Jajabor Speaking   (লেখক যাযাবর)
1.6k Followers · 165 Following

read more
Joined 11 September 2018


read more
Joined 11 September 2018
20 MAY AT 13:45

লড়াই প্রাচীন, মনের হাহাকার শোনো -
আমাকে আমার আত্মসন্মান হারতে দেয়না কক্ষণো ।। ✨

-


28 MAR AT 12:53

আনাচ কানাচ গন্ধে ওঠে ভোড়ে 
মনখারাপে, পালিয়ে যাবার তাড়া-
দুঃখ আমায় দোষ দিয়েছে কেবল
এসব নাকি আমারই আসকারা ।।

গুছিয়ে রেখেও পাইনা কোনো মিল 
মানুষ শুধু চাওয়ার কাছেই হারে -
এমন নয় খোঁজেনি কেউ কক্ষণো 
খুঁজেছে কেবল শুধুই দরকারে ।।

কোন আকাশে ফুটবো হয়ে তারা 
কেই বা জানে কখন হবে ছুটি !
একদিন ঠিক ঘুমিয়ে যাব জেনে
জীবনের কাছে রোজই জেগে উঠি ।।
তবু,
আমিই জানি আমার মনের জোর 
কথার পাহাড় চড়বো ঠিক কত !
দিনশেষে মানিয়ে নেওয়াই শ্রেয় 
সব কিছু ত আর হয়না মনের মত ।।

-


30 DEC 2023 AT 17:27

এমনই খেয়ালী রঙে রোজ স্বপ্ন বুনে যাই -
তুমি মনে রাখো বলেই হয়তো, বেঁচে আছি তাই ।।

-


24 NOV 2023 AT 17:22

দোষ দেবো এমন আমি নয়
তোমার বিষয়ে এমনি কিছু কথা ।
কবে কখন কমলো কিভাবে
শরীরের থেকে ভাবনার উচ্চতা !!

বুকের উপর বুক পাবে শত
রুমাল কে এগিয়ে দেবে শোকে!
আমার কথা এড়িয়ে যাবে জানি
পরিচিতদের হেঁয়ালি বৈঠকে ।।

তোমার প্রতি জমবে না ঘৃনা কোনো
ভরসা যেনো উদ্বোধনীর ফিতে ।
তুমি জানোনা দাঁড়িয়ে কে পাশে
ঠিক কে তোমার দাঁড়িয়ে বিপরীতে ।।

হবে না জানি চেষ্টা করলে হাজার
তুমি এখনও তা, আগেও যা ছিলে ।
সম্পূর্ণ কোনো মায়াবী হতে চেয়ে
কেনো বলতো, আমাকেই বেছে নিলে !!

বোধহয় কিছু নেই বলা বাকি
একা মানুষের ভাবনা ভীষণ দৃঢ় ।
আমার কাছে না ফিরলেও হবে
রোজ এর মত সাবধানে ঘরে ফিরো ।।

-


17 JUL 2023 AT 11:37

এবার হয়তো সময় হয়ে এলো
ভিতর থেকে মুছচো তুমি জানি ।
আমারই শুধু মনে থাকার তাড়া
জাপটে ধরার মিথ্যা হয়রানি ।।

অনেকের সাথে দেখা হবে আগে
এমন মানুষ কপাল করে জোটে ।
ভক্তি করে ছিটিয়ে নিলে যেমন
এমনি জলও গঙ্গা হয়ে উঠে ।।
প্রশ্ন নয়, কাঁদছি কেনো এত ?
এই আমি বসছিনা কেনো পাশে !
সময় মত মুক্ত করে যেজন
আমার কাছে সেইতো ভালোবাসে ।।

আমার কথা কারোর কাছে নয়
নতুন মানুষ, রাখলে মাথা ঘাড়ে ।।
সেও যদি হারায় এমন কিছু
তোমায় তবে ভুল বুঝতে পারে ।।

তাহলে কিন্তু রইলো কথা এটাই
আমার ভাগে অভিশাপের বাড়ি ।।
তোমার ইচ্ছে পূরণ করতে হাজার
তারার মত খসেও পড়তে পারি ।।

-


7 JUN 2023 AT 14:39


তুমি অভিজ্ঞতার মতন । চড় খাওয়া দু গালে ।
মন্দির কি জেনেও, সর্বদা ভগবান বদলালে ।।

-


12 MAY 2023 AT 10:36

উত্তরে বলছি আজ, যেটা আসেনি মুখ হতে!
সঠিক মানুষ চিনেছো যা, তা আমারই দৌলতে ।।

-


4 MAR 2023 AT 13:50

সময় লেগেছে চিনতে। মন, মানুষ, আড্ডা ঠেক-
বয়সের তুলনায় অভিজ্ঞতা আমার, বড় অনেক ।।

-


15 OCT 2022 AT 17:21

উৎসর্গ

তাদের, যারা আমাকে ফেলে সামনের দিকে এগিয়ে গ্যাছে।
আমিও সাড়া করিনি, শুধু পিছন থেকে কাউকে ডাকতে নেই বলে ।।

-


20 SEP 2022 AT 17:11

ছেড়ে যাওয়ার আগে সে এটুকু যদি জানতো-
আমার মনে রাখা প্রখর, ভুলে যাওয়া দূর্দান্ত ।।

-


Fetching Jajabor Speaking Quotes