You hold my hand and hugged me tightly and kissed on my forehead as a real gentle man!
-
প্রথম কেঁদে ছিলাম আর বাবা মা কে হাসিয়ে ছিলাম 12.08.... read more
যে মানুষটার সাথে কথা বলতে বলতে কথা বলাটা অভ্যেস হয়ে যায়,
সেই মানুষটার সাথে কথা বলতে না পেরে একাকীত্ব টা অভ্যেস হয়ে যায়।।🖤-
তুমি আমাকে খুচরো পয়সার মতো টুকরো টুকরো করে ভেঙে ফেলো বারবার,
অথচ আমি তোমার কাছে দু'হাজার টাকার নোট হতে চেয়েছিলাম বরাবর!-
ফেরিওয়ালা সেজে ফেরার পথে আসবো তোমার দ্বারে,
বিনে পয়সায় হৃদয়খানি দেবো উজাড় করে।
নেওয়ার হলে নিও, নাহলে ফিরিয়ে দিও!-
অভিমানে থাকে ভালোবাসা,কখনো বা অভিযোগে;
বেলা শেষে তাই দুটি মন শুধু গভীর শোকেতে ভোগে!-
তৃষ্ণার্ত কবির কবিসত্বাটা ফুটিয়ে তোলে কলম,
কালি ভরা ঐ কলমে থাকে যে গভীর ক্ষতের মলম✒🖋-
রোজ কাঁদো যদি প্রেমের আশায় প্রেমিক তবে নির্যাতক,
ঠুনকো প্রেমের সংক্রমণ ভাইরাসের চেয়েও মারাত্মক!-
প্রেম তো সকলেই করে;প্রেমের ঘর তো আজকাল সকলেই গড়ে,
তুমি না হয় অন্যতম হয়ে একটুখানি ভালোবেসো!-
মনের কোনে উঁকি মারে নীরবতার ছাপ,
সমুদ্ররূপ জীবনটাতে ওরাই "অভিশাপ" ।
-