Sonai Mondal   (হৃদমাঝারে)
649 Followers · 289 Following

যাকে ভালোবাসো তাকে ধরে রেখো না মুক্ত আকাশে উড়তে দাও
Joined 29 May 2018


যাকে ভালোবাসো তাকে ধরে রেখো না মুক্ত আকাশে উড়তে দাও
Joined 29 May 2018
14 DEC 2022 AT 17:42

গুনছে প্রহর, নতুন আলোর ডাক
এই অবেলায়, এক লহমায় উষ্ণতা ছুঁয়ে থাক।
একটু পরেই, যাচ্ছে সরে, শীতল হীমেল শহর
বেবাক নয়ন করে আপ্যায়ন প্রিয় ডিসেম্বর।

-


13 DEC 2022 AT 20:10

আমার মনের ঘর বন্ধ
ডাইরির পাতা জুড়ে শুধু আজ কবিতার গন্ধ।
শহর ছেড়েছে উত্তাপ, আমি মৌনতায় ব‍্যস্ত
হাতের মুঠোয় কাব‍্য তবু ফরসা ধোঁয়ায় ন‍্যস্ত।

-


12 DEC 2022 AT 20:45

ঠিকানা রেখো লিখে
পেরিয়ে গেলে যুগও সময় নিও মেখে,
দমকা বাতাস সামলে মুহূর্তদের রোয়াক
গুমরে মরা আগুন আবার কপাল ছোঁয়াক।
একটা বিশাল বিকেল থমকে আগল অনন্ত
ছুঁয়ে যাক সেই হাত চৌকাঠে চেনা বসন্ত,
একটা হদিস ফিরুক এবার তোমার দিকে
চোখের পাতায় জমানো হিসাব রাখা লিখে।

-


26 NOV 2022 AT 11:49

আবেগ ঠাসা হাতের মুঠোয়
জলবিলাসি চিলতে সুখে
সাঁকোয় বাঁধা এপাড়-ওপাড়
অপেক্ষারা সাজছে বুকে।

-


7 MAY 2022 AT 6:47

ভালোবাসা ফিরে গেছে দেখো ক্লান্ত হয়ে
অবিন‍্যস্ত সময় তবু ছড়িয়ে ছিটিয়ে
শীতল বাতাস পরবর্তী যুদ্ধের জন‍্য অপেক্ষারত।
সুখটুকু বরং যুদ্ধ পরবর্তী আলোর জন‍্য তোলা থাক।

-


7 MAY 2022 AT 6:35

ভিজতে থাকুক ছেঁড়া মাস্তুল
ঝড় এসে মিশে যাক কথাদের ফাঁকে,
নিরবতায় শুকিয়ে যাক বিদায়ের ফুল
পুরোনো দিক সাড়া নতুনের ডাকে।

-


25 APR 2022 AT 12:25

হৃদয়-আকাশপটে
স্বপ্নে বিভোর, আধো ঘুমঘোর, অনেক কিছুই রটে।
অধরা প্রণয় পরিমলসহ স্মৃতিমেরু রচে চলে
নিরবে আঁখিতে আকুলি বিকুলি হৃদয়ে মিশিবারে বলে।

-


24 APR 2022 AT 19:30

এমন শ্রাবণ আমার হোক।

-


24 APR 2022 AT 11:51

তারা এখন সেই বৃষ্টিতেই গেছে ভিজে
শেষরাতের ঝড় একটু আগেই থেমেছে
তবে লন্ডভন্ড করে গেছে সব।
লন্ডভন্ড করে গেছে গোছানো সময়, গোছানো মুহূর্ত, গোছানো ভালোবাসা আর গোছানো মানুষদের।
তবে যারা বৃষ্টি চেয়েছিলো তারা এখনো বৃষ্টি চায়।
বৃষ্টি এলেই মনের ওজন হালকা হয়,
মনের নদী মোহনা পায় ফিরে।

-


23 APR 2022 AT 22:15

শব্দেরা যদি তীর ছোড়ে
তাহলে সবথেকে আগে আহত হয় সেই প্রিয় কাছের মানুষটাই।

-


Fetching Sonai Mondal Quotes