ভাঙছে যারা, অহর্নিশি শহরের ভুল পথে
কাঁচা সবুজ মাখছে ভীষণ, মরচে ধরা হাতে!
তাদের চুলেও বৃষ্টি নামুক, বাঁচুক হাসনুহানা;
প্রেমে পড়ুক শেষ বিকেলে যান্ত্রিক প্ররোচনা।
♥️-
ভালোবাসায় লিখি❤️ আর ভালোবেসেও🖤
প্রেমিক জমে অনাদরে
কবিতাগুলোয় একশো জ্বর!
অ-সুখ শুকোয় কাব্যি করে
সুখটা আমার ভীষণ পর।
-
হোঁচট খাচ্ছে কবি;
হঠাৎ যেন ভীষণ সুনামি, অভিযোগের বেশে!
ক্লান্ত লিখিত টাটকা আবেগ ভুল রাস্তায় আবার
কাঁপছে তার যোতিচিহ্ন মিথ্যে আদর বিষে।
কালচে সে, মায়ার নামে আবেগ বেচে রাখে!
বাদ পড়া তার শেষ লাইনে হাজার খানেক কবর
কবির হাতে তবু গোলাপ গন্ধ যেন!
অজস্র তার ভাঙাচোরা রাত্তির তিন প্রহর।
কেন সে লেখে, মৃত্যু সেজে আজও!
প্রেমের কাজল লেপ্টেছে খুব চোখে;
কবিতা, তোমার চোখ দুটো কেনো লাল..?
নেশাতুর ভালোবাসায়ও কবি আঘাত পেতে শেখে।-
কিছু অভিমানও ভালোথাকে, আস্ত সবুজ সমান্তরাল রাস্তায়।
সেদিকেই ভালোবাসার বাড়ি।
-
ঘরোয়া কোনো আদর কেনার নামে
ফিরতি কিছু ছোঁয়াছুঁয়ির গল্পে
বৃষ্টি নেমেছে না ফেরা মনকেমনে।
তোমার চশমা ভারী, ঝাপসা খুঁজে খুব
কাঁচের দাগে তিন পশলা মনখারাপ!
না বলা কথায় আষাঢ় গুলো অসার,
ফাঁকা শহরের ঘোলাটে নিম্নচাপ।
-
শেষ ট্রেন!
গল্পের নীচে বাঁচুক কিছু অদেখার অভিমান।
মিথ্যে জল্পনার শেষে প্রেম সাজুক,
আস্ত একটা তুমি।
বাড়ি ফিরে এসো,
শেষ বিকেল!
ঘেমো শহরে শুকনো ঠোঁটে ভিজুক ডাকনাম!
সন্ধ্যের নীচে ভালোবাসার হোক
সহজ জন্মদিন।-
নরম একটা ভালোবাসার,
এক আকাশ কবিতার খাতা
মরা চামড়ার সভ্যতায়
সমুদ্র মাখা গাঢ় নীলচে রূপকথা।-
পিছুডাকে
ভালোবাসা সাজাস,
গোলাপের নরম গল্পে!
লালচে সংলাপে অভিমানি প্রেমিকা!
আদরের বিলাসিতায় প্রেমে পড়ে অল্পে।-
ছন্নছাড়া ভিজে নালিশে শহর ঘামে তোর!
অভিমান সাজে বৃষ্টি এলে আদর গলা আঁচড়।
মেঘলা আকাশ এ শহরে খালি পা বারান্দায়
লোকানো কিছু লাস্টসিনে আবেগ কাঁদতে চায়!
লেগে থাকে সুখ, প্রেমের অসুখ, পুরোনো ভিজে চুল
অযথা কিছু ছেঁড়া বিকেলের বৃষ্টি ভেজা ভুল।
ঠোঁটের নরমে সেই বৃষ্টির ভীষণ আদর করা চোট,
আড়ালে সে নীলচে ব্যাথা সামলে রাখুক রেনকোট।-
আমি, বড়ো দস্যি মেয়ে,
নেহাতই দুটো বিনুনি করা, বৃষ্টি চাওয়া বোকার মতো
গাল ফোলানো কাঁপা ঠোঁটে কাব্যি করা সাধ্যমত।
তবু তোর নামেই বিকেল দেখি, বায়না কিনি শব্দ বেচে
যদি বলিস ছোঁয়াচে হবি, একশো টা রাত কান্না মোছে।
এমনি তে নাছোড়বান্দা, তবে তুই বললে শাড়ির কুঁচি
ঝুমকো দোলা খোলা চুলে অষ্টমী তে তোকে খুঁজি।
ওই ছেলেটা, শুধু একটি বার গল্প হবি?
অঙ্ক খাতার পিছন পাতায় খুব লোকানো প্রিয় ছবি!
আমিও তবে আদর ছুতোয় বাসব ভালো অনেক খানি
বল না ছেলে..? অকারণে, আমার নামে..
তুই কি আমার প্রেমিক হবি?
-