QUOTES ON #টেলিফোন

#টেলিফোন quotes

Trending | Latest

অন্তিম লগ্নের তীব্র উষ্ণতা কার্নিশ আঁচড়ে বেড়ে চলে
শেষ প্রেমে আবদ্ধ প্রেমালাপে বেরঙের সমাহার
মনকেমনের বন্দী সুরে শ্রাবণ পুড়ছে দগ্ধ আঁচে
অপেক্ষা শেষের প্রহর সিক্ত টেলিফোন আগলে বাঁচে

-


17 MAY 2019 AT 18:12

বিষন্ন আকাশ
নিঃসঙ্গ চুপচাপ ;
টেলিফোন জুড়ে
তোমার - আমার ,
আলগোছে সংলাপ !

-


25 JUN 2019 AT 17:32

ফোনটা যখন তারে যুক্ত ছিল,তখন সবকিছুই অন্যরকম ছিল,
অন্তত আমরা মুক্ত ছিলাম আর সম্পর্কগুলোও হাতে ছিল।
যখন তারটার গুরুত্ব কমল, ঠিক তখনই আমরা বন্দী হলাম।
তাই দু-সেকেন্ড ফোনটা না পেলে, মনে হয় মানিক হারালাম।
ফেসবুক আর ইনস্টাতে নিত্য নতুন বন্ধুর সাথে হচ্ছে পরিচয়,
মুখোশধারীর পাল্লায় পড়ে ঠকছে বহু অজ্ঞাত কোমল হৃদয়।
পরিবারের জন্য সময় হয় না, মানুষ চ্যাটে ব্যস্ত সারাক্ষণ,
বাচ্চাদের মাঠে খেলা আজ অতীত, কার্টুনে দিব্যি খুশি মন ।

-


25 APR 2021 AT 23:28

VIDEO CALL
🎎📱🌌🌃💤

আলগা সোহাগ
শুষ্ক পরাগ
একাকী মন
এত উচাটন
টিমটিমে আলো
ঘরটা কালো
Screenএ তার মুখ
এটা অন্য সুখ।।

-


17 MAY 2019 AT 15:42

সম্পর্কটা বেশ অতীতেই হয়েছে ছিন্ন ,
যোগাযোগের পথও আজ ঝাপসা বড়ই,,
তবু মুহূর্তরা আজও থমকে সেই গলিতেই,
তাই নম্বরটা হয়নি বদলানো সেই ধূলোমাখা টেলিফোনের।।

-



অপরিণত কবিতার লাইন, বোবা টেলিফোনে ছিন্ন যোগাযোগ।
পড়ন্ত স্মৃতির গল্পকথায়, অজ্ঞাতনামা অতীতের বেহিসেবী অভিযোগ।

-


11 NOV 2020 AT 21:37

" শহুরে ফুটপাথে পাশাপাশি পথ চলা
হাতঘড়িতে আটকায় শাড়ির কোণ,
এক পশলা ক্লান্তি অক্সিজেনের রূপ নেয়
আসলে তোমার নামে টেলিফোন "

-


18 MAY 2019 AT 11:52

টেলিফোন

একরৈখিক প্রেমের দৈহিক টান বিরাজমান,
দূরাভাষে পেতে কান গোছানো নিজের ছল।
প্রেমিকা মনে উচাটন প্রাণ হাসফাসিয়ে মরে;
বসন্ত শিশির তনু রোমে রোমে করে টলমল।

ভেসে আসা সেই কস্তুরী ঘ্রাণে নীল ঘুম এঁকে নিয়ে
চন্দনের বনে উচ্ছ্বাসে মাতে কল্পিত সঙ্গম।
অতৃপ্ত প্রেমের তৃপ্তির নিঃশ্বাসে সুগন্ধি রোমকূপ,
এক লহমায় মিটিয়ে দূরত্ব জয় করে দুর্গম।

চলমান দূরাভাষে সুগন্ধি প্রহর গোনে অতৃপ্ত প্রেম
ব্যথাতুর কায়া অনুভবী স্পর্শে মাখে কল্পিত প্রেমিকের হাত,
তবুও নেমে আসে ভোর পরিষেবার সীমার বাইরে বেরিয়ে
কেটে যায় চন্দনের বনের সুগন্ধি ঘ্রাণের কস্তুরী রাত।

-


3 JUL 2020 AT 4:02

টেলিফোনের উত্তেজনা ছেড়ে,ফিরে আসা পুরনো আবরণে
শুকনো মন ছুঁয়ে যায় তোমার তিক্ততার ধুলিমাখা স্তূপ
একরাশ একাকীত্ব মুড়ে পাওয়া প্রেমের উপহার
বুঝিয়ে দেয় প্রেমে অবহেলার নামে মরচে পড়ায় রূপ।

-


30 OCT 2021 AT 9:11

ছেলেটা রোজ এখানে কী করে?
দোকান কাকু ভাবে আড় চোখে চেয়ে।
আমি ভাবি‌ কখন ন'টা বাজে,
এই পথে সে আবার হেঁটে যাবে।
আজও হয়তো দেখবে না চেয়ে,
ভাববে না ছেলেটা কার জন্য দাঁড়িয়ে।
সকাল কাটে বিকাল কাটে এভাবেই,
দু চোখ ভরে রাস্তার ধারে দাঁড়িয়ে।
এরপর একদিন মিঠে রৌদ্দুর, পেলাম চিরকুট।
আমি হতবাক, সে ভঙ্গুর, মন করেছি লুট।
তারপর দিন আর রাত মিশে হয়ে এক
টেলিফোন নিয়ে গেল প্রচলিত অভ্যাস।
খিদে নেই, ঘুম নেই, প্রেম আছে প্রানে
'হ্যালো', মিশে গেছে নিঃশ্বাসে-প্রশ্বাসে।
সেদিনের কথাই কথা ছিল তোমার
ভালোবাসা রবে কানায়-কানায়।
রেখে গেছো কথা,
সত্যি ভালোবাসা তোমার কানায় কানায় ভরা
শুধু শূণ্য হয়েছে আমার ঘড়া।

—কুনাল

-