এবারের মতো জন্মান্তরে বিশ্বাসী হবো,
ভুলে যাবো, সমস্ত ঠিক ভুলের হিসেব।
আমি তোমার কাছে ফিরতে চেয়ে আবার
ভুলের দেনা বাড়িয়ে দিয়ে ভীষণরকম,
যদি হেঁটে যাই, অমসৃণ পথে?
তুমি ভুলবশত এড়িয়ে যেও, কিংবা এসে
আমায় না হয় জড়িয়ে ধরো, কান্না মুছে দিও।-
শুধু তুমি চাওনি বলে, আমাদের কথা হয়নি,
আবার এও জানি, শুধু তুমি চেয়েছিলে বলে,
আমার নিদারুণ অপেক্ষাগুলো শেষে কথা হয়েছিল।
একদিন যদি কোনো বিকেলে ম্লান হাসি হেসে
"বিদায় অপেক্ষারা" বলে চিৎকারে ফেটে যাই,
যেন, তোমার নামেই আমি এখনও বিকেলের গান গাই।-
যে মানুষ দিন দিন কঠিন হয়ে যেতে পারে, তোমার আদরে সেই আবার মাটিতে মিশে যায় এক নিমেষে।
-
প্যারাসিটামলে জ্বর কমেছে শুধু, আদর চেয়েছি একলা ঘরে
আবেগে যত এগিয়েছি তোমার কাছে, ফিরেছি শূন্য হয়ে
নিঃস্ব করেছি নিজেকে, তোমার জন্য করেছি শুধু অপেক্ষাটুকুই
শুধু আদরের জন্য, আঘাতগুলো নিয়েছি যত্নে সয়ে।-
আমিও তো চলে যেতে চেয়েছি, শীতের শেষ ট্রেনে
বিকেল ফুরানোর আগে, এ শহরে ধুলো জমা রেখে
তারপর কি পেয়েছি জানো? একটা মন খারাপি শহর
শীতকালে, অপেক্ষা আর উপেক্ষার চাদরে ঢেকে।-
অভিমান মুছে ফেলতে হয়, মানুষকে চলে দিতে যেতে হয়, দুঃখ গিলে নিতে হয়। আর একদিন চিৎকার করে প্রতিবাদ করতে হয়। তবু কান্নায় ভেঙে পড়তে নেই। একচুল মাটি ছেড়ে দিতে নেই। সরে যেতে নেই, নিজের জায়গা থেকে একবিন্দুও সরে যেতে নেই।
-
শুধুই ছন্দপতন, মিছিমিছি ব্যথা
তারপর আকাশের উজ্জ্বলতার মত
এতো সুন্দর তুমি! আমি নিরুত্তর
উদাসীন রাত, বাড়তে থাকে ক্ষত।-
তোমার ইচ্ছেতে কথা হয়,
আর আমার ইচ্ছে?
সে তো, অপেক্ষাবন্দী।
তোমার ইচ্ছেতে যোগাযোগ বিচ্ছিন্ন,
আর আমার ইচ্ছে?
সে তো, একটা ফোনকল,
ঘণ্টার পর ঘণ্টা কথপোকথন।-
ফাঁকা স্টেশনে হেঁটে চলেছি, তুমি আমি
লাস্ট ট্রেন স্টেশন ছাড়লো, হুইসেল বাজলো
গভীর নিরবতা, ঝি ঝি পোকার ডাক।
আমি আজও বললাম, "ভালোবাসি।"
তুমি হাতের মুঠোয় শক্ত করে হাত চেপে,
জানিয়ে দিলে, " বিপদে পাশে আছো।"
-