প্রেম বুনেছি আলগা নজরে,
মনখানিতে জুড়েছে ছন্দোবদ্ধতা,
রামধনুর মোড়কে ঢেকেছি ফ্রেম,
কল্পনাকাশেই জাঁকালো মুগ্ধতা।
কার্নিশে কার্নিশে অতীতের প্রলাপ,
ভেসে আসে প্রতারণার সমারোহ,
প্রাক্তনের উপহার একাকিত্বের আঁতুরঘর,
মনে পড়ে মুখচাপা বিষাক্ত বিরহ।
-
ক্লাস- 12
❤লেখা আমার নেশা❤
❤যা মনে আসে তাই কলমে প্রকাশ করি❤
❤আমার লেখা যেন সে... read more
আহারে বাহারে রঙ ছড়াক হৃদয় গহনে,
কল্পনাবিলাসী আমিটা হারাই পেন্ডুলামের ঐকতানে।-
--আপনতা--
দেওয়ালে পড়ছে ক্লান্ত নিশ্বাস,
রাগ, অভিমান বদলেছে হাসিতে,
অবাকের ঘোর কেটেও কাটেনা,
বিশ্বাসগুলো মরেছে ফাঁসীতে।
পরিবর্তনটা ভীষণই অপ্রত্যাশিত,
অতীতের প্রলাপ কানে বাজে,
স্মৃতিপটে অবাধ আপনতা,
বর্তমানে কে আর খোঁজে!
ছেড়ে গেছে সেইসব দিন,
ফেলেছে আমাকে 'পর'-এর খাতায়,
ভালো থাকুক তার বর্তমান,
হয়তো কখনো আপন ভাবেনি আমায়।-
শহরের বাষ্পে ভাঙাচোরা হাসি,
কষ্টের বিন্দু থমকে দাঁড়িয়ে,
নিশ্বাসে বিশ্বাসে খরার আহ্বান,
সময়টাও অভিভূত তাকে হারিয়ে।
-
অবিশ্বাস্য বৃষ্টিতে ভিজছে ফ্রেম,
তার ক্ষনিকের ভালোবাসা ছিল অনন্য,
প্রতিশ্রুতিগুলোও ফুঁপিয়ে কাঁদে,
মনটা গড়ে ছিলোই ভাঙার জন্য।-
শহরের নিশ্বাসে অকাল বসন্ত,
রঙের অবহেলায় অদ্ভুত দ্বন্দ্ব,
রামধনুটাও মেঘে ঢাকা,
কৃষ্ণচূড়ায় বেরঙিন ছন্দ।
বুনতে বসেছিলাম পাণ্ডুলিপি,
কালিটাও পেয়েছিল প্রেমের আভাস,
বেঘোরে মারা গেল কলমখানি,
বাহাদুরীর সাক্ষ্য অসমাপ্ত উপন্যাস।
-
কিছু ভালোবাসা থাকনা অপ্রকাশিত,
থাকবে না হারানোর জটিলতা,
অভিমান, কষ্টটা হোক একান্তই ব্যক্তিগত,
অপূর্ণতার উপন্যাসে কল্পনাবিলাসী পূর্ণতা।
-
রঙের দোলায় মুখরিত রঙীন শহর,
কারোর আঙিনায় আনন্দের লহর,
আর কারোর আকাশ জুড়ে একাকীত্বের বহর।
-
কাঁচের ফ্রেমে বুনেছিলাম রঙচঙে এক স্বপ্নবিধূর,
ভাঙার শব্দে স্পষ্ট সে তো দ্বগ্ধ সুপ্ত সুর।
-
সংবেদনশীলতায় ভরপুর হৃদউঠোন,
ফ্রেমের আড়ালে অশ্রু ফিনিক,
খুশির তরীতে মাখিয়েছি বাহানা,
ওই যে উঁকি দেয় নস্টালজিক।
-