এসেছিল মেঘ, পালটেছে দিন
আমাদের ভারত আজ স্বাধীন!
রক্তে ভেজা কত কত বলিদান
কতো স্বাধীন চেতনার স্লোগান ;
যা ভারত বর্ষের স্মৃতির খাতায়
ধ্বনিত হোক সম্মানিত ভাষায়।
ব্যর্থ না হোক সেই সংগ্রামীদের কথা
আজীবন রটে থাকুক তাদের বার্তা।-
আর বলে:-
।।হে সখি সাজাও আমায়
... read more
গুমোট ভরা আকাশ
স্বস্তির প্রয়াস!
এই হতে জীবন
চাই শুধু শান্তির বর্ষণ।-
আকাশে মেঘের ভেলা
চারদিক ছন্নছাড়া;
মায়ের এবার যাবার পালা!
বরণ হাতে, সিঁদুর খেলা
এটাই যে,
মায়ের বিদায় বেলা!
কাঁধে ধরণীর বুক
যেন মনখারাপের
আভায় আজ মায়ের মুখ।
আবার দিনগুনা
একটি বছরের অপেক্ষা
এটাই যেন মনের সান্ত্বনা।
সুর তুলে এই ধরণী
আসবে আবার
জগৎ জননী, মহিষাুরমর্দিনী।-
বাঙালির হৃদয়ের আলোতে বা আধারে,
প্রভাতী সকালে কিংবা গভীর রাতে;
মধুর সুর, বিরহ সুর সবটাই জুড়ে
একটা সংযোগ অটুট থাকে রবীন্দ্রনাথে।-
ক্যালেন্ডারের পাতায় দিন পরিবর্তন
তারিখ আজ পহেলা!
সব একঘয়েমি কাটিয়ে
প্রাণবন্ত হোক নতুনের পথচলা।-
কখনো প্রসন্নতা, কখনো গম্ভীরতা
কখনো আবার উদাসীনতা!
রকমারী মনের ভাবের সমীরণে
আমি আছি বেশ অন্তর্মুখীকতার ধরনে।
গুটিয়ে থাকার, নিজেকে আগলে রাখার আন্দাজে
আমার ভালো থাকা বেঁচে থাকে নিজস্বতা'র কোলাজে।
চিন্তা ভাবনা মাথায় নিয়ে শত শত
দিন শেষে বলে যায় আমি ঠিক আমার মতো।-
।।বসন্ত।।
আসছে বসন্ত, যাচ্ছে বসন্ত
কখনো আকাশ সতেজ, কখনো বা শ্রান্ত;
চারদিকে ফুটছে ফুল, ঝড়ছে ফুল
প্রকৃতি যেন এইভাবে আমাদের করে তুলছে আকুল।
সকল ঋতুর'ই আছে তার নিজস্ব স্বাদ,
তবুও যেন বসন্তের অপেক্ষায় কাটে মনের বিষাদ।
হাওয়ায় হাওয়ায় মেতে উঠলো ভবন,
যেই হল প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন।
কুহু কুহু সুরে গেয়ে উঠলো কোকিল,
সেই সুরে খোঁজে চলছে হৃদয় তার সুরের ছন্দ মিল।
কিন্তু এই হৃদয়ে যে শুধু অবসন্ন বিরাজমান,
সুরে পাচ্ছেনা তাল আর গাইতে পারছে না অবেগী গান।-
শিওলির ঘ্রাণে শিশির মাখা ভোরে,
মহালয়ার এই অপরূপ লগ্নে তন্দ্রা তখন পালায় সূর্যোদয় হবার পূর্বেই।
-