চন্দন পাল   (চন্দন( चन्दन) 🌸)
401 Followers · 371 Following

Joined 4 August 2017


Joined 4 August 2017

समय के साथ ना बदले तो,
जिन्दगी हममें पीछे हीं ले जायेगा !
परिवर्तन को अपनाएंगे तो,
विज्ञान दुनिया को आउर भी आगे ले जायेगा !




-



थोड़ा वक्त लगेगा ,
विश्वास करों हालात अच्छा हो जायेगा !
मन को शान्त करों , दिल से काम करों
वक्त जो आज थोड़े गम्भीर है ,
काल वो भी मुसकुराते हुए,
तुम से मिलकर तुम्हारे साथ चलने लगेगा!

-



ঘোলা জলেও আগুন নেভে
মিনারেল হতে হয়না!

-



दिल से 100 प्रतिशत देकर
एक पल में एक ही काम पे ध्यान दे तो ,
बौ काम अलग लेवल के ही हौते है

-



কাউকে কিছু দেবো, আলোকচিত্র গ্রহন যন্ত্র চালিয়ে ৷
মুঠো ফোনে বলবো, আমি শুধুই তোমায় ভালোবাসি, অন্য কাউকে বুকে জড়িয়ে ।
পেটের দায়ে কেউ সাজে বহুরুপী ,কেউ আবার স্বার্থ সিদ্ধির জন্য সাজে গিরগিটি ।
ফাঁদ পেতে নাচে তারকা বিজ্ঞাপনের নামে ।
নিখুঁত শ্রমিক খুঁজি সব জায়গায়, করাবো কাজ কম দামে ৷
মুখোশের ভিড়ে চেনা যায় না স্বজন,
কে প্রিয় আর কে প্রয়োজন ।
চলো ,সবাই মুখোশ নিজে খুলে ফেলি,
পৃথিবীটা আরো সুন্দর করে তুলি ।

-



যে সুরে, শিশুরা ডাকে অস্পষ্ট আদো- আদো স্বরে।
যে স্নিগ্ধতায়, বাতাস স্পর্শ করে অন্তরে - অন্তরে।
যে বাগানের পুষ্প"রা ডানা মেলে, সুগন্ধে মাতাল করে তোলে।
সেই ডাকে ফিরে আসা যায় ।

-



২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইরা হারিয়েছিল, ২০১৯ সেমি ফাইনালে কিউইরা হারিয়েছিল, ২০২১ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালে কিউইরা হারিয়েছিল ৷
তার প্রতিশোধও নিয়েছে ভারত, ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউই দের হারিয়ে ৷

এই জয়ের স্বাদ অনবদ্য ...
কারন টক্কর ছিল সমানে সমানে, চুনো পুটির সাথে নয়.....

-



মুঠো ফোনে বৃদ্ধাঙ্গুলি
দিনে হাজারো বার উঠছে আর উঠেছে ৷
পছন্দ করা, মন্তব্য করা, আর ভাগ করে নেওয়ার পাল্লায় কত শত মানব-এর জীবনের সময় কমছে ৷

নিজের ছায়া ও একটা সময় নিজের পিছু ছাড়ে,
তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম, পিছু ছাড়ে না৷
আজ-কাল করো হাতে একটুও সময় নেই,
সে নিজেকেই সময় দিতে পারে না ৷

-



যদি ....
বন্ধ খাঁচাও খুলে দাও...

বদ্ধ ঘরের দরজা- জালনা খুলে
আলো- বাতাস আসতে দাও...

বাধা যত জীব-জন্তু সবার লাগাম খুলে দাও...

এক আকাশ ভালোবাসা এই মাটি,
এই আকাশকে দিয়ে যাও...

-



Nakamiyab hone mein bhi
Mehnat lagta hein shaheb

Lakho log to koshish hi nehi karte hein

Kuch karne ki zid ho to
Kamiyabi aaj nahi to kal
Bahe kholke hamse jaroor
Milegi....

-


Fetching চন্দন পাল Quotes