Gautam Deb   (গৌতম দেব(Gautam Deb))
304 Followers · 257 Following

read more
Joined 10 December 2018


read more
Joined 10 December 2018
13 MAR 2023 AT 19:16

সে প্রতিবার তোর উপস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলি কোন দূর ঠিকানায়
বেলা ঝরে যায়
নিঝুম আকাশের সাঁঝবাতিও হয় সাক্ষী
শুধু বলা হয় নি বন্ধু তোকে ভীষণ ভালোবাসি।
— % &

-


13 MAR 2023 AT 11:29

যে হৃদয়ের সর্বাংশ জুড়ে শুধুই তুমি
সে হৃদয়টা উপহার নাও একবার
পরিবর্তে কিছুই চাই না আর.........— % &

-


15 NOV 2022 AT 18:11

.....— % &

-


24 JUL 2022 AT 12:26

দৈন্যদশার ভাস্কর্য 
--------------------------
নিঃস্ব প্রাণ, ক্ষুধার্ত গোলকের নিঃসীম হিমাচলে
ব্যভিচার, শৈশব থেকে স্থবির পুড়ে অনলে অনলে।

এখানে শব্দেরা এসে প্রতিবার হারিয়ে যায় কৃষ্ণকায় গহ্বরের অতলে।
সে ইতিহাসের পর্ণমোচীর পাতায় স্বর্ণাক্ষরে খচিত ব্যাপক কান্নার প্রতিধ্বনি 
আজ ঝরে গেছে;
অসহনীয় জ্বালা যে সইবার, সয়ে গেছে।

তুমি কি তা-ও লিখবে কবি?
যদি লিখতেই হয়, লিখে দাও কৃশকায় পাঁজর জড়ো করা কোরাসে;

আর না হয় চলো
যে অবহেলা দৈন্যদশার ভাস্কর্য নিতান্ত সেজে ওঠছে প্রতিবার 
সে মহাজাগতিক ক্রন্দন ধ্বনির আহুতি দিয়ে আসি
দুর্গম নীলাচলে।
— % &

-


9 MAY 2022 AT 14:29

কবিগুরু— % &

-


8 MAY 2022 AT 13:41

....— % &

-


3 MAY 2022 AT 11:58

....— % &

-


2 MAY 2022 AT 21:13

ঐশ্বর্য আকাশচুম্বী, সাহিত্য ও শিল্পের কুবের
অমর কীর্তি, বর্ণময় কর্মজীবন সত্যজিৎ রায়ের।— % &

-


1 MAY 2022 AT 18:00

....— % &

-


29 APR 2022 AT 12:43

....— % &

-


Fetching Gautam Deb Quotes