Love to create memories, last forever :)
-
রাখী পূর্ণিমার বন্ধনে,
আনন্দে মাতে ভাই বোনে।
প্রিয়জনের হাতে বেঁধে রাখী,
পূর্ণ হয় সকল আঁখি।
মৈত্রীর বন্ধন থাক অটুট আজীবন,
ধর্ম-বর্ণ সমন্বয়ে মিলনের এই বাঁধন।
জানাই তোমায় শুভেচ্ছা ও অভিনন্দন,
গৃহ হয়ে উঠুক আনন্দ নিকেতন।-
আগামীর দিন,
এখনও রঙিন!
নতুন স্বপ্ন সাজায়।
অসীম আকাশ,
আলো চারিপাশ!
মুক্তির বাঁশি বাজায়।-
এই শহরে বসন্ত এলে,
মন করে আনমনা।
নবপল্লব প্রাণ ফিরে পায়,
দিতে মোরে সান্তনা।।
এই শহরে বসন্ত এসে,
নীরবে জমায় ঝরাপাতা।
দিয়ে যায় রঙিন স্বপ্ন,
সাজাতে কবিতার খাতা।।-
বেনামী হিসেব, নীল আকাশে,
তৃষ্ণার জল, উষ্ণ আবেশে।
নিঃশ্বাসের তালে, শান্ত ঢেউ,
স্নিগ্ধ স্পর্শে, আবেগী কেউ।
গোধুলী এলে, হৃদয়ের সুবাসে,
মুহূর্ত কাটে, তাকে ভালোবেসে।
পাহাড়ী প্রেম, আর্দ্র বিকেলে,
স্নেহের চুম্বন, চোখের কাজলে।-
Self-confidence is the way of life,
Be confident and always try
to spread positivity to others!
-
স্বাধীন তুমি, স্বাধীন আমি,
বুকে স্বাধীন চেতনার বল।
উড়ছে আবির, উড়ছে তিরঙ্গা,
আসমুদ্রহিমাচল।
এ আমাদের এমন এক দেশ,
হিন্দু-মুসলিম-জৈন।
ধর্ম-বর্ণ-জাতের উর্ধ্বে,
সকলে ভারতের সৈন্য।
ভারতবর্ষ তোমাকে,
জানাই আমি সেলাম।
শত শত বীরের রক্তে,
তুমি আজ মহান।।-
খামখেয়ালী ভাবনা যত, রংবেরংয়ের স্বপ্নলোক,
গোধূলির আলো আসছে কমে, এবার নাহয় সন্ধ্যা হোক।।-
দূর দিগন্তে সূর্য উঠছে আকাশে।
হাসছে নয়ন তোমার নামের শেষে,
স্বপ্ন যেখানে বাস্তবে গিয়ে মেশে।
বইছে নদী এগিয়ে চলার টানে,
স্রোতের আবেশ ছন্দ তোলে প্রাণে।
ডাকছে পাহাড় হারিয়ে যাওয়ার ইশারায়,
ঝর্নার কলরব ধ্বনি তোমারি আস্কারায়।
হারাচ্ছে এ মন মেঘের অন্তরালে,
আনমনে ভাসে রঙিন ডানা মেলে।।-
তুমি না থাকলে থমকে যায় যারা,
অন্ধকারে হাতড়ে বেরায়, দেয় নাকো কেউ সাড়া;
তুমি তাদের আগলে রেখো, আলো।
হতাশার জালে ঢেকেছে যারা মুখ,
ধূসর আকাশ, জীবনযাপন, আঁধারের বুকে খুঁজছে সুখ;
তুমি তাদের আগলে রেখো, আলো।-