Lekha Sengupta   (#Lekha sengupta)
1.0k Followers · 30 Following

MA in music and mother of two who knows how to heal her through writing.
Joined 23 May 2018


MA in music and mother of two who knows how to heal her through writing.
Joined 23 May 2018
31 JUL AT 14:45

অনুরোধ করতে ভীষণ দ্বিধা হয়,
যদি অনুভবি মন না থাকে,
দেওয়া নেওয়ার হিসেব যে করে,
সে শুধু পাওয়ার হিসেবেই রাখে,
দিনে রাতের সে শুধু পাওয়ার হিসেব করে থাকে,,,,

-


30 JUL AT 14:18

শেষেরটা বড্ড গোলমেলে ঠিক ঝাল লঙ্কার মতো,,
শরীর টা কাঁপিয়ে দেয়,
কেউ কোত্থাও নেই,
শুধু পরে আছে অনেক গোলমেলে স্মৃতি,
যার সৃষ্টি কর্তা তুমি,

-


30 JUL AT 14:14

মুছে ফেলা যায়,
সত্যি মুছে ফেলা যায়,
মন যদি চায়,
মন এক গভীর সমুদ্র,
ঢেউয়ের দোলায় কত কিছু,
উথাল পাথাল হয়ে যায়,
তার খবর কে রাখে?
তাই সত্যিই মন যদি চায়,
সব স্মৃতি মুছে ফেলা যায়,,

-


29 JUL AT 7:36

বিস্ফোরণের সেই একটি কথায় সকল কিছু ছত্রভঙ্গ,
বিস্ফোরণের সেই একটি সময়,,
যেখানে ছিলো অসম্মান অবমাননা,,
সেক্ষনে আসলো শপথ,
ধীরে ধীরে ঘনিয়ে এলো কালো কালো ধ্বংসের মেঘ,
ছত্র ভঙ্গ হলো অপরাধীদের রণস্থল,
জয়ী হলো জয়িতা।।

-


28 JUL AT 14:58

পথ চলতি কতনা মানুষ জীবনে আসে,
কিছু কিছু মানুষ সত্যিই হৃদয়ে বারবার উঠে আসে,
কিছু মানুষ আসে কেবলি সময় কাটানোর উদ্দেশ্য নিয়ে,
সময় শেষে সমস্যা শেষে উধাও হয় অবশেষে,

-


27 JUL AT 15:14

কেন নিয়ম ভাঙ্গা যায়না?
নিয়ম কি কোনো প্রতিজ্ঞা নেয়?
সে কি বেঁধে রাখে শক্ত শিকলে?
হ্যাঁ নিয়ম মনের,
মানসিকতার, পরিবারের,পরিবেশের, সামাজিকতার,,
একটু ভুলে সারাজীবন ধরে মাসুল গোনা, অবশেষে তিক্ততা আর আফসোস,,,,

-


26 JUL AT 11:42

জন্ম সময় দোষী নয়,
কর্ম সংস্কার দোষী,
সারাজীবন অন্যের ভরসায় জীবন অতিবাহিত,
অসাফল্যে পরোক্ষনে অন্যকেই দোষী,
কূটনীতি নোংরা হৃদয়ের অধিকারীর জীবন অবশেষে অবশ্যই কন্টক বিছানো,,,
সব শেষে নিজেই নিজের অবসান সর্বগ্রাসী,,,,,,,,

-


25 JUL AT 15:11

কেউই কিছু নিয়ে যেতে আসেনি,
বরং কর্মচারী হয়ে এই পৃথিবীতে আসা,
কেউ কর্মকে গুরুত্ব দেয়,
কেউ আবার ভোগ বিলাসিতায় জীবনকে চালিয়ে নিজেকে সুখী মনে করে,
আসলে সবাইকে চলে যেতে হয়,
ভোগ বিলাস দুদিনের,
আর কর্মীর নাম চলে যাবার পরও,
হয়ে থাকে উজ্জ্বল নক্ষত্র।।

-


24 JUL AT 16:05

অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছো অনেক প্রাণ,
তোমার এই অভিব্যক্তি কে অভিনন্দন জানাই বারংবার,আমার ঝুলিতে যা আছে তাই দিয়ে তোমায় জানাই প্রণাম,
জানাই সম্মান।।

-


23 JUL AT 13:26

পৃথিবীর পার্থিব বস্তু সব তুচ্ছ বিশ্বাসী মন ও ভালোবাসার কাছে,
মগ্নতা আর তৃপ্ততা বিশ্বাসী মানুষের সান্নিধ্যে,
মিঠে অথচ অহংকারী মানুষদের পরিত্যাগ তা বাঞ্চনীয়,
একবার পরিত্যাগে আর গ্রহণ নয় এটাও প্রযোজ্য,

-


Fetching Lekha Sengupta Quotes