Monojit Indra   (Monojit)
155 Followers · 382 Following

গল্প হলেও এটাই বাস্তব 💚
Joined 28 November 2019


গল্প হলেও এটাই বাস্তব 💚
Joined 28 November 2019
2 AUG 2024 AT 0:17

মেঘলা আকাশ যেন আজ শ্রাবণ সঙ্গী
রাস্তাগুলো যেন জলের মধ্যে ভাসমান,
তোমার আকাশ থমকে দাঁড়ায় প্রেমের টানে
আর আমার লেখা খুঁজে বেড়ায় প্রতিচ্ছবির মানে।
আজ যেন এই রাত বিষাদের স্বপ্ন
যেখানে ব্যর্থতার ইতিহাসে রচিত হয় মেঘ-বৃষ্টির উপাখ্যান,
তাই আজও আকাশ থেকে বৃষ্টি নামলে হয়তো শহর ভিজে যায়
কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সেটা কখনো কারোর হৃদয়ে স্পর্শ করতে পারেনা।

-


1 JUL 2024 AT 0:07

হৃদয়ের দপ্তরে প্রেম নাই বা আসুক
তবুও মনের মানুষ মনেই থাকুক ,
সময়ের ভাগ্যক্রমে নাই বা হলো একসাথে থাকা
তবুও মেসেজ গুলো আজ স্মৃতিতে রয়েই থাকুক।
ভালোবাসার কবিতাটা আজ এভাবেই মিশে গেছে মরুভূমির শহরে
তবুও অনুভূতি রয়ে যায় ,অর্ধেক লেখা উপন্যাসের অসমাপ্ত দুঃখের সাথে,
তাই আজও আমার দরবারে রচিত শুধুই প্রেমের উপাখ্যান
তবুও  এ জীবন রসায়ন  মেনে নেওয়া টাই শুধু সুখ - দুঃখের  অঙ্গ ।

-


30 MAR 2024 AT 10:46

Life is like a notebook 📓
Two pages are already written by God.
Introduction page is your Birth
Conclusion page is  your Death
And Center page is Empty
so fill them with dream
through your energize mind.

-


4 MAR 2024 AT 11:37

কুয়াশার চাদরে,
ডেকেছে স্বপ্ন
আলেয়ার আলোতে।
উড়েছে হৃদয়
বসন্তের বাতাসে,
পেয়েছে অবহেলা
ভালোবাসার স্মৃতিতে।

-


22 JAN 2024 AT 13:42

কুয়াশার চাদরে ঢেকেছে চোখ,
কল্পনার জগতে উষ্ণতার রাত
শীতল স্পর্শে অন্তর ছুঁয়েছে আলিঙ্গন এর কাল।
শীতলতায় ছুঁয়েছে মন
তবুও উষ্ণতায় কাঁপছে শরীর,
তাই তো আজও বেঁচে আছি অনেক স্বপ্নের অপূর্ণতার ভিড়ে
যেখানে পরাজিত উপন্যাসের নায়ক একদিন সূচনার পাতায় প্রকাশিত হবে বাস্তবতার সাথে।

-


8 DEC 2023 AT 0:48

এ বৃষ্টি যেন ডিসেম্বরের এর এক অজানা বৃষ্টি
যেখানে রোজকার রুটি পরিবর্তন এর সমারোহ ,
আজ মনে যেন এল শীতল স্পর্শে ছোঁয়া
যেখানে ভালোবাসা বৃষ্টির জলে জলমগ্ন.
এই ডিসেম্বরের শহরে শুধু অপেক্ষা থাকে নতুন পৃষ্ঠা সংখ্যা খোলার জন্যে
যেখানে শিশির ভেজা দু চোখে শুধু স্বপ্নের আলো দেখি,
তাই এই ডিসেম্বর থেকে যায় শুধু ভালোবাসার ফুল হয়ে
যেখানে পেনড্রাইভ এ স্মৃতিগুলো জমছে.
তাই, একটাই কথা সব ডিসেম্বরের শেষে যেমন বসন্ত আসে না
তেমনই সব গল্পের শেষে উপসংহার ও প্রাধান্য পায় না .

-


2 DEC 2023 AT 21:43

I think destiny is your biggest motivator. Because just as love is incomplete without two people, the path of life without motivation is lost. so, be yourself; everyone else is already taken.

-


19 AUG 2023 AT 0:56

Never think of anyone as weak or small.
Because remember, many people sign a check of 1 lakh rupees with a pen of 3 rupees or a man wearing torn clothes and one day for his hard work he can make a big big deal as a businessman.

-


4 APR 2023 AT 11:21

তবেই তো সে বুঝবে সময়ের ব্যবধান।
শরীরের অসুখ হলে ও সেটা কিছুটা মনের অসুখের ওপর ও নির্ভর করে কিন্তু সে আর মানুষের কোলাহল বুঝবে কি করে ।
তাই অসুখ কে প্রাধান্য দাও হৃদয় কে বাঁচিয়ে রাখার জন্যে

-


22 MAR 2023 AT 0:08

Success is your achievement
Failure is your lessons
Reality is your strength
Love is your bonding friendship
Regret is your Decision
Finally Life is your creativity.

-


Fetching Monojit Indra Quotes