়ে যায় পুরো শরীর
রাক্ষস রাই আছে বেশ ।

-


16 JUN 2020 AT 22:03

সেই চঞ্চল মেয়েটা আজ বড় নিরীহ-শান্ত হয়ে গেছে।
সেদিনের পর থেকে,
যেদিন তার নগ্ন শরীরটার ওপর থাবা বসিয়েছিল কয়েকটা পশুরূপী অমানুষ.....

প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল তার হৃদয় জুড়ে,
কিন্তু সেই আগুনকে নিভিয়ে দেওয়া হয়েছে;
তাই আজ সে পাগল।
সেই মেয়েটা আজ চুপটি করে বসে থাকে একলা ঘরের কোণে
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে
কাছে যায় না কারোর
ভাবে, সেই পশুগুলো আবার ফিরে আসবে না তো থাবা বসাতে?

-


19 OCT 2019 AT 16:25

কতো শত নারী হচ্ছে আজ পথে ঘাটেতে হেনস্থা,
পুরুষালী হাতে শ্লীলতাহানির নেই কোনো সুব্যাবস্থা।
সমাজের কোনে ধর্ষিতারা গুমরে গুমরে মরে
ধর্ষিত হচ্ছে নিষ্পাপ শিশুও সমাজের অগোচরে!
অসুররূপী কিছু পুরুষ বুক ফুলিয়ে হাঁটে
সম্মানহানির যন্ত্রনায় নারীরা শেষ হয় তাদের আঘাতে।
মৌন মিছিলে মোমবাতি জ্বেলে হবেনা কোনো প্রতিকার
সমাজ থেকে করা হোক আগে অসুরদেরকে বহিষ্কার


-


8 JAN 2020 AT 20:59

।। এই তো সেদিন ।।


নির্জন রাস্তায় পরে রয়েছে একটি মৃত দেহ , তার চারপাশে লোকজনের ভিড়।
তখন ঘড়ির কাঁটা প্রায় সন্ধ্যা পেরিয়ে।
হঠাৎ ভিড়ের মধ্য থেকে কেউ একজন বলে উঠল, এটা তো মিহি আমাদের পাড়ার মেয়ে।
এই তো সেদিন ধর্ষণের প্রতিবাদে মোমবাতির মিছিলে গিয়েছিল আজ সে নিজেই এইরূপ অবস্থায় অভিগ্রস্ত!

-