সেরে ওঠো শহর সেরে ওঠো জনজাতি
কবে আবার শোনা যাবে রাস্তায় শিশুদের কোলাহল
কবে আবার দেখা যাবে খেলার মাঠে ফুটবলের লড়াই
কবে আবার শোনা যাবে নদীর ধারে কবির গান
কবে শহর ফিরে পাবে আবার নতুন প্রান,
কবে ফিরবে প্রবাসী-রা তাদের নিজ ঘরে
কবে ফিরবে ভালোবাসার মানুষ তার চেনা শহরে
কবে সেজে উঠবে শহর আবারও তার রঙিন বেশে
কবে লড়বে দেশ জাতি-ধর্ম ভুলে একবেশে
কবে আবার খুঁজবে তারা বৃষ্টির মাঝে প্রেম আলাপ,
কবে কাটাবে মানুষ মন থেকে এই কষ্টের বিলাপ
কবে হবে আবার প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ
কবে আবার ফিরে পাবে শহর তার পুনর্জীবন।।
- সুপ্রমা🌼
-
আমার স্বপ্নপূরনের দেশ!
চেষ্টার হাল ছেড়ে দিলেই তো সব শেষ!
বহু পথ পেরিয়ে এলাম সমাধান করে অনেক ধাঁধা
আরো এগিয়ে যাবো লক্ষ্যপূরণের পথে যতই আসুক বাধা!
জানি স্বার্থ ফুরোলে কেউ থাকবে না পাশে।
তখন না হয় একাই হাঁটবো একাকীত্ব কে ভালোবেসে!
চেষ্টা না করে হার মানতে আমি শিখিনি
ভয় কে দূরে সরিয়ে, দুরত্বকেই করে নেব সঙ্গী!!
-
মা বলেছিল "আমি যতদিন বেঁচে
থাকবো তোর সব স্বপ্ন পূরণ করব"।
স্বপ্ন পূরণ,আমেরিকা থেকে
বাড়ি ফিরেছে কিন্তু 'মা' কোথায়?-
ম্যাগাজিনের কলার চেপে
চারটে সিগার মৌনমূক
কাব্য চষার অন্ধ ঋণে
লিনেন ছোঁয়ার আদিম সুখ।-
অনেক কেঁদেছো, এবার চোখের জল মুছো, করো স্বপ্নপূরণ
দেখো বলছে লোকে, "ছেড়ে যাওয়া তো কালেরই নিয়ম"।-
স্বপ্নরা সব সত্যি হলে,
কি মজাই না হতো...
মনের পাখি মেলতো ডানা,
স্বাধীন, ইচ্ছেমতো...-
মুঠোয় ভর্তি স্বপ্ন, আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা,
প্রস্তুত আজ ইচ্ছেরাও মেলতে রঙিন ডানা ।
ওরা বলেছিল,
স্বপ্ন হওয়া চাই মাটির কাছাকাছি , একদম মধ্যবিত্ত ,
তবু হারেনি জেদ , পৌছেছে ঠিক লক্ষ্যে ।।
-
নিজের স্বপ্নপূরণে বিফল মনোরথ গ্ৰামের মেধাবী মেয়ে অর্পিতা।
আজ দৃঢ় সংকল্পবদ্ধ মেয়ের মাধ্যমে পূরণ করবেই তা।-