Sonu Giri   (বোহেমিয়ান 🍁)
830 Followers · 53 Following

read more
Joined 6 September 2020


read more
Joined 6 September 2020
4 SEP AT 22:47

কিসের এত দুঃখ, কিসের এত ভয়?
যা কিছু ছেড়েছ তা তো তোমার নয়।

-


1 SEP AT 15:02

শুরুতে নেই, শেষটুকু জুড়ে ছিল সব
মানুষ ছিল ,কেন বানিয়ে দিলে শব?

-


1 AUG AT 22:16

আমরা ঠিক চায়ের মতন কেউ ভালোবেসে, কেউ ঘৃণায়, আর কেউ দুঃখে কিংবা অভিমানে পান করে!

-


27 JUL AT 14:44

জানি না কি নাম তার?
কোথায় বা তার আস্তানা??
খুঁজছে শহরের অলিগলি
২০ বছরের এক দিওয়ানা?

-


27 JUL AT 14:28

এটাই তো শেষ নয়
স্মৃতিরা বরাবর‌ই ভারী
বৃষ্টি থামার পরেও
লড়াই থাকবে জারি।

-


21 JUL AT 22:48

বলতে পারলাম না আর
রয়েই গেল মনে
স্মৃতি বলতে
একসাথে সেলফি পাইন বনে।

-


10 JUL AT 23:39

এমন কোন মেঘ আছে?
বৃষ্টি নামবে ঝমঝমিয়ে
ভাগ্য এমন,
পাওয়ার আগেই যায় হারিয়ে!

-


25 JUN AT 22:17

মস্ত বড় উঠোন তার, হাজারো শিউলি ফুল ফোটে
বন্ধু অনেক কাল হারিয়ে্ছে, এখন ছদ্মবেশী জোটে।

-


23 JUN AT 22:48

সেইদিন বললে না, Espresso na Amricano?
চাই শুধু , তোমার সাথে আজীবন কাটানো।

-


26 MAY AT 15:33

ভিজে যাওয়া জামায়, ঝরে পড়ে শিশিরের আয়ু!

-


Fetching Sonu Giri Quotes