Antara Ghosh   (✍ অন্তরা 🌿)
2.1k Followers · 125 Following

read more
Joined 10 August 2017


read more
Joined 10 August 2017
29 MAR AT 11:55

হঠাৎ কেমন আশকারা ছুটে চলে
ভিতর ভিতর ভীষণ বেগে ঝর্ণা জলে থৈ
উপচে পড়ে এক কোণের আদর-প্রেম-বায়না ধূলো
খুঁজছো যেমন আগের মতো, আগের মতো নই !

এদিক-সেদিক গোল টেবিলে ছন্নছাড়া কথার পাহাড়
ভুলের ওপর ক্ষমা নেই, ছিঁটে-ফোঁটা অনুশোচনার !

আয়না আলো, মেঘের কালো ,
মন্দ বাতাসের শূণ্য দিক..
পাশ ছুঁয়ে গেলো এলোমেলো
বাড়িয়েছে পা একলা পথিক।

-


31 DEC 2024 AT 16:00

বাসতে বাসতে ভালো, চুক্তিবদ্ধ ভালোর রেশ
এই শহরে থাকতে থাকতে, সমাজবদ্ধ নিরুদ্দেশ

চেনা ঠিকানায় নিয়মমাফিক নিয়ন বাতির নির্যাস
ছলকে ওঠা হলদে রঙে থোকায় থোকায় অমলতাস ।।

-


30 SEP 2024 AT 0:25

ভালোবাসা দিয়ে দিয়ে ভালোবাসার অভাববোধ করার চেয়ে ভালোবাসা পেয়ে পেয়ে নিঃস্ব হওয়া ভালো।


-


26 SEP 2024 AT 23:09

লিখতে শেখা, পড়তে শেখা, বর্ণমালা-বানান
সাগর ডুবে বিদ্যে জমা, ইচ্ছে ছিলো নানান
ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে শক্তহাতে বেঁধে
রঙিন জীবন, কলম ধরার স্বপ্ন সে দ্যাখে !

-


3 SEP 2024 AT 1:09

এক-এক বেড়ে যায়, আয়ু কমে ক্রমে
ফুরিয়ে আসে সময়, স্মৃতি যায় জমে
বেঁচে থাকার জমি জুড়ে ভালোথাকার কিশলয়
শিকড়ের টানে টানে জীবনের সঞ্চয় ।


-


3 SEP 2024 AT 0:23

আমার ভালোবাসায় আর অপেক্ষা নেই
জীবনের তাচ্ছিল্য ভরা হাসিতে আনন্দ নেই
ক্রমশ নিস্প্রভ হয়ে যাচ্ছি
গর্তের ভিতর থেকে নিঃশ্বাসের শব্দে
আর বেঁচে থাকা নেই !

-


24 JUN 2024 AT 12:22

শক্তি ফুরিয়ে যাওয়া দূর্বলতা নয়,
শক্তি বাঁচিয়ে রাখার শক্তি ফুরোলে মানুষ দূর্বল হয়ে যায় !


-


17 JUN 2024 AT 23:45

শেষের আগে মুহূর্ত চুপ, আগল ভেঙে ভেজে মন
ঠোঁটের কোণে আলগা পরত ফুঁপিয়ে করে উৎযাপণ
কথায় কথায় দুঃখ কোথায় ? আড়ম্বরে ঢাকছে দিন !
আলতা-সিঁদুর আয়না চোখে ভিতর দেখে বেরঙিন।

-


23 MAY 2024 AT 20:07

আফশোসে নিঃশ্বাস, বুকে ফেনা ওঠা ঢেউ
জমেছে বাষ্প, অচেনা বিষ ঢেলেছে চেনা কেউ !

-


21 MAY 2024 AT 15:23

আফশোসে নিঃশ্বাস, বুকে ফেনা ওঠা ঢেউ
জমেছে বাষ্প, অচেনা বিষ ঢেলেছে চেনা কেউ‌ ।

ঠুনকো আলাপ, আলগা হাসির দীর্ঘকালীন বিশ্রি মুখ
সত‍্যিগুলো জট পাকানো কঠিন কোনো অসুখ ।

-


Fetching Antara Ghosh Quotes