সুপ্রমা দাস   (© সুপ্রমা...🍁)
1.0k Followers · 68 Following

read more
Joined 17 September 2019


read more
Joined 17 September 2019
24 MAR 2021 AT 10:42

অনুভূতির বাহুদ্বয়ে হৃদয়ের অন্বেষণ, বসন্তের প্রেমিক সে হয় ।
আলগা বাঁধনে প্রলিপ্ত সাময়িক স্পর্শসুখ, নিঃস্বার্থ ভালোবাসা নয় !

-


17 OCT 2020 AT 19:14

মনখারাপি সামিয়ানায় হৃদয় অলিন্দ, নীরব অন্তর উদাসী কুয়াশায় ঢাকে।
প্রাপ্তির খাতা শূন্য প্রায়, বালিশ চাপা অভিমান ; বিরহ রাত্রি আঁকে।

-


21 JUL 2020 AT 10:00

বৃষ্টি দেখা ভোরের আলো,
ভোরের শিশির স্বপ্নে মেখে, তুমি থাকো বড্ড ভালো।
সকালের রোদে আঁচড়ে পড়ুক, ভালোবাসার ছায়া,
গোধূলির রংমহলে, তোমার অস্তিত্বের মায়া।
ভোরের আলোয় পুড়বে ক্ষত, জাগবে নতুন প্রান
দিনের শেষে ঘরে ফেরা ক্লান্ত পাখিও, গাইবে আবার গান।
সকাল হোক সোহাগ মোড়া, তোমার ছোঁয়াচে আদর মাখা
বৃষ্টি মুখরিত সকাল জুড়ে, আমার স্বপ্নদেশে তোমার কল্পমূর্তির দেখা।

-



যে শহর আগে মুখরিত হতো, জনতার কোলাহলে
সেই জনমুখর শহর আজ শূন্যপ্রায়, পীড়িত নিস্তব্ধতার কবলে।

-


22 MAY 2020 AT 12:42

এক মহা বিপর্যয়-এর সম্মুখীন গোটা প্রানীজগৎ
কোথাও নেই এক টুকরো ক্ষীন আলোর আশা
চারিদিকে শুধুই অন্ধকারের বাসা..
প্রকৃতি রুষ্ট আজ মানব জাতির পড়ে, সবটাই হয়তো গাছ নিধনের তরে...
নেমেছে আজ এক মহা প্রলয়, কোথাও নেই একমুঠো সুখের আলয়
স্বপ্নের নগরী হয়েছে আজ ধ্বংসস্তুপে পরিনত
তিলোত্তমা হয়েছে আজ ক্ষত বিক্ষত
মানুষের অস্তিত্ব আজ হতে চলেছে বিলুপ্ত
প্রকৃতির অভিশাপে, মানুষ আজ অভিশপ্ত।

-


17 MAY 2020 AT 19:50

তুমি চলে গিয়েছিলে দেখিয়ে অজস্র অজুহাত
তবু্ও আমি একাকীত্বের শহরে, খুঁজে ছিলাম শুধু তোমারই হাত।

-


12 MAY 2020 AT 11:37

সে যে নার্স, যার সেবার কোমল স্পর্শে সুস্থ হয়ে ওঠে বহু মানুষের প্রাণ
মানুষের প্রাণ বাঁচাতে, যে শেষবিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় আপ্রাণ
চারকোনা সাদা টুপি খানা মাথায় দিয়ে,
সে যে ছুটে চলে সারাদিন...কত দায়িত্ব নিয়ে তার মাথায়
নিজের কষ্ট লুকিয়ে রেখে, যে রোগীর সেবা করে
বিলিয়ে দেয় নিজের জীবন মানব সেবার তরে...
মুমূর্ষু রোগীর মনে যে জাগায়, আবারও নতুন বাঁচার আশা
কখনো মা, কখনো মেয়ে হয়ে তারা, দূর করে মন থেকে সমস্ত হতাশা
তবুও যে তাদের শুনতে হয়, অজস্র কটু উক্তি
সব কিছু সহ্য করেও, তাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হয়
সুস্থ সমাজের প্রযুক্তি...
নার্সিং যে এক মহান পেশা, যা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্ব মাঝে
সন্মান পাক প্রত্যেক নার্স, তাদের কৃত সকল কাজে।

-


20 APR 2020 AT 19:56

তুমি যে আমার সেই ছন্দময় কবিতা
যা প্রতিদিন লিখি আমি একটু একটু যা আজও হয়নি সম্পুর্ন...
নয়ন যে চায় তোমায় বারবার দেখিতে
হৃদয়ও চায় তোমায় জানিতে,
তোমার অাসায় আমার কবিতা রঙিন
তোমার গমনে যে আমার জীবনই বে-রঙিন
তোমার আগমনে আমার সব ইচ্ছেরা স্বাধীন
তোমার স্পর্শে আমার ভালোবাসা চিরনবীন,
ভালোবাসা টুকু গুছিয়ে রেখেছি তোমার নামে
সবটুকুই রয়েছে পুরোনো সেই বেনামি চিঠির খামে,
তোমার মনের মাঝেই যে আমি পেতে চেয়েছি চিরকালের কারাবাস
কারণ তোমার মনেই যে আমার বসবাস।

-


19 APR 2020 AT 18:42

অন্যায় যখন পেরিয়ে যায় তার সীমা তখন যে মুখ খুলতেই হয়
আর কতো চলবে কন্যা ভ্রুন হত্যার মতো মহাপাপ
কবে বন্ধ হবে নারী নির্জাতনের মতো অন্যায়
আর কতো শিশুকে হতে হবে পাচারের শিকার
কবে বন্ধ হবে গন ধর্ষণের মতো জঘন্য অপরাধ
কবে মুছবে নারীর ওপর থেকে অন্যায় লাঞ্ছনার দাগ
কবে তারা চলতে পারবে একা নির্ভীক ভাবে রাস্তায়
কবে হবে এই জঘন্য অপরাধীরা তাদের যোগ্য শাস্তি
কবে পাবে দেশের নারী-রা একটু স্বস্তি
তাই হোক প্রতিবাদ জাগুক দেশ জাগুক নারী
শেষ হোক অন্যায় শেষ হোক অপবাদ
তাই হোক প্রতিবাদ।।

-


19 APR 2020 AT 10:18

একটি মিষ্টি নতুন ভোর সাথে তুমি
সকালের এক কাপ চা সাথে তুমি
মনের মাঝে হাজারো অভিমান শুধু তোমায় ঘিরে
আমার মনের আসা যাওয়াও শুধু তোমার শহরে
আমার সব চিঠি গুলো শুধু তোমার ঠিকানায়
আমার সব স্বপ্নের অস্তিত্ব যে তোমার সীমানায়
সমস্ত অভিযোগ শুধু তোমার সাথে
তোমার হাত সব সময়ে-ই আমার হাতে...
তোমার আলোয় যে আমার শহর আলোকিত
তোমার আনন্দে যে আমার মন আনন্দিত,
বারে বার যে এই মন শুনতে চায় তোমার থেকে ভালোবাসি
তাই হাজারো ব্যস্ততা পেরিয়ে বারবার তোমার কাছেই ছুটে আসি
তোমার সুখের মাঝে-ই যে আমার সুখ
তাই কোনো কালেই কাটে না আমার এই অসুখ।।

-


Fetching সুপ্রমা দাস Quotes