মন কুঠুরিতে অবহেলার চোরাবালি দেয় করে প্রায়শই শব্দহীন।
জীবনের মরুভূমিতে ভালোবাসা, মরীচিকা ন্যায় অস্তিত্বহীন ।।-
মরীচিকা
-----------
তোর হৃদয়কে কেবলমাত্র আমার অট্টালিকা কল্পনা করে,লিপ্ত হয়েছিলাম আমি প্রেমের বন্ধনে,
সবসময় মুকিয়ে থাকতাম ওই অট্টালিকার সন্ধানে।
কিন্তু ধীরে ধীরে চোখের ওপর থেকে সড়ে গেল ধোঁয়াশা,
কাছে আসতে সত্যিটা হলো আরো স্পষ্ট,
তুই পরিষ্কার জানিয়ে দিলি যে আমার সাথে কাটানো মুহূর্তগুলি তোর কাছে ছিল কেবলই সময় নষ্ট।
বুঝেছি, তোর হৃদয়ে আমার জায়গা ভেবে হয়েছিল আমার ভ্রম,
আরো অনেক মেয়েকে জায়গা দিতে গিয়ে আমার ক্ষেত্রটা হয়ে গিয়েছিল অনেকটা কম।
সেই বিশেষ দিনে তোর হাতের স্পর্শ পাবেনা আমার অনামিকা।
কারণ তোর হৃদয় ছিল এক বিশাল মরীচিকা।-
সব প্রতিফলন সত্যি নয়, কিছু প্রতিফলন মরীচিকা ও হয় ।
তাই কিছু সময়ের নীরবতার মানে নীরবতাই মেনে রয় ।-
অনুভূতিরা দিগন্তের সন্ধানে ছোটে,
দিগন্ত অন্য দিগন্তের অভিমুখে ধাওয়া করে।
সবটাই কেমন অভিসন্ধি আর ধাঁধা মনে হয়!
মরীচিকার ফন্দি আঁটা শহরে তনছিট তুমিও!
অনুভূতির আলেয়া আক্রান্ত পথিক তুমিও!
মিথ্যে খোঁজো শিহরণ জাগানো অন্ত্যমিল!
-
স্মৃতির পথে দিয়েছি পাড়ি,বাস্তবতার হাত ধরে।
আমার স্মৃতির ভাঁজে সন্তর্পণে,আজও আগলে রেখেছি তাকে,
মরুর বুকের মরীচিকা জেনেও আজও খুঁজে মরি ধূসর প্রান্তরে।-
যদি তুই চাস, তোর আকাশে এঁকে দিতে পারি মায়াবী নীহারিকা,
তোর ইশারায় তিলোত্তমার বুকে সাজাতেই পারি শব্দের মরীচিকা...-
বাঁধছে মন ,
অতীত এড়ানোর চেষ্টায়।
শুষ্ক মরুতে জলের আসায়,
ভাবছি আমি মরিচীকা আছে শেষটায়।-
সব ভাঙন'ই সশব্দে নয়, কিছুকিছু ভাঙন নিঃশব্দেও হয়;
দেখো যার ভেঙেছে হৃদয়, তার ভাষার নীরবতা কতটা নিরুপায়।-
মরীচিকার পিছনে ছুটেছি শুধুই
তৃষ্ণার্ত আমি জলের আশায় ,
বালির চরকে জল ভেবে ছুটছি নেশায় ।-
জীবন প্রেম-মরুভূমির দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ,
জীবন এক জলদস্যু-কে দিয়েছে তার মন।
জীবন মরীচিকা-র পেছনে ছুটে যায় বারবার...
জীবনের সত্যিটাকে মেনে নেয় নি একবার।।-