যতটুকু বাড়িয়েছি হাত ততটুকুই ছুঁয়ে দেখো ।
তুমি নাই বা ভালোবাসলে আমায়,স্মৃতিতে তোমার হব ।।
ভিন্ন পরিকল্পনার অবসরে,নিজেকে সান্তনা দেবো ।
কতোটা পাবো তোমায় জানিনা,হয়তো হারাবো ।।
তবে মনে পড়লে , দুঃখ পেলে সেই -
কান্না থামিয়ে ভালো থাকতে হবে ।
চাওয়া পাওয়ার অচিরেই ভালবাসার খবর দিও ।
তুমি যেমনই থাকো ভালো রবে ।।-
নিজেদের মধ্যে গুলিয়ে ফেলবেন না..😄😄😄🌹🌹
✒আমি বদ্ধ সি... read more
তোমার কোটি কোটি আকাশগ্রন্থি ,
আমার ঘুমের জগতে অন্তহীন আলো ।
তোমার জেগে ওঠা সুর্য রক্তিম ,
আমার অন্ধকারের প্রদীপ-ই ভালো ।।-
এ সমস্যা খুবই জটিল তবু উপায় মেলে না ।
মস্তিস্ক বলে প্রেমে পড়ো,মন বলে - না !
যদিও ক্লান্ত দেহের অধ্যাবসায় নিম্নচাপের ধরন
খেলা ও অবহেলায় বিরতী নিয়েছি ,আপাতত প্রেমে পড়া বারণ ।।-
ফিলহাল এটুকু মেনে নিয়ে জীবন কাটানো যাক ।
যেটা হবে না আমার কখনো ,সেটা গল্পে হয়ে থাক ।।-
ঘুমিয়ে পড়ো..!
স্বপ্নের পিছুটান ছেড়ে ,
তুমি পৃথিবীতে আছো এই ভেবে ,
রাতের মায়া কেড়ে ।।
ঘুমিয়ে পড়ো..!
অন্যের অপেক্ষা না করে ,
তুমি নিয়মমাফিক বাঁচতে শেখো রোজ ,
মাঝরাতে যদি ঘুম ভেঙে পড়ে ।।
ঘুমিয়ে পড়ো..!
চোখের জল মুছে ফেলে ,
তুমি ভালো থাকার অভ্যাসটা খুঁজে নিও ঠিক ,
যা তুমি ভুলে গিয়ে ছিলে ।।
ঘুমিয়ে পড়ো..!
গল্প-কবিতা আর না পড়ে ,
তুমি আসলে নিজেকে উপন্যাস ভেবে নিয়েছ ,
লুকিয়ে রেখেছ কল্পনার নগরে ।।
ঘুমিয়ে পড়ো..,ঘুমিয়ে পড়ো..!-
অসুখের বাড়িতে অসুখ নেই ,শুনে হাসি পাই ভীষণ ।
বাড়িওয়ালা নোটিস লাগিয়েছে , অসুবিধা নেই এখন ।।-
আঘাত আসুক একে একে , পালন করবো শোক ।
লক্ষ যখন ভাঙা গড়ার , যত রোগ জড়ো হোক ।।-
আমার বেলা বোস মনে পড়ে , ওই লাল নীল সংসারে ।
এই রুদ্ধশ্বাস বেড়ে ওঠে আজ মিটারে বারে বারে ।।
আমার পুরানো টেবিল ঘড়ি আর শহরেতে মহামারী ।
তবুও ঘন্টা বাজিয়ে বলছে সুরে বেঁচে থাকা দরকারই ।।
তোমার বিকেলের টিউসান , আমার ফালতু টেনসান ।
তোমার মনের ভিতরে আঁকাবাঁকা রোডে রাস্তা হয়েছে জ্যাম ।।
আমার বিদ্রোহী কালো ছাতা , এই বর্ষার হালখাতা ।
আজও মিথ্যে বন্যা বয়ে চলেছে বেহাল চোখের পাতা ।।
তোমার এলোমেলো কালো চুল , আর ঝুমকো কানের দুল ।
ওই চোখের তারার প্রেমে পড়াটা আমার মস্ত বড়ো ভুল ।।-
আধিপত্য...১
স্থাপত্য ! আসলে সে স্থাপিত নয় ,অনাদি কাল ছিল অনামিকা ।
সৃষ্টির আগুনে সে কোন কুলে কালো ,আপন মনে টানে যবনিকা ।।
কালো মেয়েরও হয়েছে কৈফিয়ত ,তাণ্ডবের রক্তে বইছে নালি ।
আগমনীর অসুরকে ইশ্বর বলে ডাকো ? আমি নারী বেশে মেখেছি কালি ।।
ত্রিশূল যোগিনী পশুরে সত্য ,বিষাণ-এ পিষে পদতলে ।
দৈত্য দেবতা আহত সৈনিকে ,মস্তক মালা গেঁথেছি গলে ।।
চিতার উপরে বিশ্ববাসী প্রলয়ে,শান্তির পায়ে ধরে শিশুর ।
রক্তাক্ত পাগল ধ্বংশের উচ্ছাসে , পূজারী হয় পশুর ।।
আমি ত্রিকাল , আমি মহাকাল , আমি এ যুগের মহাশঙ্খ প্রলয় ।
আমিই অসুর , আমিই মহিষাসুর , আমি মস্ত পাগল ক্ষিপ্ত সুরায় ।।-