Arunima Das   (অরু🥀নিমা)
324 Followers · 38 Following

read more
Joined 16 November 2019


read more
Joined 16 November 2019
19 MAY 2022 AT 13:33

-


4 OCT 2020 AT 20:27

আমাকে গড়তেও বেশি সময় লাগে না, আবার ভাঙতেও! রাগ হলে মানুষ আমায় গড়ে, আবার খুশির বাঁধ ভাঙলে আমায় ভেঙেও দেয়। একটা একটা ইট দিয়ে আমায় গড়ে, বাড়ি বানায়-- থাকে একসাথে আনন্দে। কিন্তু বিবাদ হলে বাড়ির ভিতর ইটের ওপর ইট পড়তে থাকে। তবে এবার বাড়ি নয়, গড়া হবে পাঁচিল। অর্থাৎ আমাকে গড়বে তাদের মাঝে। শুধু বাড়িটাকে আমি দুটো অংশে ভাগ করি না; ভাগ করি দুটো সম্পর্ককে; কখনো কখনো দুটো সংসারকেও ভাগ করে দিই।
বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না। একই বাড়িতে থেকে যখন দুজন মুখোমুখি হয়, তখন একজন অন্যজনকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। দুই সংসারের দুই শিশু একে অপরকে দেখে এগিয়ে গেলেও, আমাকে দেখে তাদের মনে পরে যায় তাদের দ্বন্দ্বের কথা। এক সন্তানকে মৃত্যুশয্যায় দেখেও মা ছুটে যেতে পারে না আমায় টপকে-- মা-ছেলের মাঝেও আমি দাঁড়িয়ে থাকি এক শক্ত পাঁচিল হয়ে-- যা ভীষণ শক্ত। ইট, সিমেন্ট দিয়ে নির্মিত-- যা ভাঙতে নিতে হয় যন্ত্রের সাহায্য। সকলের সমস্যার আমিই একমাত্র সমাধান।
কিন্তু আমার বুক ফাটলেও মুখে ফোটাতে পারিনা কোনো কথা;- কারণ আমি যে জড় পদার্থ!

-


8 JAN 2022 AT 14:39

ডিপ্রেশন
কবি: শ্রীজাত বন্দোপাধ্যায়
কন্ঠে: অরুনিমা দাস

-


3 JAN 2022 AT 21:13

যদি পারো.....
লেখায়: অমৃত রায়
কন্ঠে: অরুনিমা দাস

-


3 JAN 2022 AT 19:46

অনাথ প্রাক্তনের অস্থি গঙ্গায় ভাসিয়ে দিয়ে , অঙ্কের প্রফেসর প্রসেন বলে, "জীবন খাতায় হিসাব-নিকাশ করতে করতে আমি ক্লান্ত। অঙ্কে কাঁচা থাকাটাই এর চেয়ে ভালো।"

-


1 JAN 2022 AT 14:36

নতুন বছরের সাথে সাথেই নতুন ভাবে পথচলা শুরু ☺️ নতুন বছর সবাই খুব খুব খুব ভালো কাটুক 💖❤️ আনন্দে কাটুক 💖❤️❤️
আমার চ্যানেলের লিংক বায়োতে রইল ☺️
এটা আমার প্রথম ভিডিও ☺️ সবাই দেখো🙏 আর জানিও কেমন লাগলো 🤗🙏
লেখা: সংগৃহীত
কন্ঠে: অরুনিমা দাস
নতুন বছরের জন্য রইল একরাশ শুভকামনা ও ভালোবাসা ❤️❤️❤️🍫🍫🍫🍫

-


31 DEC 2021 AT 15:49

প্রিয় বন্ধুরা,
আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বছরের শেষ দিন এসে তোমাদের অনেক শুভকামনা জানাই 🙏 তোমরা নতুন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত খুব খুব আনন্দে ও মজায় কাটিও 🤗💖🍫🍫💖
আজ তোমাদের সবার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি 🙂 ক্যাপশনে সবাই পড়ে নাও 🤗

-


13 DEC 2021 AT 0:38

"তবু এই অবুঝ মন তো বোঝে না; শিউলি ফুলের গন্ধে মাতাল হয়ে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে এই ব্যাতিক্রম জীবন নিয়ে স্বার্থপর দুনিয়ার সাথে লড়াই করে জয়ী হওয়ার স্বপ্ন দেখে বিজয়।"


(সম্পূর্ণ লেখাটি পড়তে ক্যাপশনে চোখ রাখুন)

-


8 DEC 2021 AT 20:27

তোমার নামে শ্বেত বর্ণে গল্প লিখি নীলাকাশে।

-


8 DEC 2021 AT 11:08

-


Fetching Arunima Das Quotes