সমাপ্তি হলো বছরের দিনগুলো, ঝোড়ো হাওয়া নিয়ে যাক অভিমান গুলো
শীতল হোক বৃষ্টি ভেজা মন, অদৃশ্য স্মৃতিগুলো জ্বালুক আগামী দিনের আলো।-
প্রকৃতি ও ফোটোগ্রাফিকে বড্ড বেশি ভালোবাসি ❤️🦋📷
আমার একটা বন্ধুর হাত ধর... read more
পল্লী গ্রামে আনন্দের সুর, মধ্য রাত্রিতে উৎসব নাচে ঢাকের তালে
নিশ্চুপ শুন্য ঘর জানান দেয়, মনের মনোনী গেছে দূরে চলে।-
জনস্রোতের ভিড় দৃষ্টি আটকায় পরিচিত দুই চোখে
লাজে ঢাকে টোলপড়া হাসি, প্রথমতল ক্ষনিকের গল্প আঁকে।-
তোমার পছন্দের বাগদেবীকে নিয়ে
শুরু হয় নতুন স্মৃতির গল্প,
শুভ্র তৈলাক্ত তার কণ্ঠে শুনে
গোঁফের নীচে ফুটে হাসির রেখা অল্প।
পাশে বসার হয়নি সাহস
পাছে লোকে তাকে কিছু বলে,
ব্যার্থ হয় লোকের ইচ্ছেপূরণ
যখন রাধারাণীর শাসন চলে।
সর্ব খেলাই পারদর্শী; হেরে যায় পরাজিত লেখকের কাছে গিয়ে,
'উনিশ - নয়' দ্বিতীয় খেলায় জেতে, কারণ সে আমার পছন্দের মেয়ে।
স্থির হয়ে যায় দুটি চোখ
তাকে দেখে বসন্তের সাজে,
অস্থির হয় লেখকের মন, তাকে আর
একটিবার দেখতে ভিড়ের মাঝে।
মায়ের বিদায়ে জলে ভরে দুচোখ,
তার হাতের খাবারে অমৃত গ্রহণ করে মন।
অন্যের সাথে খেলা মানতে পারেনি লেখক
তাই একান্ত আপন একলা ঘরের কোণ।-
বছর ফিরে এসেছে দিন, বসন্তকে নিয়ে বাগদেবী এসেছেন ঘরে
বিদ্যা বুদ্ধিতে আশীর্বাদ ঢেলে দিয়ো, আমার মাথা থাক তোমার চরণতলে।-
ঝাপসা হয় চোখের মনি, পুরোনো স্মৃতি প্রত্যেহ স্বপ্নে আসে
গল্পের সূচনা শুরুর আগেই, উপসংহার উচ্চস্বরে অট্টহাসি হাসে।-
অতীতের স্বপ্নের রাজপ্রাসাদ ভাঙে, অবহেলার কম্পনে
অনুভূতি পোড়ে ছটপট করে, ফুসফুস চেয়ে দেখে সিগারেটের দর্পনে।-
স্বপ্ন সাজিয়ে নতুন বছর কড়া নাড়ে মনের দরজায়
আনন্দ হাসির পুঁথির মালায়, হৃদয় সুখের স্পর্শ চাই।-
বিষাক্ত যখন অনুভূতিগুলো, নিকোটিন পোড়ায় হৃদয়কে
নীরবতায় থাকুক স্মৃতিদের গল্প, অদৃশানুভূতি জন্মাছে অন্যের বুকেতে।-
আমাদের মিলন যখন প্রভু চাই
তখন কার সাধ্যি হারায় আমায়,
তৈরি থেকো মাছলি খেলার রানী
আমারও আসবে একদিন রাজা হওয়ার সময়।-