Shounak Das   (Shounak Das (নীল))
12 Followers · 5 Following

read more
Joined 22 March 2020


read more
Joined 22 March 2020
12 JUL AT 0:33




Be it love or merely a thought,
Let there be some silent dialogue.
Just as waves dissolve into the shore,
So do memories fade in echoed talk.

-


11 JUL AT 16:18

প্রেম হোক কিংবা শুধুই ভাব,
হোক না কিছু নিঃশব্দ বাক্যালাপ।
ঢেউ যেমন মিলায় বালির কোলে ,
স্মৃতি তেমনি হারায় অনুরণিত আলাপে ।

-


10 JUL AT 1:01

জীবন সব কিছু
অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেও
কেন জানিনা
নিজের জীবন টা
ছন্নছাড়া হয়ে গেল

-


1 MAY AT 0:07

দিলীপ দা জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছে দেখে যাদের খারাপ লাগছে , এরাই অন্য দল থেকে বিজেপিতে আসা লোকেদের নিয়ে মাতামাতি করেছে । তখন কিছু মনে হয়নি , আজ খুব গায়ে লেগেছে । মতামত একান্ত ব্যক্তিগত, কারণ আমি করো সপক্ষে নই , কারো বিপক্ষেও নই । দল ভালোবেসে করি , হয়তো সবাই তাই করে। কিন্তু এটাও সত্যি নিজের পথ তৈরির জন্য অন্যের পথ রুখে দেওয়া হয়তো ভালো না । কে থাকবে কে যাবে সবই ব্যক্তিগত । ঠিক তেমনই পথচারী নিয়ন্ত্রিত হয় পথের কাটার ওপর নির্ভর করে ।

-


17 APR AT 11:12

আমরা ৩৭০, তিন তালাক এর মতো বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি , সুন্দর ভাবে সামলেছি। কিন্তু এবার কেন জানি না মনে হচ্ছে হয়তো আমাদের আরও আগে থেকে তৈরি থাকতে হতো, আমরা তো জানতাম কোন জায়গার জন বিন্যাস কেমন, তাহলে সেই ভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নেওয়া হলে হয়তো এত মানুষ ভিটে ছাড়া হতো না ।

এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত।

-


12 MAR AT 12:05

সে টান ছাড়ে না সহজে।

-


12 MAR AT 2:01

I can understand its mysteries, appreciate its beauty, and make the most of every moment.

-


12 MAR AT 1:59

and our first tiffin time — a shared boiled EGG, endless giggles, and the start of a lifelong bond.

-


12 MAR AT 1:56

Embrace the journey.
Cherish each moment.
Create my story.

-


12 MAR AT 1:54

couldn’t stop staring at the sky — like the stars were whispering secrets just for me.

-


Fetching Shounak Das Quotes