ভোট হচ্ছে মিছিল হচ্ছে
সিংহাসন সাজছে লাল সবুজের মেলায়
মানুষ মরছে, মড়ক লেগেছে
হাসপাতাল সেজেছে মৃত্যু মানুষের ভেলায়।।-
শীর্ণকায় শরীরে নতুন প্রাণ প্রতিষ্ঠা করা,
একটা অসুস্থ মন অসুস্থ শরীর কে
নবজীবন দেওয়া,
ডাক্তারই পারে একটা মরণাপন্ন
রোগীকে বাঁচার নতুন দিশা দেখাতে,
ডাক্তারই পারে একটা নিঃসন্তান
মায়ের কোল ভরাতে,
ডাক্তারই একটা নবজাতক কে
পৃথিবীতে আনতে প্রাণপণ সাহায্য করে,
ডাক্তার হলো অদৃশ্য ভগবানের
পৃথিবীতে পাঠানো প্রতিকৃতি।
ডাক্তারা যতটা না সময় প্রিয়জনকে দেয়
তার থেকে বেশি সময় অসুস্থ রোগীদের কে দেয়,
সমস্ত ডাক্তারের উদ্দেশ্যে
আমার সশ্রদ্ধ প্রণাম ।
-
প্রকৃতি আজ ক্লান্ত ভীষণ
করছে হাহাকার,
প্রকৃতি আজ চাপা পড়ে গেছে
কংক্রিটের তলায়।।
-
সম্পর্ক ভাঙলে
কষ্ট দুপক্ষেরই হয়
শুধুমাত্র ইগোর পাহাড়টা টপকে
কেউ নিজের ভুল টা স্বীকার করে না।-
যেদিন মেয়েদের পন দেওয়া
আর, ছেলেদের পন নেওয়া বন্ধ হবে
সেদিন সমাজটা সুন্দর হবে।-
বৃষ্টি নামার ক্ষণে
শান্ত বিকেল আজ
ক্লান্ত ভীষণ
তোমার অপেক্ষাতে।।-