পারলে একবার স্মৃতিগুলো ছুয়ে দেখো অবকাশে।
-
তুমি আমি স্বপ্নের জাল বুনে, সম্পর্কে চিরদিন রাখবো আবেগী সুখের ফাগুন।
-
শহর জুড়ে কেমন যেন মনকেমনের জোয়ার,
প্রায় সকলে আজ ভালো নেই রোগের স্বীকার।
শরতের আমেজে প্রকৃতি এনেছে নব বাহার;
দীর্ঘ গৃহবন্দী সবাই, মহামারীকে জানাই ধীক্কার।-
লাল টুকটুকে বেনারসি, সারা গা ভর্তি গয়না,
আজ মেয়ের যাওয়ার পালা, ভুলে সব বায়না।
সারা বাড়ি ঝলমলে আলো, ভর্তি লোকজন,
সব বাঁধন ছিঁড়ে সে যে করবে পরকে আপন।
বাবার আদর,মায়ের শাসন,আর ভাইয়ের দুষ্টুমি,
সবকিছু ফেলে রেখে আজ চলে যাচ্ছে মেয়েটি।
চব্বিশটা বসন্ত পার হয়েছে এই চেনা বাড়িতে,
রঙিন স্মৃতি তার প্রতিটি দেওয়ালের কোণাতে।
পোষা ভোলু তার সঙ্গী ছিল সব বিপদে-আপদে,
আজ বিদায়ে তাই ভোলু হাত ধরে অঝোরে কাঁদে।
ভোলুর নীরব কান্না বলে- যাস না! ছেড়ে আমাকে,
এরপর কে ভালোবাসবে এই অবলা জীবটাকে?
কন্যা বলে-বদলে গেছে আমি, মাথায় পড়েছে সিন্দুর,
তাই ত্যাগ করতে হবে রে পুরনো সব মায়া ও আদর।।-
প্রিয় মানুষটার বিচ্ছেদ কষ্ট দিলেও, জীবনের হয়ে যায় বহুকিছু শেখা।
-