পৃথিবীটা নাকি ছোট হতে হতে হয়েছে একটি বিন্দু,
তাই কী তুমি সদা তৎপর জানতে আমি মুসলমান না হিন্দু?
পৃথিবীটা নাকি ছোট হতে হতে হয়েছে খুবই দূষিত,
তাই কখনও আট মাস কিংবা ক্লাস ফোর হচ্ছে এভাবে ধর্ষিত।
পৃথিবীটা নাকি ছোট হতে হতে রাজনৈতিক জালে বন্দি,
তাই কী সদা রাউন্ডের শব্দে উত্তপ্ত ভারত-পাক গন্ডি??
পৃথিবীটা নাকি ছোট হতে হতে নেটওয়ার্কে বিদ্ধ,
তাইতো সারা বিশ্বে সাইবার অ্যাটাকের যুদ্ধ।
পৃথিবীটা নাকি ছোট হতে হতে এসেছে USA এর বশে,
তাই আমরা স্বপ্ন দেখি পরমানু বোমা নিক্ষেপের ভাইয়ের দেশে।
পৃথিবীটা নাকি ছোট হতে হতে বিক্রি হয়েছে অর্থের হাতে,
তাই কী এত্তো ঘর ভরেছে টেরোরিস্ট আর জেহাদিতে?
পৃথিবীটা নাকি ছোট হতে হতে হচ্ছে ভীষণ নষ্ট,
চারিদিকের অসামাজিকতা বসুন্ধরাকে দিচ্ছে দারুণ কষ্ট।
পৃথিবীটা নাকি এভাবেই হবে একদিন নিঃস্ব,শরীর তার পুড়বে,
সেদিন নাকি অনেকজনই মঙ্গলে গিয়ে থাকবে,
কিন্তু যদি এভাবে চলে সেদিনের তরে কটা মানুষ আর বাঁচবে??-
the situation needs the old ideas for fixing the crucial moment and makes it secure, depending on the known results...
-
Bechainiya ko sayed kaal
thorisi sukoon mil geyi....
Bhataktein lamhe ko sabarneki
sayed adat lag geyi......
Jagti raton ke yaaron ko kal
nind ne chum geyi.....
-
What you can see,
that's just you want to.....
But the reality might be different, unknown to you and everyone.-
কমলা আলোয় যখন রাত্রি হয়,
বৃদ্ধ চোয়াল খিদে ভোলায়,
পথের ধারের ঐ নোংরা-খানে,
বিরাট আকাশ উন্মুক্ত স্বপ্ন আনে ॥-
সারা রাত তারা খোঁজার শেষে,
স্নিগ্ধ বাতাস পলক তলে মেশে,
মাথা খানি তোর বুকের উপর রেখে,
সোহাগী গল্পেরা ভালোবাসা মাখে ॥-
বিচ্ছেদ এর গল্পগুলো অতীত খামে মোড়া,
অভ্যাস তার ভগ্ন হৃদয়ে কেবল কড়া নাড়া।-
পোড়া মনও স্বপ্ন দেখে আবার,
কুয়াশার নীচে আগুন সেকে,
জ্বালিয়ে দেওয়ার,
ক্ষতও আঁকে,
ভালোবাসার ॥
-