●সেই মেয়েটা●
যে মেয়েটা একলা ভীষণ,একটি কোনে চুপটি থাকে;
যে মেয়েটা রোজ চেয়ে রয় উদাস চোখে সবার দিকে,
সেই মেয়েটাও হাসতে জানে শান্ত মনে সঙ্গোপনে,
সেই মেয়েটা সুখ পেতে চায় কাছের মানুষের আলিঙ্গনে।
রাত্রিযাপন তপ্ত শোকে,একাকীত্বের বিষাদ যখন;
সেই মেয়েটা শুষ্ক চোখে ভীষণ রকম কাঁদে তখন।
সেই মেয়েটা কম কথা কয়,এক পৃথিবী ভাবতে থাকে;
সেই মেয়েটাই মনের মধ্যে শব্দ ভাণ্ডার জমিয়ে রাখে।
-
প্রথম কেঁদে ছিলাম আর বাবা মা কে হাসিয়ে ছিলাম 12.08.... read more
দূরত্বটা দরকার বুঝলে !
দূরত্বটা মাঝে মাঝে সত্যিই খুব দরকার !!
নইলে যে কাছে আসার তাগিদ থাকেনা আর !
নইলে যে তাগিদ থাকেনা দূরত্ব ঘোচাবার !
তাই "দূরত্ব" দরকার !🙂-
You hold my hand and hugged me tightly and kissed on my forehead as a real gentle man!
-
যে মানুষটার সাথে কথা বলতে বলতে কথা বলাটা অভ্যেস হয়ে যায়,
সেই মানুষটার সাথে কথা বলতে না পেরে একাকীত্ব টা অভ্যেস হয়ে যায়।।🖤-
তুমি আমাকে খুচরো পয়সার মতো টুকরো টুকরো করে ভেঙে ফেলো বারবার,
অথচ আমি তোমার কাছে দু'হাজার টাকার নোট হতে চেয়েছিলাম বরাবর!-
ফেরিওয়ালা সেজে ফেরার পথে আসবো তোমার দ্বারে,
বিনে পয়সায় হৃদয়খানি দেবো উজাড় করে।
নেওয়ার হলে নিও, নাহলে ফিরিয়ে দিও!-
অভিমানে থাকে ভালোবাসা,কখনো বা অভিযোগে;
বেলা শেষে তাই দুটি মন শুধু গভীর শোকেতে ভোগে!-
তৃষ্ণার্ত কবির কবিসত্বাটা ফুটিয়ে তোলে কলম,
কালি ভরা ঐ কলমে থাকে যে গভীর ক্ষতের মলম✒🖋-
রোজ কাঁদো যদি প্রেমের আশায় প্রেমিক তবে নির্যাতক,
ঠুনকো প্রেমের সংক্রমণ ভাইরাসের চেয়েও মারাত্মক!-