Shreya Dey ❤️🌻   (✍️শ্রেয়া দে)
587 Followers · 28 Following

Joined 1 December 2018


Joined 1 December 2018
16 SEP AT 0:01

এবার জানাও তোমার মনের কথা,
গভীর রাতের আড়ালে একটাই স্বীকারোক্তি
হয় থেকে যাবো, নয় তো দূরে সরে...
আমি হবো না, তোমার বিরক্তি।

-


8 JUN AT 15:36

আচমকা থেমে গেলে যদি
পুনরায় বেড়ে ওঠে আঘাতের দেনা
চিহ্ন মুছে দিতে পারো তুমি,
শেষ হবে, দুঃখের বেচা কেনা।

-


4 OCT 2023 AT 18:45

এবারের মতো জন্মান্তরে বিশ্বাসী হবো,
ভুলে যাবো, সমস্ত ঠিক ভুলের হিসেব।
আমি তোমার কাছে ফিরতে চেয়ে আবার
ভুলের দেনা বাড়িয়ে দিয়ে ভীষণরকম,
যদি হেঁটে যাই, অমসৃণ পথে?
তুমি ভুলবশত এড়িয়ে যেও, কিংবা এসে
আমায় না হয় জড়িয়ে ধরো, কান্না মুছে দিও।

-


10 AUG 2023 AT 0:45

শুধু তুমি চাওনি বলে, আমাদের কথা হয়নি,
আবার এও জানি, শুধু তুমি চেয়েছিলে বলে,
আমার নিদারুণ অপেক্ষাগুলো শেষে কথা হয়েছিল।

একদিন যদি কোনো বিকেলে ম্লান হাসি হেসে
"বিদায় অপেক্ষারা" বলে চিৎকারে ফেটে যাই,
যেন, তোমার নামেই আমি এখনও বিকেলের গান গাই।

-


18 JUL 2023 AT 20:12

যে মানুষ দিন দিন কঠিন হয়ে যেতে পারে, তোমার আদরে সেই আবার মাটিতে মিশে যায় এক নিমেষে।

-


17 JUL 2023 AT 22:23

প্যারাসিটামলে জ্বর কমেছে শুধু, আদর চেয়েছি একলা ঘরে
আবেগে যত এগিয়েছি তোমার কাছে, ফিরেছি শূন্য হয়ে
নিঃস্ব করেছি নিজেকে, তোমার জন্য করেছি শুধু অপেক্ষাটুকুই
শুধু আদরের জন্য, আঘাতগুলো নিয়েছি যত্নে সয়ে।

-


15 JUL 2023 AT 22:06

আমিও তো চলে যেতে চেয়েছি, শীতের শেষ ট্রেনে
বিকেল ফুরানোর আগে, এ শহরে ধুলো জমা রেখে
তারপর কি পেয়েছি জানো? একটা মন খারাপি শহর
শীতকালে, অপেক্ষা আর উপেক্ষার চাদরে ঢেকে।

-


11 JUL 2023 AT 2:16

অভিমান মুছে ফেলতে হয়, মানুষকে চলে দিতে যেতে হয়, দুঃখ গিলে নিতে হয়। আর একদিন চিৎকার করে প্রতিবাদ করতে হয়। তবু কান্নায় ভেঙে পড়তে নেই। একচুল মাটি ছেড়ে দিতে নেই। সরে যেতে নেই, নিজের জায়গা থেকে একবিন্দুও সরে যেতে নেই।

-


11 JUL 2023 AT 2:03

শুধুই ছন্দপতন, মিছিমিছি ব্যথা
তারপর আকাশের উজ্জ্বলতার মত
এতো সুন্দর তুমি! আমি নিরুত্তর
উদাসীন রাত, বাড়তে থাকে ক্ষত।

-


10 JUL 2023 AT 23:46

দূরত্ব বাড়তে বাড়তে, পরিধির বাইরে বেরিয়ে গেছি দুজনে।

-


Fetching Shreya Dey ❤️🌻 Quotes