Shipra Mukherjee   (রুণু)
567 Followers · 155 Following

দ্যোদুল্যমান জীবনে নিজকে ভালো রাখার দায়িত্ব নিজের।
Joined 24 June 2019


দ্যোদুল্যমান জীবনে নিজকে ভালো রাখার দায়িত্ব নিজের।
Joined 24 June 2019
13 MAY 2022 AT 12:25

আমি অনেক দিন পর আবার এলাম
তোমাদের সবার সাথেই মিলতে।
সকলেই থাকে মোর চোখের আড়ালে
তাই, চাই চোখের কাছেই রাখতে ।

-


27 JUL 2021 AT 14:36

আমার মনটা যে আজ ছন্নছাড়া
কোনো বন্ধনের নেই ভয়,
যে ভালবাসা আমি সত্যি ভেবেছি
দেখি তারি হলো পরাজয় ।

-


20 JAN 2021 AT 18:25

বহুদিন ধরে মনের গভীরে ছিলো
মোর কবিতা লেখার আশা ,
সেই কবিতা লেখায় থাকবে তুমি
আমি থাকি সেই ভরসায় ।
কালি ও কলমের যাদুতে যায়না
লেখা,যদি না থাকে মন ,
কেমনে ছন্দে সাজাই কবিতায়
শুধুই ভাবছি সারাক্ষণ ।
তুমি ও আমি থাকবো কবিতায়
এইটুকু মোদের চাওয়া ,
সবার মন জুড়ে থাকবো কবিতায়
এটাই হবে হৃদয় জুড়ে পাওয়া ।

-


30 SEP 2020 AT 12:50

মস্তিষ্কই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের
মধ্যে মূল্যবান এক রত্ন ,
হৃদয় ও শরীরের একটা কোমল
অঙ্গ সবে করি তারে যত্ন ।
মস্তিষ্কের বুদ্ধি যেমন পারে সমস্ত
দিক সামলে নিয়ে চলতে ,
কোমল হৃদয় ও পারে তার সকল
ভালবাসা দিয়ে সব ভরাতে ।
মস্তিষ্ক মোদের কাছে যদি হয় সোনা
হৃদয় ও তেমনই হয় রূপক ,
তাই আমরা মনে মনে জানি দুটোই
একে অপরের পরিপূরক ।

-


25 SEP 2020 AT 21:56

জীবনের জলসাঘর সাজিয়ে নিই
শুধু সুরের ডালি দিয়ে ভরিয়ে ,
সুনীল আকাশের সুদূর নীহারিকা তাই
মনে আলোক রশ্মি দেয় ছড়িয়ে ।
আমি আমার ভালোবাসা খুঁজে পেলাম
হিয়ার মাঝে লুকিয়ে থাকা ফুলে ,
আমার ভালোবাসা ভরাডুবি হয়ে গেলো
আমারি নিজের মস্ত ভূলে ।

-


1 MAY 2020 AT 11:36

বিশ্বাস অবিশ্বাসের দোলায় দোলে
এই জীবনের পারাপার ,
বিশ্বাস না থাকলে জীবনটাই হয়
বড় বিষময় একাকার ,
বিশ্বাসে কেউ হানলে আঘাত,সবই
হয়ে যায় ছারখার ,
বিশ্বাস কথাটা ভীষণ ঠুনকো,তাই
ভাঙ্গলে ভাঙ্গে সংসার ,
প্রবাদে আছে,বিশ্বাসে মিলায় কৃষ্ণ
তর্কে বহুদূর ,
বিশ্বাস অবিশ্বাসের ঝড় থেমে গেলে
বাজবে নতুন সুর।

-


25 APR 2020 AT 19:58

তুই যে আমার ফুলের মতো
মধুর মতো মিষ্টি ,
তুই সোনা মোর বুকের মানিক
অপরূপ এক সৃষ্টি ।
তুই বিনা মোর জগৎ অন্ধকার
তুই যে চোখের আলো ,
আমি তোকে ঘিরেই স্বপ্ন সাজাই
তোকেই বেসে ভালো ।
তোর হাঁসিতে মুক্ত ঝড়ে, কাঁদলে
আমার বুকটা পোড়ে ,
তুই সোনা মোর বংশ প্রদীপ,তাই
তোর সাফল্যে মনটা ভরে ।

-


2 APR 2020 AT 11:39

যখন নিত্য বাঁচার লড়াই চলে
বন্দী থেকেই ঘরে ,
আসে পরোয়ানা হবে জরিমানা
রাস্তায় বেরুলে পরে ।
আমরা সচেতন,করি তা পালন
মুখেতে ফোটেনা কথা ,
করোনা আতঙ্কে কেউ না মরে
এই নিয়ে মাথা ব্যথা ।
একে অপরকে সচেতন করি,মেনে
নিয়ে সব বারণ ,
কেমনে কাটবে আগামী দিন গুলি
তাই, সদা থাকি সচেতন

-


12 MAR 2020 AT 21:51


আমাকে রেখো তোমার কবিতায়
ভালবাসার লাইনে ভরে ,
আমাকে রেখো তোমার কবিতায়
প্রেমের প্রতিটা ছন্দ করে ।
আমাকে রেখো তোমার কবিতায়
প্রতিটি পাতায় পাতায় ,
আমাকে রেখো তোমার কবিতায়
অন্তরের লেখা খাতায় ।
আমাকে রেখো তোমার কবিতায়
চিরতরে করে বন্দী ,
আমাকে রেখো তোমার কবিতায়
চিরকালের হয়ে সঙ্গী ।

-


8 MAR 2020 AT 15:00

আমি হাজার কষ্ট মুখ বুজে সই
জানি হয়ে পরধীন ,
এমন সুদিন কি আসবে কখনো
নারীরা হবেগো স্বাধীন ।
ভয়ে ভয়ে থাকি রোজ সংসারে
আছে স্বামীর অত্যাচার ,
কোনো প্রতিবাদ পারিনা করিতে
দুবেলা খেতে হয় মার ।
আজ সময় এসেছে এগিয়ে এসে
নারীরা করো প্রতিবাদ ,
অবলা না থেকে নিজ অধিকারের
পাও,জীবনের সব স্বাদ।
আকাশ টাতো খোলাই আছে,দেখো
মেলতে পারো কি ডানা ?
আজ নারী রাও সবে হবেগো স্বাধীন
তারা শুনবেনা কারো মানা ।

-


Fetching Shipra Mukherjee Quotes