Tanmoy Barman   (তন্ময় বর্মন)
38 Followers · 3 Following

Joined 19 May 2017


Joined 19 May 2017
28 MAR 2021 AT 9:15

রাজনীতি আর ধর্ম ভুলে নিভুক রোষের আগুন...
সবাইকে আজ এক রঙেতে রাঙিয়ে দিক ফাগুন।
তোমার রঙ আর আমার রঙের ফারাক মুছে গেলে
দেখবে তারাও ফিরবে যাদের সাথেই তুমি ছিলে।।

-


15 DEC 2021 AT 22:11

দেখেছি আমি আকাশ বাতাস সমুদ্রতে খুঁজে 
কেউ বোঝেনি কোথাও শুধু পাহাড় আমায় বোঝে 
পাহাড় আমায় স্বপ্ন দেখায়, নিজেকে খুঁজে পাই 
উপত্যকায় দাঁড়িয়ে আমি পাহাড় হয়ে যাই. . .

-


20 OCT 2021 AT 15:59

মানুষেরই মাঝে ঈশ্বর, সেই ঈশ্বরে মন মাতুক
সবার বাড়ির লক্ষ্মী ভালো থাকুক. . .

-


1 AUG 2021 AT 21:33

দূরত্বরা ভয় দেখালে "বন্ধু কোথায় তোর"
আমি বলি সবাই আছে এমনই মনের জোর

সবাই এখন ব্যস্ত ভীষন নিজের মতো ক'রে
তবুও জানি, 'সবার কথা সবার মনে পড়ে'

হয়তো সবাই কথাও বলে নিজের মনে মনে
বন্ধুরা তো মনের মানুষ মনের কথা শোনে

দু চোখ বুজে আজও যখন হাত বাড়িয়ে চাই
বন্ধুদের হাতের ছোঁয়া আগের মতই পাই

সবাই বলে আগের মতই "বন্ধু পাশে আছি"
দৃশ্য থেকে দূরে, তবু মনের কাছাকাছি ...

-


16 APR 2021 AT 1:12

নতুন বছর নতুন সব‌ই এমন‌টাই তো চাও
বুকের ভিতর তবুও যেন ধ্বংসের ভয় পাও
তুমিও জানো দিন-রাত্রি-সময় এক‌ই আছে
আসল কথা মন এভাবেই সান্ত্বনা‌তে বাঁচে
তাইতো সবাই সবটা জেনেও উৎযাপনে ভাসে
হঠাৎ যদি সত্যি করেই নতুন দিন আসে. . .

-


8 MAR 2021 AT 13:54

তোমার ডাকে মিষ্টি হেসে কাল যে দিলো সাড়া 
সময় তাকে আজকে হঠাৎ করলো শব্দহারা 
সময় জানে হিসেব-নিকেশ উচিত-অনুচিত 
মৃত্যু এসে বুঝিয়ে দিলো জীবন অনিশ্চিত।

সবাই আছে সবাই থাকে তবুও মন খোঁজে 
মৃত্যু কত নিষ্ঠুর শুধু কাছের মানুষ বোঝে 
দুঃখ-কষ্ট সবাইকে ছোঁয় বিষন্নতার দাগে 
কেউ ভুলে যায় মুহূর্তে, কারো সারাজীবন লাগে. . .

-


5 MAR 2021 AT 12:37

ডাকলেই তুমি আমার সাড়া পাও
তাই বুঝি এত সহজলভ্য আমি ?
মাঝে মাঝে ভাবি হারিয়ে যাওয়াই ভালো
বুঝবে তখন অতীত কতটা দামি !

আমরা বাঁচি সময়ের বিনিময়ে
আরো কিছুটা ভালো থাকবার ঋণ,
কিছু মানুষের মূল্য অপরিমেয়
সময় থাকতে বুঝলে না কোনোদিন. . .

-


26 FEB 2021 AT 20:25

তোমার আমার মেলেনা কতকিছুই
তবুও কেমন নিজের মনে হয়
বৃথাই ভাবি, এই বুঝি মিল হবে...
তোমার আমার সময় এক নয়।।

-


4 FEB 2021 AT 7:06

জীবন শেখায় নিজের মতো, তাইতো এমন শিক্ষা দিলো
দু'জন ভালো থাকবে ব'লে বিচ্ছেদ‌টা জরুরি ছিলো. . .

-


30 JAN 2021 AT 21:08

সুখের গতি অস্থির খুব, পারলে তাকে থামিয়ো
ফুরিয়ে গেলে সময়, জেনো ফুরিয়ে যাবো আমিও ...

-


Fetching Tanmoy Barman Quotes