এসে গেছে, এসে গেছে, এসেছে এবার শীত
মুড়ির মোয়া, আখের গুড়ে - ভরছে চারিদিক।
থরে থরে সাজছে যে সব, মিষ্টিমুখের দোকান
জয়নগরের মোয়ার গন্ধে, মাতোয়ারা প্রাণ!!!
ক্ষীরের নাড়ু, পাটালি গুড় - জমছে হাঁড়ি ভর্তি
বাদাম দিয়ে নলেন গুড়ের হচ্ছে মিষ্টি চাকতি।
বলো দেখি কোথায় পাবে এমন মিঠাইবাহার???
স্বাদটা পেতে আসতে হবেই, কলকাতাতে এবার!!!-
বায়ুর বেগে ভাবনা আমার এদিক ওদিক ছড়ায়
শব্দ আছে কুক্ষ... read more
নামহীন সম্পর্ক গুলো অদ্ভুত কিন্তু সুন্দর!
মনের ক্যানভাসে, কেমন রঙিন হয়ে ভাসে!!-
People Say: Expectation hurts!
People Do: Expect again & again & again!
That's Life!🤷-
ধনপতি গণুবাবু বসেন পদ্মাসনে
মুষিক-সহ তিনি সদা বেরোন দেশভ্রমণে
লাড্ডু হাতে শুঁড় নাচিয়ে পুজো নেন যিনি
তাঁরে আমরা সিদ্ধিদাতা সহায় বলে চিনি
মানবকুলের অভয়দাতা, পেটুক গজানন
চতুর্থীতে সবার ঘরে রইলো নিমন্ত্রণ !!-
গুটি গুটি পায়ে শেষ হয়ে আসে বছর
ডিসেম্বরের গায়ে জোনাকির মতো আলো জ্বলে থাকে
পিছনে পড়ে থাকে ফেলে আসা বেশ কিছু বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ
হিমের চাদরে ঢাকতে শুরু করে দিনের আলো
স্মৃতির পাহাড় জমিয়ে জীবন থেকে মুছে যাবার প্রস্তুতি নেয় কেউ
কালো দাগ কেটে যায় কিছু মুহূর্ত
কারোর শেষ দেখার ঝলক বয়ে বেড়ায় হয়তো কোন ক্যাফে অথবা কোনো বাস স্টপেজ
কারোর ছেড়ে যাবার কান্না ধরে রাখে অন্ধকার গলিপথের ধারে থাকা ল্যাম্পপোস্টের আলো
কিছু অগোছালো বন্ধুদের কোলাহল মিশে থাকে গঙ্গার ঘাটে ঝাপটা দিয়ে যাওয়া জলে
পার্কের পাশের আইসক্রিম ঠেলাগাড়ি অজস্র যুগলের মান ভাঙানোর হিসাব রেখে দেয়
সময় অল্প আঁচে নিজেকে পুড়িয়ে নিতে নিতে ভাবে এবার কি তাহলে ফুরোবো?
পৃথিবী ঘুরতে থাকে
দিন রাতের কাঁটা থামে না
এ শহর সব খেয়াল রাখে
এ শহর বুক দিয়ে আগলায়
এ শহর অপেক্ষায় থাকে আবার..
নতুন কোনো খোলা খাতার
নতুন কোনো স্বপ্ন সাজানো ভোরের!-
অল্প অহং পুঁটলি করে জমিয়ে রেখো মনে!
নইলে সবাই পাপোষ ভেবে ঠেলবে ঘরের কোণে!!-
আমরা যারা বোকার হদ্দ, কথার আঁচে কান সেঁকি
কেউ বুঝিনা আসলে তো, এই দুনিয়ার সব মেকি!!!-