মন বোঝার দায় নেই তার
নেই বিশ্বাসে থাকার অঙ্গীকার
মিথ্যের সাথী কেবল তার
মনে নিজের প্রতি অহংকার
বাড়ি গাড়ি ঠুনকো সবই
চরিত্রের দাম বরাবর
বোঝাপড়ায় কেটে যেতো
থাকতো যদি চরিত্রের ধার— % &-
পাহাড় আর নদী খুব খুব খুব পছন্দ
কখনো সুযোগ হলে ঠিক হারিয়ে যাবো... read more
ভালোবাসার বাহুডোরে
মান অভিমান সব ভুলে
নিজের কাছে আপন করে
জড়িয়ে নিলে আবার
মায়ার বাঁধনে আলতোভাবে
আঘাত সব সরিয়ে দিয়ে
মনের গভীর স্বস্তি যেন
খুঁজে পাই তোমার বাঁধনে
জড়িয়ে নিলে আবার
ভালোবাসার অনুরাগে-
নতুন পথে চলতে গিয়ে হাতে হাত রেখো
স্বপ্ন যত বোনা মনের খাতায় তোমার নামে
পূরণ করার অঙ্গীকারে থেকো আমার পাশে
আবদার শুধু তোমার কাছে ভালোবাসার সাথে
মনের খাতায় লিখো শুধু আমার নাম অনুরাগে-
চায়ের কাপ, নলেন গুড়,সরষে ফুলের আভায়
নতুন দিন নতুন স্বপ্ন বাঁধে মন আশায় আশায়
মিঠে রোদে মিঠে আলো অগাধ ভালোবাসায়
-
নতুন পথের দিশারী হয়ে
প্রাণোচ্ছ্বল নতুন জীবন পেতে
আঁধারের মায়া কাটিয়ে উঠে
নতুন করে বাঁচতে শেখাতে
তুমি থেকো পাশে হাতে হাত রেখে
পাশে থেকো চরম মন খারাপের দিনে
তোমার ছোঁয়ায় স্বস্তি নিয়ে ঠিক
কেটে উঠুক সকল মন খারাপি আঁধার-
তোমার আবেগ, অনুরাগ,ভালোবাসা মেশানো
নতুন করে স্বপ্ন দেখে ভালোবাসার রঙে রাঙানো
একটা গোলাপ এনো
মন মাতানো একগুচ্ছ উচ্ছ্বাসের সাথে নতুন ছন্দে
লাল রঙের আভায় তাকে ভালোবেসে আনন্দে
একটা গোলাপ এনো
আমার ভালোবাসার রঙে তাকে আরো রাঙাতে
বিশ্বাসের এক নতুন ছোঁয়ায় নতুন করে ভালোবাসতে-
দৃষ্টির আড়ালেও এড়ানো দায় তোমার রূপ
ভালোবাসার প্রতীক তুমি প্রকাশ্যে এক স্বরূপ-
মেয়ে মানে নিজের সর্বস্ব দান করার এক প্রতিরূপ
মেয়ে মানে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মুখ
মেয়ে মানে নিজের আনন্দ সুখ সখের বিসর্জন
মেয়ে মানে হাজারো আবদারের বারণের ক্ষণ
মেয়ে মানে সবার আনন্দ ইচ্ছে পূরণ করার যন্ত্র
মেয়ে মানে সর্বত্যাগী এক অনিচ্ছার বিরূপ-
অপলক চেয়ে থাকা তোমার চোখে
নতুন করে স্বপ্ন দেখা তোমার সাথে
হাসির ঝলকে এক অদৃশ্য টান রেখে
হারিয়ে যাবো তোমার অচেনা পথে-
সময় যেন সেকেন্ডের কাঁটা
ছুটছে অবিরত
থামার নেইকো তাড়া
নেই ফেরানো পিছুটান-