কালের স্রোতে দিন চলে যায়, স্বপ্ন দেয় শুধু হাতছানি
আজ সে ফকির বটে, কাল যদি হয় বাদশা- রাজা-রানি
ধূ ধূ মরুভূমিতে হারিয়ে ফেলেছে যে মোহরের আলপিন
কাল সে ভাগ্য পরিক্রমায় হতেই পারে যাযাবর বেদুইন।।
-
একে একে পেরিয়ে যাচ্ছি....
দুরন্ত শৈশব,কষ্ট চেপে রাখা কৈশোর
আর অবাধ্য যৌবনের যা কিছু খড়কুটো ।
বড়ো হওয়ার সাথে সাথে আনন্দগুলো ছোট হয়ে আসে... একেবারে বিন্দুবৎ !
টের পেয়ে নামিয়ে আনি বার্ধক্যের নুড়ি-পাথর ।
আমার একটা শেকলের প্রয়োজন ।
বোঝাপড়া গুলো বোঝা হয়ে আসছে ক্রমে...
দীর্ঘশ্বাস সেই কবে ছুঁয়ে গেছে বহুতলের মাথা ; খোঁজ রাখতে পারলে
আমিও উজির হতাম ।
নিঃশ্বাসে মিশিয়ে নিতে গিয়ে বিদ্রূপের হাসি ,
আমিও শেষে জাতিস্মর হয়ে গেছি ।
-
অসহায়তার সঙ্গা নেই....
অভাবের ভাষা থাকেনা নিজেকে জাহির করার!!
দুঃখ,না পাওয়ার,জ্বালাতন পরিমাপ করা যায় না!!!
ঠিক তেমনি ভাগ্যের ফের কখনো মনমত হয়না।
আজ যে উজির কাল সেই ফকির আপন কর্মফলে।
হমম;পরিমাপ যা হয় তা হল পুন্যের সংখ্যার!!
যার অস্তিত্ব ধরাধামের বুকে অমূল্য এবং অদ্ধিতীয়.....
-
সম্বল করে সামান্য সংগ্রহ
তাঁর বিরুদ্ধে করেছি বিদ্রোহ।
পরের দৃশ্য: বেশ কিছুদিন পর...
গান বাঁধে যত কিন্নরী-কিন্নর।
ছিনিয়ে আমার যৎসামান্য ধন,
এখন, 'প্রস্থ ও দিঘে সমান' দেবকানন।
-
আগে যেমন খুশি চেয়েছি,
রাজার মতন করে।
তেমনটা আর পাই না,
ফকির হয়ে ঘরে।-
অহংকার মিশে যাবে মাটিতে
ছাই হয়ে যাবে শরীর....
আজ যে রাজা কাল সে ফকির
পুরো খেলাটাই ঘড়ির।।-
ফকির
গৌতম দেব
গতিহীন দিশাহারা পা, খুঁজে সম্মুখে পথ
শ্রীহীন গলিতে আস্তানা,বাঁচার অন্তিম শপথ।
আজীবনের সঞ্চিত ধন, মুহূর্তে লাগে কম
মুমূর্ষু আজ আমার সন্তান, নিয়ে যেতে চায় যম।
সব বেচে নিঃস্ব আজ আমি, বাঁচাতে মোর সন্তান
চিকিৎসায় আছে নিরাময়, কোথাও নেই অনুদান।
ডাক্তার মশাই মুখ ফিরিয়ে, লাগবে বলেন টাকা
ঋণ দেয় না কোনো সংস্থা, সম্পত্তি যে ফাঁকা।
ধনের নেশায় কাঙাল সমাজ, নিমিত্তমাত্র প্রাণ
দাউ দাউ আগুন বুকে, ওঠাবো ন্যায় স্লোগান।
কেন আজ বঞ্চিত মোরা, মৌলিক অধিকারে
আওয়াজ উঠুক জাগুক মানুষ, আজ জগৎ সংসারে।
দুই হাত পেতে যাচ্ছি চলে, এক হাতে ভিক্ষার ঝুলি
ফকিরের অন্য হাতে আজ, মানবতার বুলি।-
দিশেহারা, যুগ যুগ ধরে; যেন অপেক্ষায় আবারও কেউ করাবে স্মরন তার গন্তব্যের কথা৷
-
স্রোতের মুখে ভেসে চলা ঠিকানাহীন খড়কুটো।
পথের পথিক এরাই সাজে হয় না কোনো ঘরমুখো।।
মনের ভেতর লালন সুখে জোয়ার আসে দুঃখের ঘাটে।
ফকির তুমি জাত চিনেছো নিঃস্ব হাতে একেলা হেঁটে।।-