জীবনে বিয়ের সৌন্দর্য অনেক পরিবর্তন নিয়ে আসে। কেও কেও উপেক্ষা করে দেয় স্রোতে ভেসে। কেও আবার ভাসমান অবস্থাতেই বুঝতে পারে নতুন আগমন। একদিন যে লেখাতেই খুঁজেপেতো নিজস্বতা, একদিন সেই লেখাই হারিয়ে যায় কোন গোপন কোনের মনিকোঠায়।। মনে পড়ে তার হারিয়ে যাওয়া মেঘবালিকার গল্প,সেই তার হাতের রূপোলী খামের চিঠির কিছু আধো-আধো কথা।।নিজের নিজস্বতা কখন যে তার নিজের মায়ের প্রতিচ্ছবি হয়ে পড়েছে বুঝতেই পারেনি। "মা"তো অপরূপা মা-ই তো সম্পূর্ণা।। কিন্তু সে, সে কেন হতে পারছেনা সম্পূর্ণা? ভাবতে ভাবতে মনে পড়ে যায় সম্পূর্ণা তো সেই, যে নিজের নিজস্বতাকে অপূর্ণ রাখতে পেরেছে নিজের কাছেই।।।
-
আমি প্রদীপের শিখা,শুধুই উর্দ্ধগামী।
সংক্ষিপ্ততে আমি স... read more
লুকিয়ে থাকা সব স্বপ্ন, লুকিয়ে রাখা সব ইচ্ছে, একদিন হারিয়ে যায়।
হয়তো বা পরিস্থিতির চাপে নয়তো বা পরিবর্তনের নেশায়।
কেও খুঁজেপায় নিজের সুপ্ত ইচ্ছের ধ্বংসাবশেষ।
কেওবা সব ভুলে হারিয়েছে নিজের নিজস্বতার রেশ।।
অঙ্কিতার কলমে💜💜💜
-
brunches of flower give thier colou and smell,
some soothing songs give their tune,
water give it’s transparency,
mountain give thier silence,
river give thier lively life....
starts give thier smile,
sun give their comfortable warm,
sky give it’s beautiful beauty,
and moon gives it prettiest shine to me.
And all mixture of every beautiful thing in the Universe can't explain my feelings..-
দিনের শেষে যখন জীবন উপলব্ধি করি, মৃত্যু যে মৃত্যুর চেয়েও সহজ বুঝতে পারি।।
-
তোর রূপের আড়ালে
লুকিয়ে থাকা মনটাকে।
দুই চোখের আড়ালে
লুকিয়ে থাকা স্নেহ ভরা চাহনিটাকে।
তোর গম্ভীর ভরা মুখ খানার মাঝে
লুকিয়ে থাকা বদমাসিকে।
শক্ত দুটি হাতের মাঝে
লুকিয়ে থাকা আবেগ ভরা আদর গুলোকে।
ভালোবাসি আমি ভালোবাসি,বড্ড বেশি ভালোবাসি।।
তোর ব্যস্ত সময়ের মাঝ থেকে
একটু সময় নিজের করে নিতে,
তোর হাতে তোর অজান্তে
সুন্দর সুন্দর নক্সা এঁকে বিরক্ত করতে,
তোর সাথে কথা বলার কোন কারন না থাকলেও
কথা বলে যেতে,
তোর মুখে সুন্দর সুন্দর কবিতা,গল্প,উপন্যাস
শুনতে চুপটি করে তোর পাশে বসে।
ভালোবাসি আমি ভালোবাসি,বড্ড বেশি ভালোবাসি।।
তোর সাথে জড়িত
প্রতিটি অনুভূতি, আবেগকে।
তোর ওই আমার কথার অমান্য
করার জন্যে বকুনিকে।
তোকে সবসময় বিরক্তি, ভালোবাসায়
নিজের করে রাখতে।
তোকে আরও নতুন সময়ে, নতুন দিনে,
নতুন বাহানায়, নতুন করে ভালোবাসতে।
ভালোবাসি আমি ভালোবাসি,বড্ড বেশি ভালোবাসি।।
-
সেই অগোছালো চিঠির ভাঁজে ভালোবাসার টান।।
আবেগগুলো সব বেপরোয়া, ছন্দ-হারায় গান।।-
আমার ভাইয়ের প্রতি ফোঁটা রক্তের দাম অমর একুশ।।
সুন্দর ভাষার এক-একটা কথার অলংকার আমার একুশ,
আমার বাংলার অহংকার আমার একুশ।।-
চিত্রকাব্য লিখি।
হাজারো রাস্তা পেরিয়ে,
এক নতুন বন্ধুত্বের টানে ছুটি।।
-
কবিতা আর কাব্য সবই কেনো এলোমেলো?
লড়তে যখন একাই হবে,হেরে যাওয়ার ভয় কেনো?-
ভালোবাসা নাইবা হলো কোনো সুন্দর গল্পে তৈরি কাঠামোর,
নাইবা হলো সে আমার প্রথম প্রেম।
প্রথমটা প্রেমে পড়তে শেখায় আর শেষটা ভালোবাসতে।।
হতেই পারে মাঝে অনেকগুলো ভালোলাগার গল্প,কিন্তু সেগুলো শুধুই ভালোলাগা আর শেষটা শুধু ভালোবাসা।
প্রথমটা ঠিক যতখানি গোছানো হয়,শেষটা ঠিক ততটাই অগোছালো।
প্রথমে যতখানি নিজেকে কোনো স্বপ্নের দেশের রাণী মনে হয়। শেষেরটা ঠিক ততখানি নিজেকে বাস্তববাদী মনে হয়,নিজের নিজস্বতা বজায় থাকে।
যেখানে সৌন্দর্য বজায়ের জন্যে নতুন, নতুন জামা-কাপড় গলাতে হয়না শরীরে, একটা ধুলোমাখা জামাতেও সে ততটাই জড়িয়ে ধরে।
সে উত্তপ্ত রোদে তোমার জন্য অপেক্ষা করে অনেকখানি শুষ্ক হয়েও, তোমার ব্যস্ততার জন্য বিরক্ত প্রকাশ না করে।
সে তোমার সাথে রাস্তার ধারে এক-কাপ চায়ের চুমুকেই আনন্দ উপভোগ করে, সেই ভালোবাসা।
যদি প্রেম-ই ভালোবাসা হতো, তাহলে সে ছেড়ে যেত না।
ভালোবাসা হাত ছাড়বেনা, আর যে ছেড়ে যাবে সে ভালোবাসবে না।
_অঙ্কিতা💜💜-