Swastika Bhattacharya   (Swastika)
3.7k Followers · 75 Following

Waiting for the magic to happen...
Joined 22 June 2018


Waiting for the magic to happen...
Joined 22 June 2018
12 APR AT 0:56

বেসামাল মন আলুথালু হয়ে আছে..
একদিন সূর্যকে ঘর-বন্দী করে এনো,
স্বপ্নে শুয়ে থাকুক টেলিগ্রাফের তার হাজারটা,
ঝিলমিল রঙের ছটায় রাস্তা, বিছানার চাদর মিশে যাক..
আস্ত একটা প্রেমের বহর মেপে চলেছি একলা আমি, দেখো,
তুমি দিব্যি নিশ্চিন্তে দূরের শহরে হেঁটে চলেছো,
নাকি এগিয়ে আসছো দৈর্ঘ্যের একক হাতে নিয়ে?
সত্যি করে বলো, আনবে তো আমার জন্য নতুন কোনো মোহ?

-


11 APR AT 12:56

Tu iss dil mein rahe, yehi chahat hai meri,
Meri jaan mein lafz likha rahe tera, yeh dua hai meri;
Aasman mein chaand jaise sadiyo hassta rahe tu,
Suraj bhi roshni maange tujhse, ujaalo se sapna saja de meri...

-


2 APR AT 0:33

সব রাতে কথা বলতে নেই, চুপচাপ শুনে যেতে হয়
মনের ভিতর রয়েছে যে মানুষ, তাকে বুঝে নিতে হয়

-


15 JAN AT 23:52

তুমি দূরে তাই শীতটাও যেন অবাধ্য রাতটাতে,
উত্তুরে হাওয়ার সাহস ভীষণ চিন্তার জট পাকাতে;
গল্প হয়তো বদলে যেত কাছে যদি তুমি থাকতে,
হাতে হাত রেখে শুকনো মনের খোঁজ প্রতিদিন রাখতে..
এই যে কখন বেখেয়ালে তোমার কথাই লিখছি,
তোমার হাসি মনে পড়তেই ডায়েরিতে লিখে রাখছি;
তোমাকে সে সব পড়াব বলেই অস্থির হয়ে থাকছি,
পৌষের শেষ, মাঘ এল, এসো, রাস্তায় চোখ পাতছি...

-


8 JAN AT 22:45

ফিরে যেতে চাই, পুরোনো বাড়ির ছাদে,
বারান্দাতে রোদের পাহারায়,
ফিরে যেতে চাই, ইউনিফর্মে মুড়ে
সাড়ে দশটায় স্কুলের দরজায়।
ফিরে যেতে চাই, প্রথম প্রেমের সুখে,
উড়তে থাকা বেলুন স্বপ্নদেশে;
ফিরে যেতে চাই, আলুকাবলি, চুড়মুড়ে,
বন্ধুরা সব জীবন জুড়ে মেশে।
ফিরে যেতে চাই, খাতার পাতায়
হিজিবিজি সিলেবাসে আর গানে,
ফিরে যেতে চাই, গল্পে, শৈশবে,
ভালোবাসা কেবল যেথায় টানে।
ফিরে যেতে চাই, কলম, চিঠি,
কেবল দেখে মুগ্ধ হওয়ার ছলে,
ফিরে যেতে চাই, বৃষ্টি হলে
আনমনে নৌকো ভাসাব বলে।

-


30 DEC 2023 AT 1:47

ঠিক যখনই ভালোবাসার ছাড়িস সুতো
উড়তে থাকে স্বপ্নঘুড়ি অচিন দেশে
ফুরিয়ে যে যায় হাজার বছর দুঃখগুলোর
মন-সাগরে ঢেউ তুলে দিস আদর শেষে

-


25 DEC 2023 AT 2:16

আমাদের প্রেমের উষ্ণতা ছড়াচ্ছে, বাড়ছে
শীত শহরের আনাচে কানাচে...
এখনও কি তুমি
আমাকে ছেড়ে
থাকবে?

-


6 DEC 2023 AT 18:11

Yuhin hum palak jhapat lenge
Aur tum samne haste huye rehna
Hum beeta lenge zindegi un ankhon ko dekh kar
Sukoon na mile to yeh humesha yaad kar lena

-


15 OCT 2023 AT 17:41

সত্যি বলছি, তোমায় ছাড়া সমস্ত দিন,
ওলটপালট বিছানা জুড়ে ঘুমের রেশ,
শরীর এবং মনের ভিতর তরঙ্গ-ঝিল,
মনখারাপের মধ্যে সময় কাটাচ্ছি বেশ।

দুপুর থেকে বিকেল নেমে থমকে গেল,
চায়ের কাপে মনের জোরে মেশাচ্ছি সুখ;
ছুটির দিনে ক্লান্তি আরও এগিয়ে এল,
গল্পের বই, সেলুলয়েডে ভরছে না বুক।

পুজোর জ্যামে, লোকের ভিড়ে সামলে রাখার,
মানুষটা যে বড্ড দূরে, হাতড়ে খুঁজি;
তোমায় দেখার বায়না আমি করব না আর,
সত্যি বলছি, কিন্তু তাও, মিস করছি!

-


5 OCT 2023 AT 20:46

এই যে আমার কিছু বদভ্যাস তৈরী হচ্ছে, এই যে ছুটে ছুটে চলে যাচ্ছি তোর কাছে; আমার অস্থিরতার সাক্ষী থাকছে রাস্তাঘাট, বৃষ্টি, স্টেশনের চত্বর, বাসের জানালা, মেঘলা আকাশ, ধোঁয়া ওঠা চায়ের কাপ, অকারণ হাসি, শেষ রাতের চোখের জল — সব কিছু তুলে রাখা আছে তোর জন্য। ভালোবাসা, কাছে আয়। ভালোবাসা, চল তোকে নিয়ে পাড়ি দিই সাত সাগরের পারে।

-


Fetching Swastika Bhattacharya Quotes