Chandan Karan   (chaarvik)
2.2k Followers · 652 Following

I know that I am intelligent, because I know that I know nothing.
Joined 4 October 2017


I know that I am intelligent, because I know that I know nothing.
Joined 4 October 2017
28 JUN 2019 AT 8:50

"Bekhabar aaj bhi hai
Bekhabar kal bhi
Tha,
Naaraz aaj bhi hai
Naraaz wo kal bhi
Tha,

Fark bas itna hain k pehle
hum mana lete
The,
Warna khudgarz wo aaj bhi hai
Khudgarz woh kal bhi tha..".

©প্রতিবিম্ব

-


17 JUN 2019 AT 17:15

" Ek band pada kamra
Sau kahaniyan kehta hai,

Darwaje ke uss paar shayed koi
Rehta hain.."

©প্রতিবিম্ব

-


16 JUN 2019 AT 19:53

Need writers(Hindi,Bengali & English) for a new FB page interested people please do ping in the comment section...!

-


31 JAN 2019 AT 21:17

কেউ কথা রাখেনি, বাষ্পের গলা মিলিয়ে বাসি ভালোবাসা
কেউ ছুঁতে দেয়নি তার অলিন্দে ।

এ আগুন আমার না,এ শোক আমার না,বুকপার বিদীর্ণ
ছোট বুলেট প্রেম হারানোর আনন্দে ।।

-


31 JAN 2019 AT 21:10

নির্নিমেষে চেয়ে দেখি,ত্রিভুজ সম্পর্কের কৌণিক বোঝাপড়া,

মুখে মুখোশের টান,ভালোবাসা আজ মরশুমের পাতা ঝরা ।।

-


1 JAN 2019 AT 21:47

তোমার অন্ধকার সরিয়ে আজও মানুষটা
বারবার আলোর জন্ম দেয়।
এখানে থেমে গাড়ি বদলাতে হয়,সব্বাই আলাদা আলাদা দূরত্ব যায়।।

-


4 DEC 2018 AT 13:35

সাড়া দাও

- দুঃখ ডাকলে কী করো ?

- সাড়া দিই, আর, আড়াল পেলে কাঁদি।
দুঃখরা তো আমার মাথার ছাদ-ই

- সে-ছাদে উঠেছ? কেমন সিঁড়ির ধাপ?

- কান্নারা তো উত্তরণের সহস্র সংলাপ।

- কী সংলাপ লিখেছ, দুঃখ-দিনে?

- দুঃখ কোনও পথভোলাকে পৌঁছে দিচ্ছে মনে

- তবে কেন তুমি হাসো!

- ওই যে দুঃখ; ওরাই বললো -
মুহূর্ত ভালোবাসো

- তবে কি তুমি সুখী ?

- আমি তো উৎসমুখী।

-


20 OCT 2018 AT 20:21



বিদায়বেলায় বরণ করলে কাকে
দুঃখকে, না আনন্দময়ী মা'কে ?

মণ্ডপময় মন-খারাপের আলো
দূরে যাচ্ছ, কিন্তু থেকো ভালো

ভালো থেকো অপেক্ষাদের দিন
একটা বছর;দূরের আলো; ক্ষীণ

পাড়া-জোড়া পরিযায়ী আলো
আজ সকালে তারাও উড়ে গেল

আজ সকালেও ঝরেছে শিউলি ফুল
শিউলি তো না।কান্না।মনের ভুল

বাৎসরিক এই ভুল প্রতিবার হয়
সুখ কখনও চিরস্থায়ী নয়

আমরা কেউই চিরস্থায়ী নই
এতদিনেও বুঝলাম আর কই

সবই বুঝলে বাঁচার কী আর মানে
আমরা হাঁটি মায়ার টানেটানে

আমাদের মা সাক্ষাত মহামায়া
দুঃখ হল সুখের গভীর ছায়া

যাকে আমরা বলছি বিসর্জন
হয়তো সেটাই শুরুর আবাহন।

-


5 SEP 2018 AT 11:48

অসহায়!!!

এভাবেই পড়ে যাবে সাধারণ জীবন আর সেতু
ইতিপূর্বে ভেঙে গেছে সমাজের শিরদাঁড়া যেহেতু

সমব্যথী? জেন ব্যথা ভাগ হয় না কোনোদিনই
এই-যে দরদী মুখ - হাতের তালুর মত চিনি

যারা-যারা চলে গেল,তাদের ঘরের তাজা শোক
বাষ্পের মত ক'রে এ-দেশে ছড়িয়ে দেওয়া হোক

তবে যদি বোঝে কেউ কতটা গভীর এই ক্ষত
যে-জীবন ফিরবে না- বিকল্প হবে তার মতো?

কী আর বলব কথা! অসহায় লাগে খুব বেশী
প্রিয় মুখ দেখি শুধু; যদি কাল ফিরে নাই আসি

তবুও ঝগড়া করে সমাজের রাহু আর কেতু
মরেছে তো সাধারণ, ভেঙেছে তো সাধারণ সেতু

জানি কাল ভুলে যাবে;আবার হাঁটবে স্বাভাবিক
হাওয়া তো বয়েই যাবে;শুধু সে পাল্টে নেবে দিক!

-


28 JUL 2018 AT 8:40

কর্পূরের মতো জীবন উবে গেলে,
পলির মতো স্মৃতিরা জমা হয়....
তারপর শুধু জল - অজর অমর অব্যয়।

যা-কিছু বলার ছিল,
আজ তারা ভেসে যাবে জলে
অতীত হবে বলেই বর্তমান দ্রুত পায়ে চলে।

জানি আমি, সব জানি -
তবু এই পিছুটান মায়া,
এ জীবন আসলে মৃত্যুর সুনিবিড় ছায়া।

ঢেউ আসে ঢেউ যায়
ভেসে যায় জীবনের মানে
জানি আমি, সবই জানি,তবু এই মায়াপথ টানে।

-


Fetching Chandan Karan Quotes