বিপদের সময় মানুষের আসল রূপ চেনা যায়। বিপদ, আসল আর নকল মানুষকে চিনতে শেখায়। বিপদ মানুষকে অনেক রকমের শিক্ষা দেয়। বিপদ মানুষকে শারীরিকভাবে ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে।
-
ওহে ঝড়, সামলে নিও তুমি নিজেকে,
ভেঙে দিয়োনা আর এই দুস্থদের ঘর।
কালের রথচক্রে চিরকাল তারা;
ঘরে থেকেও হয়ে যায় যাযাবর।
ওহে ঝড়, সামলে নিও তুমি নিজেকে,
কেরে নিওনা আর তাদের অন্ন।
সকলের অন্ন জোগান দিতে;
প্রায়শই তারা থেকে যায় নিরন্ন।
ওহে প্রলয়, সরিয়ে নিও তুমি নিজেকে,
হারাতে দিওনা তাদের পরিবারকে আর;
ওহে প্রলয়, দূরে রাখো আজ তোমার এ আঁধারকে,
ফিরিয়ে দিও তাদের সামান্য অঃশুমালীর সম্ভার।-
বন্ধু খুঁজতে গিয়ে, পাই শুধু বিশ্বাসঘাতকতা
বিপদ এলে, এই লাল সুতোয় হয় যেন রক্ষাকর্তা।
মা বিপত্তারিণী ♥️🙏🏿-
চারিদিক থেকে বিপদের হানা, তবুও হাল ছাড়বো না বন্ধু!
বাঁচবার আশা বাঁচিয়ে রাখবো, দিয়ে শেষ রক্ত বিন্দু!-
কিছু আর বলার মতো নেই.
শুধু এইটুকুই চাইবো যে ঝড়ের সম্মুখীন হয়েছি আমরা সেই ঝড় যেন আর যাই করুক করোনাকে সঙ্গে করে নিয়ে যায়. 😪-
|...........জন্মদাগ............|
'শিশিরের বুকের বাঁ পাশে তার জন্মদাগ
এই দাগের পাশাপাশি ঘটল তার প্রিয়তমার মরণদাগ
ফাঁদে বিফাঁদে জড়িয়ে পড়লো একটা কাঁটা দাগ'.......
শীতল মরূথরের জলবায়ুর ফোঁটা বিন্দুতে তাপ যেমন অদমনীয়!
উত্তপ্ত লাভার ন্যায় চোখ ছলছলেও শিশিরের শেষ রক্ষার্থ ভাসনীয়।
রাত ৮টা, চলছে গাড়ি নিঃসম ,,,
টেরা কাঁটা কয়েকটা মাথা গাড়ির কাচে;
আর তপ্ত ভাষা অবিরম|
পাকে বিপাকে জড়িয়ে গেল প্রিয়তমার কোমল দেহ,
শিশিরের দগ্ধ চোখ, অবহেলিত শক্ত শরীর মিশে গেল কোমলে, রাস্তা শূন্য, নাইকো কেহ.......
"জন্মদাগ" জনমেরই দাগ, এই দাগ অস্তিত্ব;
ছিঁড়েখুঁড়ে শেষ হলো::বিদায় নিলো একটি চিত্ত....!!-
আড়াল করে রেখেছো আমায় সকল আঘাত থেকে,
শত বিপদে রক্ষা করেছো নিজের বুক পেতে।
আমার সুখ-দুঃখের ভার নিয়েছো তুমি,
ইহকাল পরকাল তোমাকেই মেনেছি আমি।
তোমার যা কিছু আমাকে দিয়েছো সব ই,
আমি দিলাম ভালোবাসা এক পৃথিবী।
-
প্রজার ঘরে বিপদ-ভীষণ,সম্মুখে তার মৃত্যু ছোবল,
খায়খেয়ালী দেশের রাজা, গল্পো শোনায় আবোল-তাবোল।।-
ছোঁয়াচে রোগ গুলো
আশেপাশে ঘোরাঘুরি করছে...,
একটু দুর্বল হলেই আক্রমণ করে!
মন সতেজ করা চাই...
নইলে বিপদ সংকেত নামে
উর্বর সেই জমিনে,
সুযোগ বুঝে আক্রমণ করে দেয়।
অনায়াসে ছোঁয়াচে রোগ গুলো
বসত গড়ে...
ভয়ংকর রূপ নেয়
তাণ্ডব বাড়িয়ে দেয় সমান্তরালে...।
-
ক্ষমতালোভী মানুষরা মাঝে মাঝে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে।
-