বিচ্ছেদ ক্ষত সাজিয়ে রেখেছ বিচারের দরবারে,
অভিযোগ মেলে ধরিনি তো আমি দরদের দরকারে?-
18 SEP 2018 AT 17:29
17 SEP 2018 AT 15:05
বিচ্ছেদটা তো কেবল পরিস্থিতির পরিহাস
আদৌ কি বিচ্ছেদ মনের ঘটে???
তাইত নিজের অজান্তেই সে মনখারাপ করে বসে।।-
17 SEP 2018 AT 14:43
স্কুল শেষে,সবাই নিজের পথে,অন্যরকম বিচ্ছেদ
কত দুষ্টুমি,হাসি-ঠাট্টা-মজা,দিনগুলি সবশেষ।-
17 SEP 2018 AT 15:49
বিচ্ছেদ এর গল্পগুলো অতীত খামে মোড়া,
অভ্যাস তার ভগ্ন হৃদয়ে কেবল কড়া নাড়া।-
17 SEP 2018 AT 14:12
আমার রঙ ফ্যাকাসে বলে;নিজেকে রাঙ্গলে অন্যর রঙে
তার কাছে তো রামধনু ছিলো;তাহলে বিচ্ছেদ কেনো আলিস্যি ভাঙে-
17 SEP 2018 AT 21:56
বিচ্ছেদ হয়না কখনো, যে মাটিতে প্রেম ঘন,
বহুদূরে ,তবু সারাক্ষণ, করো হাতছানি যেন।-
17 SEP 2018 AT 16:35
যন্ত্রণামুখোরিত বিচ্ছেদের ছেদ টেনে,তিক্ত ভুলে;
সতেজ করো জল ঢেলে, আনন্দের বৃক্ষমূলে।-
17 SEP 2018 AT 14:05
যে স্বপ্ন হারিয়ে গেছে,সবুজ নীলিমায়
যে সুখ দিয়েছে সে,তার ঋণ মেটাব কোণ বিনিময়ে-
26 NOV 2020 AT 20:43
বেলা নামায় সাথী ছেড়ে যায়
নিজেদের মতো যার যার,
চেনা রাস্তায় আজও পড়ে রয়,
মিছে করা কিছু আবদার।-