-
আবির 🕉️ 🔯💟
(✍ রুদ্রাক্ষ 🍁 সমুদ্র)
563 Followers · 69 Following
বই পড়তে, গান শুনতে, লিখতে খুব ভালো লাগে, এছাড়া adventure sports ,bike riding,swimming, t... read more
Joined 4 March 2019
29 SEP 2023 AT 19:44
মন খারাপী ভীষণ ঝড়ে ,
একটা সাঁকো দুলছে ,
অন্ধকার থেকে আলোয় ফেরার পথের মাঝে
দমকা হাওয়ায় নিমফুল ঝরে গেছে অবলীলায় ,
মনে পড়ে , বৃষ্টি ধোয়া স্নিগ্ধ তোমার ভেজা চোখ
জোনাক আলোয় ভেজা আমার নিথর শরীর , পায়না
খুঁজে তোমার আঁধার মনের তল
অন্ধকারে আদরে জড়িয়ে ধরে দুটো ফিস ফিস ,
একটা জীবন অন্ধকারে নিঃস্ব হতে ফুরায় ,
ব্যস্ত তুমি দূরত্ব বাড়িয়ে নিতে ,
কালিন্দী দিয়ে বয়ে যায় অথৈ বিরহ জল
আবির ✍️-