অবশেষে রাত নীরব হয়ে আসে,
থেমে যায় ব্যস্ত হৃদয়ের কোলাহল।
তোমার দুচোখে স্বপ্ন নামে,আমার দুচোখ নির্ঘুম।
আকাশ ভরা তারাদের সামিয়ানা,
কাব্য লেখে চাঁদের একাকী জোৎস্নায়।
তোমার মনে ব্যথার বাঁশী, আমার মনে হরিয়ালি গান।
নিঝুম রাতের ব্যাকুল মোনাজাত,
স্পর্শসুখে কাঁপে লজ্জারাঙা অধর।
তোমার ঘরে হঠাৎ প্লাবন, আমার উঠোনে বৃষ্টির আহ্বান।
-
নৈখনিৰ বুকুত ডিঙাখন এৰি দিছিলো,
ওভতনিৰ শীৰ্ণ আশাৰে।
তেতিয়া আন্ধাৰ নামিছিল...
আৰু আশাটি নুমাই পৰিছিল...!
-
ভাঙছে যারা, অহর্নিশি শহরের ভুল পথে
কাঁচা সবুজ মাখছে ভীষণ, মরচে ধরা হাতে!
তাদের চুলেও বৃষ্টি নামুক, বাঁচুক হাসনুহানা;
প্রেমে পড়ুক শেষ বিকেলে যান্ত্রিক প্ররোচনা।
♥️-
হঠাৎ করেই দমকা হাওয়ায়...
পাগল এ মন নাচে!!
ভালোবাসা উঁকি মেরে যায়, মনের আনাচ-কানাচে💓
হঠাৎ করেই অনুভূতি রা সব,
শূন্যে মেলে পাখনা।
তোমার কাছেই যাবে তারা, আর যে তর সয়না।।-
হিমেল পরশ জুড়িয়ে এলে, নাতিশীতোষ্ণতায় কোমল স্পর্শ ছুঁয়ে যায় হঠাৎ
-
ইচ্ছে হলে না হয় তুমি আঙুল ছুঁয়ে নিও,
চাইলে তুমি আমায় না হয় মিথ্যে কথা দিও।
আমি না হয় হলাম তোমার মিথ্যে অনুরাগ,
দিন জড়িয়ে রাত পেরোলে অন্য ঘরে বাস।
আমি তবে হতেই পারি তোমার ব্যক্ত কলঙ্ক,
আমি না হয় হলাম তোমার গুপ্ত অভিলাষ।-
সব ক্ষত কী আর চোখে দেখা যায়
কিছু ক্ষত এতটাই গভীর হয়,
যেগুলো দেখার জন্য সুন্দর একটা
মনের প্রয়োজন হয়।-
রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে...
চেনা মানুষ অচেনা হয়েছে আজ বর্তমানের ভিড়ে
ফেলে আসা স্টেশনে অপেক্ষারা আজও একা
ফিরবে হারানো সেই কামরা,হবেই...
"হঠাৎ দেখা"-
সপোনবোৰ নতুনকৈ সজাৱলৈ ল'লেই চোন ..
ভৰষাৰ জোলোঙাটো খালি হৈ পৰে ...!!💔-