Baisakhi Ghosh   (Baisakhi Ghosh)
371 Followers · 253 Following

read more
Joined 23 January 2020


read more
Joined 23 January 2020
27 APR 2021 AT 7:48

ভোট হচ্ছে মিছিল হচ্ছে
সিংহাসন সাজছে লাল সবুজের মেলায়
মানুষ মরছে, মড়ক লেগেছে
হাসপাতাল সেজেছে মৃত্যু মানুষের ভেলায়।।

-


26 APR 2021 AT 18:12

দিনের শেষে একটা প্রেমিক চায়
পুরুষ রুপী অমানুষ নয়।।

-


1 JUL 2020 AT 9:12

শীর্ণকায় শরীরে নতুন প্রাণ প্রতিষ্ঠা করা,
একটা অসুস্থ মন অসুস্থ শরীর কে
নবজীবন দেওয়া,
ডাক্তারই পারে একটা মরণাপন্ন
রোগীকে বাঁচার নতুন দিশা দেখাতে,
ডাক্তারই পারে একটা নিঃসন্তান
মায়ের কোল ভরাতে,
ডাক্তারই একটা নবজাতক কে
পৃথিবীতে আনতে প্রাণপণ সাহায্য করে,
ডাক্তার হলো অদৃশ্য ভগবানের
পৃথিবীতে পাঠানো প্রতিকৃতি।
ডাক্তারা যতটা না সময় প্রিয়জনকে দেয়
তার থেকে বেশি সময় অসুস্থ রোগীদের কে দেয়,
সমস্ত ডাক্তারের উদ্দেশ্যে
আমার সশ্রদ্ধ প্রণাম ।

-


28 JUL 2021 AT 20:21

প্রকৃতি আজ ক্লান্ত ভীষণ
করছে হাহাকার,
প্রকৃতি আজ চাপা পড়ে গেছে
কংক্রিটের তলায়।।

-


24 DEC 2020 AT 13:18

চোখের জল টা মুছতে
হাসির মুখোশ টার বড্ড প্রয়োজন।

-


17 DEC 2020 AT 16:15

সম্পর্কগুলো ভুগছে আজ
সন্দেহর অসুখে।।

-


12 DEC 2020 AT 18:49

অভিমান আর ইগোর
পার্থক্য টা
আজও বুঝলে না প্রিয়।।

-


11 DEC 2020 AT 20:41

সম্পর্ক ভাঙলে
কষ্ট দুপক্ষেরই হয়
শুধুমাত্র ইগোর পাহাড়টা টপকে
কেউ নিজের ভুল টা স্বীকার করে না।

-


9 DEC 2020 AT 18:50

যেদিন মেয়েদের পন দেওয়া
আর, ছেলেদের পন নেওয়া বন্ধ হবে
সেদিন সমাজটা সুন্দর হবে।

-


19 NOV 2020 AT 10:17

বৃষ্টি নামার ক্ষণে
শান্ত বিকেল আজ
ক্লান্ত ভীষণ
তোমার অপেক্ষাতে।।

-


Fetching Baisakhi Ghosh Quotes