বৃষ্টি হবে বলে কেবল আকাশ ভেবে গেছে
তোমার কথা, জ্বরের ওষুধ ধুলোয় পড়ে আছে।
কাফন হয়ে চোখের উপর লেখার খাতাখানি,
জ্যোতিষ্ককে বুকে বুনছে যে তার তোমার দু'হাতখানি।
ঝড় উঠেছে, উথালপাথাল মেঠো ধুলোর পরত,
আকাশ খুঁজে ফিরছে তোমায়, নিয়ে যাবেই তোমায় ফেরত।
দাও গো ধরা, বলছে সবাই, বৃষ্টি এল বলে,
তুমিও বুকে আকাশ জ্বালাও, যেমন সেও জ্বালে।
-
I know now how long you have been waiting for me.
Just know that I was around you, collecting
bits of the nature to wrap you up warmly throughout our whole life together.-
দিন ফুরিয়েছে মনেহয়..
না দেখা ঘড়ি, অচেনা রোদ,
মাস শেষের বেসামাল খরচগুলো
মুঠো ভরে শ্বাস নেয়।
অলস হতে ইচ্ছা করে ভীষণ,
স্কুল ছুটির খয়েরি বরফের গোলা,
চুড়মুড় আর খেলাধুলো
তাকিয়ে থাকে আমার দিকে,
ট্রেন ধরার তাড়া নিয়ে ছুটতে গিয়ে
হোঁচট খাই, ঘন্টা বাজিয়ে বুড়ির চুল
ফেরি করে ফেরে কেউ দূরে..
আরও অনেকটা পথ যেতে হবে,
বিকেলের রং বদলেছে আকাশ,
আমার ছুটি হবে এবার।
হবে না বলো, ছুটি, আমার?
— Swastika
-
You grabbed my hand and asked me
To live with you,
To roam about this chaotic world with you,
To write poems on our time,
To show the world what true love means.
You broke into my frozen heart and
Let it melt with your charm and warmth
Just like the rising sun you opened
A new chaper in my life that
Overflowed with the aroma of your love.
Let me get crazy for you, O stranger!
Let me drink every drop of our time,
Let me be amazed at your smile and kindness,
Let me love you till the dawn and after.
-
আর কটা দিন বদ্ধ ঘরে,
চিন্তা আমার শূন্য করে;
ওপার থেকে বেলুন ভরে
স্বপ্নবিলাস এনো..
দিচ্ছো, বলো, কথা আমায়,
মনের খাতার ইচ্ছে ছোঁয়ায়;
জানলা খুলে ক্লান্ত হাওয়ায়
ফুলের সুবাস এনো..
কাটতে যখন চাইছে না দিন,
কোলাজ বোনে স্বপ্ন-হরিণ,
বসন্তে মন হচ্ছে বিলীন
তোমার জন্য জেনো...-
বলেছিলে, আসতে হবে জীবন জুড়ে মনের দোরে,
দেখো এখন, আমরা কেমন ভেসে এলাম অক্টোবরে।
— Swastika
-
বেসামাল মন আলুথালু হয়ে আছে..
একদিন সূর্যকে ঘর-বন্দী করে এনো,
স্বপ্নে শুয়ে থাকুক টেলিগ্রাফের তার হাজারটা,
ঝিলমিল রঙের ছটায় রাস্তা, বিছানার চাদর মিশে যাক..
আস্ত একটা প্রেমের বহর মেপে চলেছি একলা আমি, দেখো,
তুমি দিব্যি নিশ্চিন্তে দূরের শহরে হেঁটে চলেছো,
নাকি এগিয়ে আসছো দৈর্ঘ্যের একক হাতে নিয়ে?
সত্যি করে বলো, আনবে তো আমার জন্য নতুন কোনো মোহ?-
Tu iss dil mein rahe, yehi chahat hai meri,
Meri jaan mein lafz likha rahe tera, yeh dua hai meri;
Aasman mein chaand jaise sadiyo hassta rahe tu,
Suraj bhi roshni maange tujhse, ujaalo se sapna saja de meri...-
সব রাতে কথা বলতে নেই, চুপচাপ শুনে যেতে হয়
মনের ভিতর রয়েছে যে মানুষ, তাকে বুঝে নিতে হয়-
তুমি দূরে তাই শীতটাও যেন অবাধ্য রাতটাতে,
উত্তুরে হাওয়ার সাহস ভীষণ চিন্তার জট পাকাতে;
গল্প হয়তো বদলে যেত কাছে যদি তুমি থাকতে,
হাতে হাত রেখে শুকনো মনের খোঁজ প্রতিদিন রাখতে..
এই যে কখন বেখেয়ালে তোমার কথাই লিখছি,
তোমার হাসি মনে পড়তেই ডায়েরিতে লিখে রাখছি;
তোমাকে সে সব পড়াব বলেই অস্থির হয়ে থাকছি,
পৌষের শেষ, মাঘ এল, এসো, রাস্তায় চোখ পাতছি...
-