তুমি যে আমার সেই ছন্দময় কবিতা
যা প্রতিদিন লিখি আমি একটু একটু যা আজও হয়নি সম্পুর্ন...
নয়ন যে চায় তোমায় বারবার দেখিতে
হৃদয়ও চায় তোমায় জানিতে,
তোমার অাসায় আমার কবিতা রঙিন
তোমার গমনে যে আমার জীবনই বে-রঙিন
তোমার আগমনে আমার সব ইচ্ছেরা স্বাধীন
তোমার স্পর্শে আমার ভালোবাসা চিরনবীন,
ভালোবাসা টুকু গুছিয়ে রেখেছি তোমার নামে
সবটুকুই রয়েছে পুরোনো সেই বেনামি চিঠির খামে,
তোমার মনের মাঝেই যে আমি পেতে চেয়েছি চিরকালের কারাবাস
কারণ তোমার মনেই যে আমার বসবাস।-
রাজনীতি আর ধর্ম ভুলে নিভুক রোষের আগুন...
সবাইকে আজ এক রঙেতে রাঙিয়ে দিক ফাগুন।
তোমার রঙ আর আমার রঙের ফারাক মুছে গেলে
দেখবে তারাও ফিরবে যাদের সাথেই তুমি ছিলে।।
-
💜💙💚💛🧡♥️
এবার রাঙিয়ে তোলো নিজের জগত,
যা আছে রং, সমস্ত টুকু ছড়িয়ে দিয়ে।
আর মুছে ফেলো যত ফ্যাকাশে কাগজ,
তোমার অন্দরে সব রঙিন তুলি নিয়ে।-
নামহীন সম্পর্ক গুলো অদ্ভুত কিন্তু সুন্দর!
মনের ক্যানভাসে, কেমন রঙিন হয়ে ভাসে!!-
রঙিন তুমি রঙের নেশায় ঠোঁট ছোঁয়ালে লিপস্টিকে
সাদাকালো দুনিয়ায় বর্ণান্ধ আমি রঙ ছুঁলোনা আমার চোখে
-
রঙ তুলিতে ভাসছে জীবন
নতুন রঙের খোঁজে
মনের কোণে রঙ লেগে যায়
সঠিক মানুষ পেলে
অন্য রকম রঙিন মন
তোমার ভাবনায় সারাক্ষণ
সাজিয়ে মনের রঙিন কোণ
দিয়েছ দোলা জানি না কখন
নতুন রূপে খুঁজছি তোমায়
হয় তো কখনো দেখা হবে নিশ্চয়-
এই শহরে বসন্ত এলে,
মন করে আনমনা।
নবপল্লব প্রাণ ফিরে পায়,
দিতে মোরে সান্তনা।।
এই শহরে বসন্ত এসে,
নীরবে জমায় ঝরাপাতা।
দিয়ে যায় রঙিন স্বপ্ন,
সাজাতে কবিতার খাতা।।-
নীলা আসমান পেঁজা তুলো মেঘ কাশের হিন্দোল
না শরৎ এখনও আসেনি
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা তবে কি
আবার বসন্ত এসে গেছে ?
কে যেন আবীর ছড়িয়ে দিলো সাঁঝের আকাশে
যখন অস্তাচলে রবি .....
Abir(raj) ✒
-
'নীল রং ছিল ভীষন প্রিয় '
তারপর আমার ম্যাসেজগুলোর পাশে শুধু নীল হওয়া দেখতে শুরু করলাম।
এখন আর নীল রঙ ভালো লাগেনা।-
যতদিন রঙ,
ততদিন ঢং।
রঙ গেছে চলে,
সবাই গেছে ভুলে।।
সময় বদলায়,
রঙ পাল্টায়,
দিন চলে যায়;
অপেক্ষায় আছি
যদি মন বদলে যায়।।
-