sayika das  
716 Followers · 82 Following

Joined 17 January 2020


Joined 17 January 2020
13 JUL 2022 AT 0:08

Apno k bhes mein
har koi apna nhi hota
Akshar saccha pyar krnewalo ko hi
pyar mukammal nhi hota.

-


6 JUL 2022 AT 10:12

অন্ধ কবি, শ্রান্ত রবি
জল ছবি আঁকে মনের তটে
কৃষ্ণ বরণ, বিপদ হরণ
রক্ত ললাট তিলক কাটে।
ভাঙছে শরীর, নোনতা জলে
পুড়ছে হৃদয় বিষাদ অনলে।
গাইছে মাঝি মাঝ দরিয়ায়
ফিরিয়ে নে লালন তোর দুয়ারে
স্তব্ধ সকল ফন্দিফিকির
ঝাড়ফুঁক ও ম্যাজিকবাজী
স্বজনহারায় শোকস্তব্ধ
বিদ্রোহী আজ নির্বিবাদী।

-


2 JUN 2022 AT 23:00

Mana ki harr mohabbat mukammal nhi hota,
Magar dil todna hi hai
To dil Lagate kyu ho...

-


21 MAR 2022 AT 11:14

তুমি ঐ নীল নীলিমায় মিশে থাকা মেঘবালিকা
ঝিমিয়ে আসা জলধির প্রাণোচ্ছল ঢেউ,
কোনো এক শ্রাবণী সন্ধ্যার হিমশীতল বারিধারা
আমার আমির খুব সে আপন কেউ।

দেখা হয়েছিল সেদিন
আবিরে রাঙা প্রাঙ্গণে
নীল পাঞ্জাবিতে তোমায় মানিয়েছিল বেশ।
আমি দুচোখ ভরে শুধু
দেখছিলাম তোমার হাসি
সে যেন রূপকথার কোনো মায়াবী আবেশ।

চারিদিকে মুখরিত সেদিন বসন্তের ডাক
কোকিলের কাকলী আর লাল পলাশের স্পর্শ।
তোমারো আঁখির মোহের কাছে এসকল‌ই ছিল তুচ্ছ
ক্ষণে ক্ষণে প্রমাণ দিচ্ছিল আমার পুলকিত হর্ষ।

-


23 JAN 2022 AT 8:39

তোমার উদ্দেশ্য, আমার আদর্শ হোক।
তোমার নীতি, দেশের গর্ব।
তোমার স্মৃতিতে আজ‌ও সিক্ত আঁখি যুগল মোদের,
তোমার নিরুদ্দেশে মোরা আজ‌ও বিমর্ষ।

-


17 MAY 2021 AT 8:38

অভাবের কাছে মাথা নত করে
স্বপ্নেরা আজ মেনেছে হার।
ক্লান্ত শ্রমিক আজ বাঁচে পথিকের পরিচয়ে
চোখের সামনে মহামারীর হাহাকার।
চূর্ণ হয়েছে কত শত দর্প আজি,
ধুলোয় মিশেছে যত ছিল অহংকার।

যত্রতত্র জ্বলছে চিতার সারি
স্তূপীকৃত প্রতি মৃতদেহে আছে লেখা
কত সহস্র পরিবার হয়েছে ছারখার।

-


10 JUN 2020 AT 14:43

Like water is another name for life,
Love is another name for abandonment.
All those loves gain immortality,those who Know how to selflessly give up for each other.

-


17 JAN 2022 AT 21:41

दिल की भड़ास,
जबां के बदले कलम से निकालते हैं जो।

-


17 JAN 2022 AT 18:23

বেলা শেষে তুমিও কি তবে চাইছো যেতে ফিরে?
এই ক্লান্ত অবশ মেঘলা দিনে আদূরে মায়া ছিঁড়ে!

-


16 JAN 2022 AT 23:56

I see you in my dreams but not in my life.
I see you in my pain but not in my smile.
I am broken, wandering in false happiness.
I'm afraid to fall to pieces.
I thought your negligence was love.
And today you are neglecting my love!

-


Fetching sayika das Quotes