Lekha Sengupta   (#Lekha sengupta)
916 Followers · 26 Following

MA in music and mother of two who knows how to heal her through writing.
Joined 23 May 2018


MA in music and mother of two who knows how to heal her through writing.
Joined 23 May 2018
10 HOURS AGO

কখনো কখনো জীবনমুখী লেখা গুলো হারিয়ে গিয়ে অবসাদের কথা গুলো ঘুরে ফিরে আসে, আশা নিরাশার দোলাচলে দোলনা টা এলোমেলো ভাবে দোলে আর হাসে, বলে আরে এটাই তো জীবন, আদি অনন্ত কাল থেকে যে বহমান ধারা বয়ে চলেছে তাই এ কালেও চলবে, এই পথ পার হয়েই যাত্রার শেষে আবার নতুন জীবন,শান্তির স্থানে বিচরণ।

-


11 HOURS AGO

তাদের জীবনের সাথে মিশে আছে হাজারো দুঃখের ঠিকানা, রোজই ভাবে চলে যাবো দূরে বহুদূরে, হয়তো শেষ ঠিকানায় পৌছাবে একদিন,কিন্তু বন্ধনে আবদ্ধ এই জীবন,অবদান অবশ্যই আছে জীবনের ইতিহাসে,তাদের
না পাওয়ার বেদনার তো অন্ত নেই তবুও বেঁচেথাকা নতুনত্বর আশায়, তবুও বেঁচে থাকা নতুন কিছু পাওয়ার আশায় ।।

-


11 HOURS AGO

তুমিও একদিন ফিরিয়ে দিয়েছো শতবার আবেদনেও গলেনি তোমার মন, শুস্ক কাষ্ঠর ন্যায় আচরণ ছিলো,শুধু জ্বালানির সৌবাদে মন থাকতো উতলা , আজ তো বহুদূর সীমানা ছাড়িয়ে, বসতি আমার, যেখানে উঁচু উঁচু পাঁচিল ঘেরা সৌন্দর্যের পাহাড়, চাইলেও যাবেনা ছোঁয়া, এই ভালো,,,,,, অসময়ের উদ্বেগ তোমার,,,, নাগাল না পাওয়াই সঠিক পথ।

-


11 HOURS AGO

সম্পর্ক শেষ অর্থের লোভে, ভালোবাসা শেষ বিশ্বাস ভঙ্গে,সততা শেষ মিথ্যের পাঁচিলে, অন্ধকার শেষ আলোর অভিনন্দনে, দুর্ভিক্ষ শেষ মানবিকতায়, তবুও সংকট পূর্ণ জীবনে মুষ্টিমেয় আনন্দ কয়েকজন দেবদূতের আগমনে , বাকিটা অসম্পূর্ণ অধরা।

-


1 MAY AT 21:22

বলতে পারিনি তোমায় রাত্রি যাপনের কান্নার কথা,
সকালের মিঠে রোদের সাহারায় দিনপাত হয়েছে,
এক টুকরো আশায় কেটেছে অপেক্ষার প্রহর,
হয়তো একদিন শেষ হবে অপেক্ষারা,
যেদিন নতুনত্ব পাবে এ জীবন।।

-


1 MAY AT 5:47

পরিশ্রমের ফল স্বরূপ সাফল্যতা, স্রোতের সাথে চলা বুদ্ধিমত্তা, স্রোতের বিরুদ্ধে যাওয়া বিরূপতা, গা ভাসিয়ে চলা চালাকতা , অবসাদে চলা না পাওয়া,
অধিকার নিয়ে চলা স্বার্থপরতা স্বস্তি,, শান্তি নিয়ে চলা সমাঞ্জসতা।।

-


1 MAY AT 5:24

পৃথিবী ক্লান্ত ধরিত্রী অশান্ত,
মানুষ অবসাদগ্রস্ত,
মুক্তির পথ ঝাপসা,
মাঝে মাঝে কালো ধোঁয়া,
মাঝে মাঝে অগ্নির জ্বালা,
মাঝে মাঝে অস্বাভাবিক অস্বস্তি, অবিশ্বাস, প্রতারণা সঠিক নয়তো বিকল্প ব্যবস্থা,
প্রানহানি, এসবের মধ্যেও আমরা বেঁচে আছি অসম্ভব জীবনী শক্তির দ্বারা,
ভালো মন্দের মধ্যেও নিজের অস্তিত্বের খুঁজে নিচ্ছি জীবনী শক্তির দ্বারা,
শুরু থেকে শেষ অবধি লড়াই চালিয়ে যাচ্ছি জীবনী শক্তির দ্বারা,
জীবনী শক্তির অবদানে মুক্তির পথ হালকা।।

-


30 APR AT 20:04

হিসাব টা ঠিক মিললোনা এই জীবনে,
হয়তো পরজন্মের আশায়,
শুকতারার মতো সুখ দিলো ফাঁকি,
আসবো বলে গেলো চলে হয়তো পর জন্মের আশায়,
প্রেম এসেছিলো হয়নি বলা তা হতে পারে এক তরফা,
সফলতা আসবে ভেবে দিনপাত, হয়তো পর জন্মের আশায়, সাফল্য বলেছিলো আসবো,
সেও হাততালি দিয়ে উপহাস করে উধাও হলো মিথ্যে আশ্বাস দিয়ে হয়তো পর জন্মের আশায়, আপনজন পর হলো কিছু সম্পত্তির লোভে,
সব কিছু ছেড়ে দিয়েও স্বার্থ শেষে সম্পর্ক থাকবে বলে আশ্বাস দিলো তাও হয়তো পর জন্মের আশায়,
হাতে হাত ধরে কথা দিয়ে বলেছিলো আমার কাছে এসো দরজা খোলা আছে,
সেও আজ অচেনা সুখের সংসারে বদ্ধ,
সমাজ সংসারের ভয়ে,
শুধু অপেক্ষায় থাকা পূর্ণতা পাবে বলে,
হয়তো পর জন্মের আশায়,
মৃত্যু সেও এসে গালি দিয়ে চলে গেলো,
অনিয়মে জীবন যাপনের জন্য, সময় হয়নি এখনো,,
পূর্ণ হবে সকল সাধ হয়তো পর জন্মের আশায়,
তবে পর জন্ম তুমি কি সত্যিই আছো?
নাকি সেও শুধু আশা শুধু আশাই????????

-


30 APR AT 19:36

দিনশেষে যুক্তিরা হামাগুড়ি দিয়ে দূরে চলে যায় বাকি থাকে কিছু স্বপ্ন, এই স্বপ্ন নিয়েই ভাঙা ঘরে হারভাঙ্গা পরিশ্রমের পর ক্লান্তির ঘুমে থাকি আচ্ছন্ন।

-


30 APR AT 16:53

এ এক অন্ধকার কক্ষ,
বন্ধ চারিধার, বন্ধ কোলাহল,
বন্ধ হৃদয় আবেগ,

-


Fetching Lekha Sengupta Quotes