Ditika Mukherjee   (Ditika Mukherjee)
274 Followers · 15 Following

read more
Joined 6 August 2022


read more
Joined 6 August 2022
13 JUN 2024 AT 15:45

ঘনীভূত জলীয় বাষ্প, আদ্রতা মেপে শুধু ঝড় চেয়েছে আষাঢ়
জানে কি সেও, বৃষ্টি প্রিয়.. চাতক এখন ভালোবাসে তুষার!!

-


2 JUN 2024 AT 18:21

ভাবনার ফুলে শব্দের গেঁথে মালা
করেছি পালন কয়েক বিবাহ রীতি
আকাশকুসুম গহীন রাতে উলুধ্বনি দেয়
তাহলেও কেন অন্য কেউ তোমার শাশ্বতী?

তোমার নামের পরিধি জুড়ে অনাদি যুগের মায়া
হারাবো তোমাতে হঠাৎ আমার ঝরে যাওয়ার দিনেও
সংক্ষিপ্ত নিটল প্রেমকে এক নজরে দেখে
পাব লজ্জা, যতটা পায়না পাকাদেখার কনেও

কাব্য-কথায় আমিটাকে ঘিরে তোমার শেষ লেখা
বেদনার ঘরে সত্যি হঠাৎ আনন্দ দেয় ডুব
রক্ত-মাংসে তোমায় পাওয়ার সাধ্য আমার নেই
তবু জানুক কবিতারা‌, তোমায় ভালোবাসি... খুব

তোমায় ছোঁয়ার অনুভূতি শরীর জুড়ে আমার
শিহরণ জানে ভাবনার কত জোর...
প্রিয়সী তোমার মাঝপথেতে ছিনিয়ে নেবে যখন
রাখবো কপালে স্পর্শ ঠোঁটের সম্মোধনে, তোমাকেই মনচোর

-


31 MAY 2024 AT 19:05

ঝটকায় নিভুক টিমটিমে কেরোসিন শিখা
মেঘলা আকাশ ঘিরে ফেলুক পূব
সময়ের পূর্বে আঁধার ঘনিয়ে এলে;
ইচ্ছে করে... ইচ্ছে করে কান্না করি খুব।

বিপর্যয়ের খন্ড খন্ড আঁচড়
ঢাকতে আড়ালে চেয়েছি আঁধার ছুঁতে
ছেঁড়া চটি খোঁজেনি পথ‌ বৃথা;
স্তব্ধ মুহূর্ত মেলে কি শূন্যতাতে?

গুপ্তভাবে টোপা ফোঁটায় শীতলতা এনে
কালোর অতলে মিলিয়ে যাওয়ার চেষ্টা
সুনির্দিষ্ট ইচ্ছেরদল আতঙ্কিত হলে
গোঁজামিলেও আর মেলে না জীবনখাতার শেষটা

-


27 MAY 2024 AT 20:48

খাচ্ছে কুরে অনুভূতি অঢেল
আজও,
তোমার নামে শব্দবন্ধ ভীষণভাবে জ্বালায়
সঞ্চয়েরই ঘেরাটোপে প্রাপ্তি অনেক বেশি
তোমার বেহিসাবি 'ভালোবাসি' বলায়।

চেয়েছি গাঁথতে বরমালা
জানো,
দু' একটা ফুল টাটকা গুনেছি বসে
যোগসূত্রে গুলিয়ে গেছে হিসাব
অন্যকাউকে দেখে তোমার পাশে।

স্বপ্নগুলো এলোমেলো ভীষণ
শোনো,
শুধু রাতে নয় দিনেও তোমায় ভাবি
পরিস্থিতিতে বদলে গেলে মানুষ
বদলায় কি ভালোবাসার দাবি?

-


20 JAN 2024 AT 17:27

ছিঁচকাঁদুনে পাশবালিশটা আলগা খোপায় বেশ অভিমানী
জাপটে তাকে তোমার কথাই ভাবি
ইন্টারভালে চলচ্চিত্র শেষ হবে না জেনেই
জিজীবিষা আমার তোমার স্মৃতিজীবি

ঠিক কতটা দূরে গেলে কাছে আসা যায়!
আত্মদহনে প্রেমপিপাসা মেটে?
আহ্বান আমার ফিরিয়ে তুমি দিলে
হাহাকার কেন প্রতি রাতে আসে হেঁটে!

পেরিয়ে পাঁজর বুকের ভেতর তুমি
ডোপামিনের উৎস ছিলে জেনো
হঠাৎ তোমায় পড়লে ভাবি মনে
ভালোবাসি বলেও বাসলে না ভালো কেন?

-


18 JAN 2024 AT 20:01

পার করি রাত চুকিয়ে ভাবনা তোমার
অমানিশায় কপাল ছোঁয় না ঠোঁট
ধরতে গিয়ে ফসকে ফিরে দেখি
করেছো রুদ্ধ তোমার প্রেক্ষাপট

কাটা কাহিনি কাতরতায় কাতরায়
একটুকরো আঁকড়ে তোমার স্মৃতি
হোঁচট খাওয়ার ভয় কি পাবে আবার
যদি সদরদরজায় চৌকাঠই না রাখি...

প্রত্যাখ্যানের পর্ব পাঠের পরে
ভেঙে ঘর না হলে ঘরকুনো
তোমার তুমি বুক পকেটে নিয়নবাতি জ্বেলে
পারলে শীতার্ত বুকে আবারও বসন্ত এনো

-


16 JAN 2024 AT 10:15

মেপে দেখেছো কি আমাদের দূরত্ব ঠিক কতটা?
'পাশে তো আছি...' হঠাৎ এসে বলতে
তাহলে তুমি রাতবিরেতে পাশ ফিরে শোও যখন
তখনও কেন জ্বলে আমার বরণডালার সলতে!

এটাকেই কি আকুলতা বলে?
দিন কাটিয়ে রাত আসলেই মরি
প্রেম বিষয়টা অধরা আমার ‌হলে
কেন বারেবারে নোটিফিকেশন চেক করি !

হাজার একখান কাব্য লিখি তোমায় , দু'একবার হাতরে সত্যি খুঁজি
বলো, মৃত্যুদণ্ড ঘুমের হল‌ে ,প্রেমের হয় না বুঝি !

-


14 DEC 2023 AT 16:15

ভবিতব্যের সন্ধানে...

-


7 DEC 2023 AT 14:44

ভেসে চলে যায় না বলা কথা বৃষ্টি ভীষণ মনপাড়ায়
থমকে গেছি নিজেকে দেখে ভালোবাসার কাঠগড়ায়
পিরিত যখন যুক্তি খোঁজে আবেগ ঘসি গালের কোলে
কুড়িয়ে প্রমাণ আগলে রাখি শেষ স্বপ্নে তুমিই ছিলে

-


5 DEC 2023 AT 11:03

তোমার
অসময়ে দেদার বৃষ্টি, কাকভেজা শব্দ পিছন‌ ফিরে চায়
যদি পারো বলো
কোন যাদুবিদ্যায় তোমার ফ্ল্যাশব্যাক মোছা যায় !

আমার
প্রেম নিবেদনে অপরিপক্ক সাদামাটা অনুভূতি
খুলবে জট যবে
ওগো বিষমমাত্রিকের গল্পকার !.....
সেদিন কি সমমাত্রিকের কবিতা উপহার নেবে ?

-


Fetching Ditika Mukherjee Quotes