Prakriti Mitra   (দিশা)
1.3k Followers · 193 Following

read more
Joined 19 October 2019


read more
Joined 19 October 2019
2 MAR AT 1:07

কে ভালোবাসে আমার মতো করে?

কে গলায় তার অভিমানের মোম?

দূরে থেকেও অদ্ভুত রকমের টান

এটাই কি ভালো থাকার অন্য নাম?

-


6 JAN AT 11:05

Entranced by his mesmerizing eyes,
Dark tresses cascade, beauty never dies,
Tough exterior, gentle heart,
Unwavering gaze, soul's deepest part.
Thirsting for his voice's sweet sound,
Emotional solace, trust's unwavering ground,
Yearning for touch, love's tender care,
Passionate longing, heart's deepest share.

-


31 DEC 2024 AT 16:53

যোগ বিয়োগের পালা বুঝি
বছরের শেষ দিনে?
নিজের সাথেই রোজ লড়াই,
জীবনের অনুশীলনিতে।

-


19 OCT 2024 AT 23:48

যতই ভাবি ছেড়ে যাব কিছুতেই পারিনা
চাইলেই থাকা যায় না করে ভণিতা...!

-


2 OCT 2024 AT 12:43

সে এক ভোর বাঙালি হৃদয়ে,গায়ে যেন কাঁটা দেওয়া
তর্পণ,রেডিও,চক্ষুদান, ভদ্রের চণ্ডীপাঠের মহালয়া।

-


28 SEP 2024 AT 16:29

ভীষণ জোরে হাঁটিস তুই , আমি আর পারছি না

আরে আর একটু, ঐ দেখ প্যান্ডেল

মিথ্যে আর একটু একটু বলে কতদূর হাঁটালি

আর তবে ক্যাপশন দিবি 'হাঁটতে চাই কয়েক পা তোর সাথে'

ইশশশশ্

-


27 SEP 2024 AT 21:34

দুটো শালিক ঝগড়ুটে খুব, একে অন্যেকে চোখে হারায়
এই বুঝি সম্পর্কের সমীকরণ,মেশে চুম্বনের গভীরতায়!

-


14 SEP 2024 AT 12:39

দূরত্বের অঙ্কে আমরা ঠিক,দেখা হলে মৃদু হাসির ফানুষ
প্রমাণ করেছিলাম ঘৃণার উপপাদ্য,এখন শুধু চেনা মানুষ।

-


10 SEP 2024 AT 10:37

রোজ ভাঙছ ,রোজ গড়ছো সবাই তো জীবন কারিগর
স্মৃতি জিবিহীন,স্টোরেজ বিশাল,ভালো মন্দের নগর।

-


4 SEP 2024 AT 20:26

ইনসোমনিয়ায় ভুগছে গোটা একটা জেনারেশন
সোশ্যাল মিডিয়ায় প্রাণবন্ত, ভিতরে ডিপ্রেশন..!!

-


Fetching Prakriti Mitra Quotes