SK RAJJAK  
297 Followers · 42 Following

Joined 25 July 2020


Joined 25 July 2020
30 OCT 2024 AT 10:54

একদিন আমি আর আত্মা মুখোমুখি থাকবো!
ফুল হয়ে সে আমার সম্মুখে আসবে....,
হৃদয় কম্পনে তাকে আমি অনুভব করব....
সে থাকবে আমারই শরীর জুড়ে,নানা রঙে উদ্ভাসিত...
বিচ্ছেদের বাহানায় সে বেরিয়ে আসবে ফুল হয়ে,
সে আমাকে জনমের স্বাদ উপলব্ধি করাবে...।
জগতের রঙিন আবহে, স্পষ্ট কর্মের ঐক্যতানে
সুন্দর এই জীবনখানি ভুলে যাই কেমন করে..
তুমি কি সত্যিই ছেড়ে চলে যাবে?
তাইতো তোমার মুখোমুখি পারছি না সইতে...
সবকিছু ভুলে শূন্যে হারিয়ে যেতে হবে!

সে আর আমি মুখোমুখি সমস্ত হিসাব চুকিয়ে
অনন্তের পথে যাত্রা... ছিন্ন হয় সম্পর্কের সমস্ত যোগ।

-


29 OCT 2024 AT 11:39

নদীর শহর যেমন ভাবছে না তাকে নিয়ে
তুমিও ভাবছো না আমাকে নিয়ে ...
প্রয়োজনের তাগিদে গড়ছো অট্টালিকা
আমাকে শেষ করে তোমার বিস্তার আকাশ ছোঁয়া ,
রূপে রঙে উৎফুল্লতাই ভরে ওঠো...
ভেতরে হাজার শূন্যতার বাস,
আমার প্রাণে ওঠে গভীর ক্রন্দন...
তোমার শহরে আজ হাসির উৎসব।

আমি আমাকে হারিয়ে ফেলি...
অস্তিত্বের তীব্র সংগ্রাম ক্ষীণ হয়ে আসে,
এভাবেই আমার সমস্ত সত্তা তুমি নিয়ে চলে যাবে..
যুগান্তরের পথপরিক্রমায় আমার নিঃস্ব শরীরখানি পড়ে রবে...।

-


28 OCT 2024 AT 19:58

-----------------------------------
ফিরলো না যে আলো ,
দুই কূল আলোয় ডুকরে কাঁদে..
বান ভাসি বন্যায় মৃতের লাস ভাসে,
জীবনের হাহাকার উৎরল..হৃদয় কেঁপে ওঠে।
আলোর পথে জীবনের ভরাডুবি
এতো আলো জীবন মাড়িয়ে দেয়,
তবে সে কোন আলো?সে আলো নামক মৃত্যু!!
আলোয় থেকেও আলো নেই!!

জগতের বুকে নিঃস্ব পথিক...
মৃত্যুকে কাছে পায়,
আলো বিহীন কিছুই স্থায়ী নয়..
জীবনের সমাপ্তি এঁকে যাই।
-------------------------------------

-


27 OCT 2024 AT 8:13

তোমার জন্য একটি সকাল
ফুলের সুগন্ধে ভরে উঠুক,
রঙিন দিবসে প্রাণের ছোঁয়াতে
অবেলার ফুলটি হেসে উঠুক।

তুমি এসো অবেলার ফুল হয়ে
আমার প্রাণের ঘর সাজিয়ে তুলতে...
তোমার মিষ্ট আগমনে
সৌন্দর্যের লীলাভূমি হেসে ওঠে।

-


26 OCT 2024 AT 19:44

*-----------------------------------------------
ভালোবাসার গভীরতম আঘাত তুমি কি পেয়েছ?
যদি পেয়ে থেকো আমায় একটু বিবরণ দিয়ে যেও...
কখনো কোনো সময় যদি নেমে আসে...
আগেভাগে সহ্যের উপায় থাকলে বলে যেও ,
জানিনা জীবন মঞ্চে কখন আসবে অমোঘ রূপায়ণ,
সবকিছু ধ্বংস করার মতো একটা প্রহার..!!
আমার হৃদয়ে সহ্যের বাঁধ নির্মাণ করে দিও...
জীবনের পথে যেন ভালোবাসারই জয় রয়ে যায়।
______________________________________

-


26 OCT 2024 AT 14:15

জলের কিনারে সমৃদ্ধ সভ্যতা
আকাশের সাথে ঘনিষ্টতা গড়তে চায়...,
রং বাহারে পূর্ণ রঙিন দিবস
উজ্জ্বল আলোকের সাথে কথা কয়।

সভ্যতার উন্নতিতে জলের অবদান
ইতিহাস কথা বলে জলের কিনারে,
সমৃদ্ধ সভ্যতা বিকাশের পথে এগিয়ে...
প্রাঞ্জল উৎফুল্লতা ধরা দেয় এখানে।

জলের সঙ্গে আত্মীয়তা...
জীবনের অপর একটি নাম !
সৌন্দর্যের আবাস ভূমি গড়ে ওঠে,
জীবন মরণের সঙ্গী, হৃদয় জুড়ে তুমি...

জলের কিনারে দাঁড়িয়ে কথা কয়...
তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাও?
যুগান্তরের যাত্রায় তোমার অনন্ত স্রোত...
আমরা হারিয়ে ফেলি হিসাব!

-


25 OCT 2024 AT 14:41

আকাশের অভিমানে কাঁচা জীবন বিপন্ন!
এতো অভিমান সইতে পারে না...
বিপন্ন জীবন,ধ্বংসপ্রাপ্ত পথঘাট
তোমার অভিমানের বহর অপ্রতিরোধ্য!
তুমি সদয় হলে আমরা ছন্দ ফিরে পাই...
কি নিষ্ঠুর পীড়নে পীড়িত জীবন,
প্রাণীকূলের খেই হারিয়ে যায়...।
আকাশের অভিমান বড্ড বেশি!
অকাল পতনের চিহ্ন এঁকে যাই,
ধ্বংসের বিরাট আয়োজন!
জীবনের প্রাঙ্গণ নিঃস্ব হয়...।

-


23 OCT 2024 AT 12:08

আবেগ স্রোতে প্রবাহিত ধারায়...
হারিয়ে জীবনের স্থিরতা,
ভূলের বহরে ভারাক্রান্ত...আবেগী ভালোবাসা,
এখানে চিরকালীন স্রোত থাকে না...
হঠাৎই থমকে যায়,পথের বিস্তৃত আলাপন
আবেগী হাওয়া বয়ে চলে, দেহের উপর দিয়ে
হৃদয় ছুঁয়ে যাওয়া বারণ!কষ্ট বয়ে আনে...।
জীবনের পথে প্রেম আসে, আবেগী হাওয়ায় ভেসে...
তাইতো কিছু প্রেম পথ খুঁজে পাই, কিছু হারিয়ে...।

-


22 OCT 2024 AT 14:59

হঠাৎ একটা খবর কানে ভেসে আসলো...
তাইতো ঘুরে দাঁড়াতে তৎপর হলাম,
জীবনের পথে এগিয়ে যেতে যেতে
এরকম অনেক খবর ভেসে আসে,
প্রয়োজনীয় খবরগুলি গ্রহণ...
বাকিদের নির্বাসন দাও,
কিছু খবর আসে ইতস্তত করতে...
তাইতো কিছু খবর এড়িয়ে চলতে হয়।
একটা সু-খবরে...জীবনের পট পরিবর্তন
নতুন জীবনে পদার্পণ,
বতর্মানের কর্ম প্রণালী..
একটা সুখবর দেওয়ার জন্যই যথেষ্ট।

-


21 OCT 2024 AT 8:53

গভীর মায়ায় আচ্ছন্ন সকাল
তুমি এলে মায়াবিনী রূপে...
সুপ্রভাতী বার্তায় ভরিয়ে দিলে প্রাঙ্গণ।
তোমার আগমন!তাইতো প্রভাত এত সুন্দর
না এলে কি জানি কি হত...।
প্রভাতী হাওয়া বয়ে যায়...হৃদয় সীমানায়
ভালোবাসার বীজ বপন...
নতুন সৃষ্টিকে কাছে পায়।
তোমার আগমনে...
প্রকৃতির আবাসে লাগে গুঞ্জন,
অগ্ৰদূতের ন্যায় আবির্ভাব
নতুন সৃষ্টির সুখের উল্লাস!
কি গভীর মায়ায় জড়িত করলে...
মনে হয় আমি স্বপ্ন দেখছি !
বাস্তবের মাটিতে তুমি প্রসারিত...
আমার জগৎ মায়া পূর্ণ!

-


Fetching SK RAJJAK Quotes