ভগবান তুমি আমার, বড়ো করেছো বুকভরা স্নেহ ভালোবাসার সাথে ,
সন্তানকে এগিয়ে দিয়েছো ভালো খাবার, নিজে থেকেছো পান্তা -ভাতে !!
দশ মাস দশ দিন গর্ভে ধরে, সোয়েছো নানান রোগের জ্বালা।
অনেক হয়েছে আত্মত্যাগ, এবার তোমায় আগলে রাখার পালা।।
নাগাল পাবে না দুঃখ যন্ত্রণা, ভিজবে না আর চোখ ,
তোমার মুখের হাসি-ই আজ আমার স্বর্গসুখ।।
-
say it in front of me not behind it.
It's truely irritating... read more
আঁকা রয়েছে তোমার প্রতিচ্ছবি।
তোমার ঐ মিষ্টি মুখের হাসি
ওটা আমার বড্ড প্রিয়
আমি ভীষণ ভালোবাসি!
সবসময় যেন মনে হয়
তুমি রয়েছ আমার পাশে।
একসাথে কাটানো মুহূর্তগুলো
আজও আমার চোখের সামনে ভাসে!
মুখ ফুটে না বললেও,
জানি, তুমি খুব ভালোবাসো আমায়।
কোনোদিন ছাড়বে না আমার হাত!
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখবো তোমায়
সারাজীবন দিয়ে যাবো তোমার সাথ!
আর আমার অভিমান হলে,
ছেড়ে চলে যেও না !
বুকের মাঝে টেনে নিও আদর করে।
একসাথে রয়ে যাবো তোমায় আমায় মিলে!!
-
"পুরোনো ছবি ঝাপসা হয়ে আসে,
পুরোনো স্মৃতি বিলীন হয়ে
আঁকা রয়েছে মনের রঙিন ক্যানভাসে!
আজও সুখ খুঁজে পাই
তোমার নরম আলতো ঠোঁটে,
আজও তুমি ওতপ্রোতভাবে জড়িত
আমার জীবনস্মৃতিপটে!
নতুনের ভিড়ে পুরোনোকে ভুলেছো
আজ নেই তুমি পাশে,
তবুও আমার অবুঝ মন
শুধু তোমাকেই ভালোবাসে... শুধু তোমাকে !!"❤️-
অনুভূতির অন্তরালে সুখ খুঁজবো,তাই করেছি আজ পণ!
গহীন আঁধারে একাকীত্বকে সঙ্গী করে হেঁটে গেছি সারা রাত...
একবার সুখের খোঁজ পেলেই অবুঝ মন করবে বাজিমাত!
আলোআঁধারী খেলায় মেতেছে আজ মন,
খেলার মাঝে খুঁজে বেড়ায় একটু স্বস্তির নিঃশ্বাস সারাক্ষন!
ভালোবাসা আজ বিলীন, মনের মধ্যে জমে রয়েছে পাহাড় সমান অভিমান।
আঘাতের তীরে বিদ্ধ হয়ে অভিমানী মনের আজ হয়েছে "বদনাম"!!
-
এই পৃথিবীতে সবার অধিকার আছে স্বপ্নের মতো রাজপ্রাসাদে বাঁচার।
কিন্তু কিছু মানুষের সেই স্বপ্ন অপূর্ণ বা অধরাই রয়ে যায়।
রাজপ্রাসাদের বদলে তারা রাস্তার ফুটে গতর বেচে খায়!
কারণ সাধ থাকলেও তাদের সাধ্য থাকে না যে!!-
যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়
তাকে সাহায্যের জন্য ক'জন হাত বাড়ায়??
যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে বেরিয়ে পড়ে কাজে
তাকে কি আর ভালো পোশাক আর দামি জুতোতে সাজে?
শুনেছি শিশুরা নাকি সমাজ গড়ার কারিগর...
শুধু বিদ্যা কেন, অর্থের অভাবে তাদের জুটছে না ঘর!
কোথায় গেল তখন আমাদের বুদ্ধিদীপ্ত সমাজ?
কোথায় গেল বড় বড় নেতাদের লোক দেখানো কাজ?
পড়াশুনার বয়স যাদের, করছে তারা লজেন্স ফেরি
ওই ফুলের মতো শিশুগুলোর এটুকুই কি জীবনের বেড়ি??
আসলে আমাদের সমাজে চলছে এখন টাকা আর নেতাদের খেলা।
ওদের জীবনটাও আনন্দে ভরে উঠুক, জীবনে ফিরে পাক ছন্দ
আমরা তীব্র প্রতিবাদ করছি, করা হোক শিশুশ্রম বন্ধ !!-
বলছি, কারা যেন বলেন নার্সিং খুব সহজ, সবাই পারে !!
আরে মশাই পিঠপিছে কথা না বলে, সামনে এসে বলুন দেখি সাহস করে ।
নিজের জীবনের পরোয়া না করে, সেবা-ই যাদের কাজ ,
মানুষের সেবায় নিয়োজিত তারা, ত্যাগ করেছে ঘৃণা, ভয় আর লাজ !
গোধূলির মায়াবী আলোয় পাখিরা যেমন ক্লান্তি মাখা শরীরে বাসায় ফেরে,
তারাও ফেরে বাড়ি, নির্ঘুম রাত্রি জেগে অসুস্থ মানুষকে সুস্থ করে ।
কমিউনিটি ফিল্ড হোক বা ওয়ার্ড ডিউটি,
Period এর মারণ যন্ত্রণাকে সঙ্গী করেই এগিয়ে চলে তারা...
যদি বলি, patient রা কাদের জন্য সুস্থ হয়ে প্রাণোচ্ছল হাসি হাসে??
শুনুন মশাই, ডাক্তার এর পর কিন্তু নার্স এর কথাই আসে !!
-
আরে আরে সব গেলে কই??
আমার আদরের বন্ধু আর প্রিয় সই !!
দেখতে দেখতে অনেক গুলো দিন কেটে গেলো,
হাসি, কান্না, ব্যস্ততা সবকিছুর মাঝে আবার"Your Quote" ফিরে এলো!
শুরু করেছি নতুন জীবন, লিখবো আবার গল্পকথা....
চলে এসেছি আমি, আবার হবার হাসি, মজা, ঠাট্টা!!
চলো সবাই মিলে শুরু করি পুরোনো দিনের গল্প,
না থাক ! পরে কথা হবে, আজ আমি ক্লান্ত অল্প !!😉
-