কে বলে আমার কিছুই নেই,
কে বলে আমি কেবল ঘর সাজানোর এক আলোক রশ্মী,কে বলে কখনো এ বাড়ি কখনো আবার ওই বাড়িতে আমার ঠাঁই,এবার আমি বলি,,,,,,,,,,,,,,
আমি নিজের ইচ্ছা তে এদিক ওদিক ঘুরে বেড়াই,
আলোক রশ্মী হতে চাইলে হয়তো হই,
নতুবা জ্বলন্ত লাভার মতো ছড়িয়ে পরি প্রতিশোধের তিক্ততায়,-
কেন যায়না মনের সব কথা গুলোকে একসাথে খাতায় বন্দি করা?
কেন হারিয়ে যায় কথার খেই?
কেন চোখ ঝাপসা হয়ে ওঠে কিছু কথায়?
কেন মনে পরে বারেবার পুরোনো হারিয়ে যাওয়া দিনগুলির কথা?
কেন দেখতে ইচ্ছা করে বারেবারে একই মুখ?
কেন সমাজের তাড়নায়, নিজেকে বেঁধে রাখা হয়? কেন লিখতে গিয়ে সব ভুল হয়ে যায়????-
আমি নিজেই সহস্র ভুলে ভরা,
কারো ভুল ধরার সাহস আমার নাই,
সময় যে আমায় শিখিয়েছে,
ভুলটা আসলে মনের ঘরের,
কেন
আমি সকলের ভালো চাই?
সাথে পাছে থাকতে চাইনা,
তবুও যে কেন এতো জড়াই,
শতক আঘাতে ছিহ্ন হৃদয়,
ব্যথায় জর্জরিত হয়ে যাই,
তবুও বুঝিনা ছল চাতুরী,
সবাইকে আপন ভাবি,
দেওয়া নেওয়ার হিসাবটা,
যে বড্ড জটিল,
পিছন ফিরে তাকাই যখন,
দেখি শুধু ভুলেরই ছবি,,,,,,,,,-
দুঃখের মাঝেও নিজেকে গড়ে তোলো,
জানি সহজ নয়,
তবুও শক্তি সঞ্চয় করে,
দুঃখ কে বলো,
এবার তুমি এসো।।-
প্রিয়,,,,, এই পৃথিবী যখন গড়ে উঠেছিল,
তখনি একটা মায়ার মাঝে অসম্ভব যন্ত্রনার জন্ম হয়েছিল,
যে যন্ত্রনা লুকিয়ে কাঁদবে অন্তরের গহীনে,
যে মায়ার বাঁধনে যন্ত্রনা ও আসবে চুপিসারে,
যে যন্ত্রনা কুঁড়ে কুঁড়ে খাবে পুরো জীবনটাকে,,
তবুও এই সুন্দর পৃথিবী জুড়ে থাকবে স্মৃতি,
আদর বা অনাদরের চিহ্ন,,
থাকবে বুক ভরা অভিমান,
থাকবে জমানো কথা,
থাকবে আকুলতা,
থাকবে ইচ্ছা,
যে চিরশায়িত হওয়ার আগে,
একবার শেষবার চোখের দেখা,,,,,,,,,,-
কখনো ভালোবাসায় পূর্ণ এ জীবন,
কখনো আবার হাহাকারে স্তব্ধ এ জীবন,
কখনো আবার শরীরের ব্যথার চেয়ে,
মনের ব্যথায় পিষ্ট এ জীবন,
কখনো হারিয়ে যাওয়ার দুঃস্বপ্ন,
কখনো বাঁধন ছাড়া মুক্তির আনন্দ,,
কখনো মুক্তি যুদ্ধের অবসান,
কখনো অবসাদে ক্লান্তির শবাসন।।
-
প্রাণের প্ৰিয় ভাবছো?সর্ব ক্ষেত্রে যে অসম্ভব তা কখনো বলবোনা,তবে
যে তোমার কদর করে,, যে তোমায় সত্যি ভালোবাসে সে কোনোদিন তোমায় ছাড়বেনা,
খোঁজ খবর না নিয়েও থাকবেনা,,
একটা কিন্তু,,,,,, একটা কেমন অস্বস্তি যেন জীবনে তাড়া করে,
মূল্যহীন সস্তা হয়ে নিজেকে গড়ে তোলা,,
তা নিজের সত্ত্বাকে ছোট করে,
বারবার খবর নেওয়া মানুষ টি হটাৎ কেমন বদলে যায়,
তবে ধীরে ধীরে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজেকেও ভালোবাসা যায়,
কৃতজ্ঞতা থাক হৃদয়ে কোনো একদিনের ভালোবাসার জন্য,
অজুহাতের পাহাড়ে যখন জন্ম নেয় সময়ের অভাব,
তখন মনেহয় বুঝতে ভুল হয়েছিল তাকে,,,সে হয়তো ছিলই নগন্য,,
ফুল ভেবে যাকে রেখেছিলে মাথায় গুঁজে,
এতদিনে বুঝেছো সে নিজেকে বাহবা দিয়েছে বহুবার তর্ক করেছে বারবার তোমায় ভুল বুঝে,
নিজেকে মহান ভাবা,,সবাই খোঁজে থাকবে তার সে কথাটি যে ভুল,
লেবুতো কচলালে তেতো হবে তা তো নয় নির্ভুল,,
তবে সত্যি ভালোবাসার মানুষ আছে বলে,
এখনো পৃথিবী ধ্বংস হয়নি,, ভালোবাসা এখনো সত্য আছে কিছু হৃদয়ে,সত্যি ভালোবাসা এখনো মিথ্যে হয়ে যায়নি,,,,,,,,,, ❤️❤️❤️❤️❤️❤️
-
সময়ের সমস্যা নাকি নিজের অকৃতকার্যতা?
ঠিক সময়েই নিজের কাজ করেও কেন এতো অসংলগ্নতা?
হয়তো বুদ্ধিরা একটু অলস,
নতুবা শরীরটা জানায় হয়েছে বয়স,
হয়তো বা জীর্ণ শরীরে ভুল হয়ে যায় বারবার,
হয়তো স্মৃতিতে থাকেনা কাজের সমাহার,
হয়তো পুরোনো স্মৃতি বারবার আসে মনে, সময়ও ব্যস্ত জন সমাজও ব্যস্ত মনের কথা বোঝাই কেমনে,,
দিন হচ্ছে পার একটু একটু ধোঁয়াশা কখনো আলো আবার কখনো আঁধার,
ঐযে তরী সময়ের তরী একটু একটু করে এগিয়ে আসছে,,
তাকে ফিরিয়ে দেবার সাধ্য বলো আছে কার???????????????-
জনপ্রিয়তার তুঙ্গে যখন তুমি, তখন আমি অশ্রুজলে,
লোকপ্রিয়তার তুঙ্গে যখন তুমি তখন আমি অন্তরালে,
ভালোবাসার অভিনয়ে যখন তুমি,
আমি তখন সত্য ভালোবাসায় বিভোর,
ভুল ভাঙলো যখন, তখন আমার বেদনায় ভাঙা অন্তর,
স্মৃতি গুলো কেন বারণ করেনা সেই কথা গুলোর সমাধি দিতে?
তার যে আপাদ মস্তক মিথ্যের পসার মন কেন পারেনা মেনে নিতে?
যখন তার অনেক কাজের বাহানা ছিলো,
তখনও ভেবেছি তা বুঝি সত্যি,
নিজেকে অনেক সস্তা করেছি তার কাছে, বোঝেনি সে ভালোবাসার মান ছিলো ছিলো গুনও অগুন্তি,
একটু একটু করে চিনতে শেখা, একটু একটু করে বোঝা,
সারমর্ম এটাই হলো নিস্বার্থ হয়ে ভালোবাসা তা নয়কো অতো সোজা,
ব্যতিক্রমী হয়তো আছে তা অবশ্য ধোঁয়া ধোঁয়া,
কোনোদিন কোনো এক সন্ধ্যায় হয়তো হবে নিজেকে খুঁজে পাওয়া,
সেদিন তার কথা গুলো যেন সমাধি যায়,
চিরতরে,,, যায় সে স্মৃতির আড়ালে,
নতুন জীবন নতুন পৃথিবী যেন নিয়ে আসে নিজের পরিচয়ে, হৃদয়ের গভীরে,,,,,,,,,,
-
ভালোবাসতে গেলে একটা সুন্দর মন লাগে, ভালোবাসতে গেলে অন্তরের গভীরতা বুঝতে লাগে, ভালোবাসতে গেলে একে অন্যের পরিপূরক হতে লাগে, ভালোবাসতে গেলে একে অন্যকে সম্মানিত করতে হয়, ভালোবাসতে গেলে ত্যাগের সাহায্য নিতে হয়, ভালোবাসতে গেলে একে অন্যের জন্য সময় ব্যয় করতে হয়, ভালোবাসতে গেলে এক আত্মা এক প্রাণ হতে হয়,একে অন্যের কষ্ট দুঃখ ভালোলাগা, খারাপ লাগা দূরে থাকলেও অনুভব করতে হয়, বাহানা দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার নাম ভালোবাসা নয়, তাই ভালোবাসা শব্দের অর্থ একে অন্যের প্রতি উৎসর্গ জীবন,,,,সত্যি ভালোবাসা জড়িয়ে থাক তাদের জীবনে যারা ভালোবাসার মর্ম দিতে জানে,,,,,, ❤️❤️❤️
-