জগতের এক বিচ্ছিন্ন তারার মতো
ধূমকেতুর আলোতে তোমার মুখ
খুঁজে আর পাই না শূণ্যতায় ভরা সব
কেন ছেড়ে গেলে বাবা...!পাথরচাপা বুক !
-
B.Ed traing from APD B.ED Training College
M.A at NSOU
wish m... read more
চলতে চলতে এ যাত্রাপথের অনুসরণে
থমকে যেতে যেতে তবুও যাওয়া পড়েনি বাদ,
এড়িয়ে চলে এগোতে হয়- বুঝে গেলেই তবে
মুঠোয় আকাশ ধরা দেবে, নাগাল পাবে চাঁদ ।
অস্পষ্ট ভাবে কোনো অলৌকিকতা
জাপটে নেবে শিহরণে
জেগে উঠবে বোধ, আরও একবার;
বেঁচে উঠবে প্রাণপনে ॥
-
সময়ের সাথে সাথে সমীকরণ
সম্পর্কের সমতা রাখে জমা খাতায়
টেনেটুনে অসাড় বাটখাড়া ছুঁড়ে বাঁচাই
চোখে স্বপ্নের ঘুম ভাঙে এক বা আধায় !
দিব্যি নিজেদের মতো ছুটে চলা
অবচ্ছেদে নিশ্চয়ই এক টুকরো অবসর যাপন
খামখেয়ালী ছোঁয়াচে প্রেমে
পাহাড়প্রমাণ অনুভূতি অত্যন্ত গোপন !
-
ঘনিয়ে এসেছে কুচকুচে আলোয় আমাদের আকাশ,
পত্রলেখা হাওয়ায় উল্টে যায় ফরফর করে,
সাদা পাতা বেরিয়ে আসে তাগিদের সুরে, নিয়ে নতুন লেখনির আবদার
মলিন শুকতারা, শীর্ণ কালপুরুষ, চূ্র্ণ সপ্তর্ষিমন্ডলে
মিথ্যে সাজানো ফলস্ সিলিং মিটমিট করে
নকল রাজ্যের আতিথেয়তায় পেট ভরে গেলে, গল্প লিখি এঁটো পাতার।
অপেক্ষার ডাকবাক্সে পরজীবীর মতো নৈরাশ্য বাসা বেঁধেছে,
জমে থাকা ময়লার মতো অক্ষর আর ঠিকানা জঞ্জালে গন্ধ ছড়ায়
হাজার হাজার প্রশ্নচিহ্ন লেগে আছে শেষ পাঠানো ইস্তেহারে
গল্পের উচ্ছিষ্টে কিছু আদর আছে, সেগুলো নিয়ে কার কি আসে যায় !
ভিতরের আবেগী সাধনা যান্ত্রিক হতে না চেয়েও হয়ে যায় কেমন
আদিম বিচারের সস্তার সহানুভূতি ;
বুনে চলে ফসকা চোরাজাল, অন্ধকারে মন ভাঙে
চোখের আড়ালে অসঙ্গতি !
শিউরে ওঠে ধ্বজাধারী কিছু নকল মানুষ,
নিজেকে টিকিয়ে রাখতে ছিঁড়ে ফেলে ভালোবাসা
পরে থাকে শিশিরে জমাটি রাতের অবশিষ্ট বিন্দু
কেমন একটা ঘৃণা আর হিংসার নেশা।
গালে হাসির চিহ্ন থেকে একটা জীবন্ত আলেখ্য ম্লান হতে হতে
নগ্ন সভ্যতার লেনদেনে কমদামে হেরে যায়,
বিকট আতিশয্যে বিকৃত হয়ে মানুষ ভগ্ন সমাজের কাঠামোতে
ভেজা মাটির বদলে শুকনো বালির পরত সাজায় ।-
কানামাছির কাপড়ে মুড়ে আছে মিথ্যে ছোঁয়ার বাহানা
হাতে গোনা কয়েক পা এগোতেই আগুনের ধারা
খেলার সহযাত্রীরা বদলেছে সাথী, বড় হওয়ার নিয়মে
আমি দিব্যি খুঁজি সহচর, দিশারী ধ্রুবতারা ।
-
পথ চেয়ে বসে থাকার ক্লান্তি
বুজে আসে চোখের দুটি ডানা
অফুরন্ত উদ্বেগ চাপা ছাঁই উড়িয়ে
বলি, ভালো আছি ! দগ্ধ সামিয়ানা।
শরতের মতো একসময় শিউলি ফোঁটে
মনের উঠোন জুড়ে সাদা ভালোবাসা...
বসন্তের আগুন নেভেনি তখনও
অপেক্ষার বসন্ত বড্ড সর্বনাশা।-
অপেক্ষার নামে পাহাড়ের পাদদেশে শুধুই জমে যায় তৃণ
এই অনবরত সময়ের চক্র থামেনি কোনোদিনও
হঠাৎ ধেয়ে এসেছে বর্ষার ঝর্ণা বিকেল
নরম হয়ে মিশেছি তবুও হতে পারিনি প্রিয় ।
-
হারিয়ে চলে যেতে যেতে যে খাই হোঁচট
পিছন ফিরে তবুও নেই আফসোস
দীর্ঘকাল যে আবদার ছুঁয়ে গেছে এ মনের জানালা
তার কার্নিশে জমেছে শুধুই দোষ ।
ফিরে যেতে নেই, ফিরতে নেই সেই
ফিরতি পথে
ভুলের সাথে যুক্ত হতে হতে
ভুলেছি একসাথে।-
চাঁদ বদলে মেঘের বাড়ি
যাচ্ছো কোথায় আকাশ খোলা
তোমার যদি ছুঁতে পারি
মুক্ত হত মনের বলা....
তোমার মতন একটি গোলাপ
বাগান মাটি রোদের ঝলক
ভরিয়ে দিত মনের ফোকর
গন্ধ ছড়ায় হাসির দমক।-
জলের মতো বয়ে চলে আবহমান আবদার
হিংসুটে তাগিদে তাগাদা দিয়ে দিয়ে আসি।
যদি ফুল ফুটে বসন্ত নেমে আসে আরও একবিন্দু
তোমার কাছে সুগন্ধ ছড়িয়ে দেবো শতবার ।
-