সময় ;
সবসময়
স্ব-মহিমায়।-
সেকেলে- গোঁয়ার প্রানী
মানুষের মতো চেহারা।
।। শীতের জন্য লেপ, গরমের জন্য কম্বল ।।
"আশি তে আসিও না" বলেও বাঙলি "আসি" বলেই বারবার ফিরে আসে। বাঙালির মজা এটাই, বাঙলা ভাষার আনন্দ এই ফিরে আসাতেই থাকে। যাইহোক, প্রতিবছরের মতো ফেব্রুয়ারি'র বিদায়ের সাথে সাথে লেপ-কম্বল আমাদের নজর থেকে বিদায় নেয়, মানে বিদায় করে দিই আমরাই। এই লেপ বিদায় পর্ব অনেকটা এয়ারপোর্টে -স্টেশন থেকে প্রিয়জন বিদায়'র মতো, এই বিদায় পর্বে ফিরে আসার অলিখিত চুক্তি লুকিয়ে থাকে। ভালো -খারাপ, আনন্দ -দুঃখ, ঝলমলে দিন- বিষাদময় দিন, শীতের দিন এর গরম- গরমের রাতের শীত যেন সময়ের সাথে সাথেই "আসি" বলে বারবার ফিরে আসে এভাবে, এভাবেই ফিরে আসবে।
কখনো সময়ের সাথে দূরে সরে যায় এমন অনেককিছু, আবার অনেককিছু সময়ের দাবি মেনেই দূরে সরিয়ে দিতে হয়;
শীতের লেপের মতো, গরমের কম্বলের মতো।-
ছোটো শহর।হালকা শীতের সন্ধ্যা। পছন্দের রাস্তা। একা-একা সাইকেল।প্রিয় সোয়েটার। কোনো কাজ ছাড়াই এদিক-ওদিক অল্প ঘোরা। পছন্দের দোকানের প্রিয় মোমো। তারপর আরেকটু দূরে পছন্দের দোকানের চা। অল্প অল্প করে রাস্তায় ভিড় কমছে। বাড়ি ফেরার আগে ফোন করে নেওয়া, দোকান থেকে দরকারের কিছু নিয়ে যেতে হবে নাকি। বাড়ি ফিরে চুপচাপ বসে আবার নিজের কাজ করা। সন্ধ্যা শেষ। রাতের শুরু। রাত শেষ হবে।আবার নতুন দিন হবে; একদম নতুন একটা দিন। নতুন ভাবে শুরু হবে;একই ভাবে হয়তো শেষ হবে।
প্রত্যেকটা দিন একটা নতুন করে জীবন উপহার দেয়। দিন ফুরালে উপহারের মজা শেষ। আবার নতুনভাবে উপহারের অপেক্ষার শুরু। সত্যিই,কিছু কিছু অপেক্ষা বড্ড সুন্দর।
-
ব্যস্ত জীবন, ব্যস্ত সময়
সময় কোথায়? সময় নষ্ট করবার।
তাই তো নষ্ট- নস্টালজিয়াকে দূরে সরিয়ে রাখি
অভিনয় করি,আবেগহীন জীবনে বেঁচে থাকবার।।-
সে অনেককাল আগের কথা, তখন ' আমরা' বলতে আমি সহ অনেককে বুঝতাম। এখন তো সেটা আমি ও তুমি এর মিলিত বচন হয়ে গেছে।
-
সঙ্গ দিলেই সঙ্গী হওয়া যায় না;
ঠিক তেমনি, পাশে থাকলেই সাথে থাকা হয়ে ওঠে না।
-