কিছু ক্ষত নামহীন, অধরা অসময়;
ভাঙাচোরা প্রেমিক জানে, কবিতারও অনুতাপ হয়!
-
● আমি কৌশিকী🙈
●আমার YQ PROFILE এ আপনাকে/তোমাকে স্বাগত🤓
●খুব সাধারন আমি!☺️
লেখাল... read more
একটা সকাল তোর জন্য, আদর জমায় নষ্ট প্রেমে;
চিলেকোঠা পাঠায় নালিশের আতর , নিরুদ্দেশী নীলচে খামে!
-
এভাবেও ফিরে আসা যায়,
ঠোঁটের ফাঁকে জমানো অপেক্ষায়;
" এভাবেই গল্প হোক, আমাদের রূপকথায়! "
-
ফেরত চেয়েছি ছোঁয়াচে আদর
দূরত্ব ভুলে পদ্য সাজায় যদি ;
কত অভিমান হারিয়েছে প্রমাণ ,
বরফের পাহাড়ে মেঘেরা বৃদ্ধ, বিষাদী!
-
গ্রীষ্মের দগ্ধ আলাপনে ,
মায়াবী দুপুর হাতছানি দেয় ;
নিশ্চল বাতাসে , অকারণে।
প্রাণবন্ত বিকেলের সোনালী সুরে
স্বর্ণচাঁপার মনভোলানো সুবাস ,
রোদ্দুরের আদরে রুক্ষ শরীর ;
উপসংহারে ভাঙনের আভাস।-
বসন্তের তুলির টানে
ফাল্গুনের সুরেলা ছন্দে ,
পলাশের সর্বনাশী ঘ্রাণ
দিগন্তের গোধূলি নিস্পন্দে ,
উৎসবের কার্নিশে মিশেছে আবির ;
মিলন - প্রাঙ্গন মাতোয়ারা উন্মুক্ত আনন্দে।
-কৌশিকী❤️
-
গল্পেরা নিরুদ্দেশ, দূরত্ব ক্রমশ মিশছে তোমার নামে;
অপেক্ষারা ক্লান্ত, বন্দী হোক আজ সাদা-কালো ফ্রেমে!
-
নতুন শুরু, নতুন পথচলা, ফেলে রেখে পুরনো সব স্মৃতি;
চাওয়া পাওয়ার হিসেব ভুলি, আবারও যে একটা বছরের ইতি!
-
ঘুম ঘুম চোখ, তবু কাঁপতে কাঁপতে ওঠা;
লেপ-কম্বলের মায়া ছেড়ে,টিউশনের পথে ছোটা।
ফল-ফুল-শাকসব্জির হরেক রকম বাহার;
পিঠে-পুলি আর খেজুর গুড়ে জিভে জল সবার।
রোদ ঝলমল, চড়ুইভাতি, খাওয়া-দাওয়ার হিড়িক;
সার্কাসে হইচই, ঠোঁট ফাটা নিত্যনৈমিত্তিক।
দিন ছোটো রাত বড়ো, স্নান না করার ইচ্ছে;
পায়ের পাতায় সব ঠান্ডা জড়ো হওয়ার দিন আসছে!
-