সুপ্রিয় মজুমদার   (ক্ষত)
363 Followers · 35 Following

Joined 13 April 2019


Joined 13 April 2019

কিছু প্রশ্ন অবান্তর
উত্তর পাওয়া কঠিন,
আচ্ছা মানুষের চাওয়া গুলো
না.. পেলে কেন এত বেরঙিন!

-



হয়তো পেরে ওঠাটা বড্ড কঠিন
হাতে হাত রেখে কথা দেবার মতন,
মেঘের রাজ্যে তোমার বসবাস
তোমাকে চাওয়া আমার চিরকালের বদভ্যাস।

-



যেভাবে ফুরাবে কলরব হতে
ব্যার্থ আমার মন,
পারবো কি তোমায় ছুঁতে
ব্যার্থতার আলিঙ্গন।

যেভাবে হাত না ধরে আমরা সঙ্গী
পরিচয়টা আজও অজানা,
ইচ্ছের বিরুদ্ধে সমস্তটা তবুও বাঁচি
হারাবে বলো, কিন্তু হারিয়ো না।

-



প্রেমের বাতাসেও দুঃখ ভাসে
তুমি থাকো স্তব্দ ইনবক্সে,
যদি কখনো হাত ধরো বিশ্বাসে
আমি হারিয়ে ফেলি নিজেকে অনায়াসে।

যাকে ভালোবাসি তাকে শুধুই ভালোবাসি
তাই আর কোনো উত্তরে মানবে না
আজও ভালোবাসার অন্তরে বিশ্বাসী।

হয়তো তুমি কাছে বা দূরে
কিবা এসে যায় তাতে,
পাবার জন্য ভালো নাইবা বাসলাম
আমি ভালোবাসার জন্য ভালোবাসি।

-



গল্পটা জানাই ছিল
অজানার মধ্যে কেবল আমি,
হারিয়ে যায় তোমার বাতাসে
খুঁজে পাবো কি!

তবুও যে আকাঙ্ক্ষা বড়ই
নিজেকে খুঁজে পাওয়ার,
মেঘ জমে ওই চিরকুট পাহাড়ে
নিম্নচাপ নামবে কি!

আমি রইলাম অবুঝ বালক
হাসতে হাসতে দিন পেরাক,
তবুও আনাগোনা সেই পথ ধরে
তুমি সঙ্গ দেবে কি!

-



জোনাকি হয়ে
সঙ্গে থেকো, স্পর্শে থেকো
আমি প্রেমের কবলে।

-



গরীবের পেটের ক্ষুধার মতোন ক্লান্ত
ঝিঁঝিঁ পোকার ডাকে শান্ত
আমি, চেনা মানুষের মুখে অচেনা
তুমি আমাকে চেনো না।

দুপুরের চেনা বাড়তি ঘুম
দ্বিতীয় বিশ্বযুদ্ধএর দায় নিয়ে ঘুরতে থাকা নিঝুম
আমি, আছি কিন্তু থাকাটা প্রয়োজন নয়
আমাকে ভুলতে পুরো জীবনটাও যথেষ্ট নয়।

-



যে রঙে মোহো লাগে, সে রঙে আমার লাগে ঘেন্না
যে কথায় প্রেম বাড়ে,সে কথা আমায় বলবেন না।

-



মেয়েটি:- সত্যি করে বলতো তুই কাউকে ভালবাসিস?
ছেলেটি:- চাঁদ জানতে চেয়েছে তাকে তার ঠিকানা, যার ঘরে জ্যোৎস্না মেলে না
সে ব্রহ্মণ এতই হতভাগা সে জানে না,
চাঁদকে দেখা যায় ছোয়া যায় না।

একে অপরের চোখে চোখ পড়ে যায় ভুল বসত,
চারিদিকে নিরবতা থাকলেও চোখে চোখে কথা থামে না।

-



বসন্ত লেখা হয়নি তোমার নামে
ভুল বকা আমার কাজ,
চিঠিটা বন্ধী এখনো বোবা খামে
আগুন পহাবো আজ।

-


Fetching সুপ্রিয় মজুমদার Quotes